নভেম্বরের প্রায় মাঝামাঝি আসতে শীতের হাওয়া গায়ে লাগছে। আর শীত পড়া মানেই লম্বা-চওড়া হবে ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন (Winter Travel Destination). আপনিও যদি ঘুরতে যেতে দারুন ভালবেসে থাকেন, তাহলে শীতের শুরুতেই আপনি স্নো ফল দেখতে চলে যেতে পারেন উল্লিখিত এই চারটি জায়গায়। কোথায় কোথায় যাবেন? সবটা উল্লেখ রইল এক নজরে দেখে নিন।
Winter Travel Destination In India
অক্টোবর ও নভেম্বর জুড়ে টানা উৎসবের মেজাজ জারি ছিল ভারতে। তবে এখন সামনে ক্রিসমাস এবং পৌষ পার্বণ ছাড়া খুব বেশি উৎসব নেই। তাই এই সময়টা আদর্শ ঘুরতে যাওয়ার জন্য। নভেম্বর মাসে ছুটির ক্যালেন্ডার বলছে যে বেশ কিছু ছুটির হদিশ রয়েছেই। তাছাড়া সামনেই আসছে ডিসেম্বর। ক্রিসমাস ইভের কারণে বেশ কিছু দিন ছুটি পাবেন। আর এই ছুটিতেই ঘুরে আসতে পারেন ভারতবর্ষের বেশ কিছু দুর্দান্ত জায়গা থেকে যেখানে আপনি চোখের সামনে দেখতে পাবেন স্নো ফল। এমনই তিন জায়গার হদিস রইল আজকের প্রতিবেদনে। আসুন দেখে নেওয়া যাক কোন কোন জায়গায় আপনি যেতে পারেন। বরফে ঢাকা সারি সারি পাহাড়, কনকনে শীত আর কম্বল সোয়েটারে মোড়া এক টুকরো ওম। শীতকালে যদি স্নো ফল দেখতে চান তাহলে আপনারও ডেস্টিনেশন হতে পারে ভারতবর্ষের এই তিনটি জায়গা। তাহলে আর দেরি কেন? আসুন সে বিষয়ে জানা যাক।
আরও পড়ুনঃ কলকাতার কাছেই ভুতুড়ে নীলকুঠি! কান পাতলেই শোনা যায় অশরীরির ডাক! একদিনের ভ্রমণে ‘মঙ্গলগঞ্জ’
স্নো ফল দেখার জন্য ভারতের সেরা ৩ জায়গা!
১) তাওয়াং, অরুণাচল প্রদেশ
বছরের যে কোনও সময় হাতে কয়েকদিনের ছুটি পেলেই আপনি ঘুরে আসতে পারেন অরুণাচল প্রদেশ থেকে। তবে, আপনি যদি প্ল্যান করেন যে শীতকালে যাবেন, তাহলে আপনার স্নো-ফল দেখার স্বপ্ন পূরণ হয়ে যেতেই পারে। ১০ হাজার ফুট উচ্চতায় অবস্থিত দুর্দান্ত জায়গা তাওয়াং গেলেই দেখা মিলবে বরফের। তাওয়াংয়ের শিলা লেক শীতকালে বরফে জমে থাকে। আর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তাওয়াং গেলেই এমন মন ভরানো দৃশ্যের মুখোমুখি হতে পারবেন।
আরও পড়ুনঃ ঘরের কাছে অচেনা সাগর! তাঁবুতে শুয়ে শুনুন সমুদ্রের ঢেউ! অপূর্ব এই সৈকত গ্রীষ্মের ক্লান্তি দূর করে…
২) ছাঙ্গু, সিকিম
আপনি কি প্রথম বার সিকিম যাচ্ছেন? জ়ুলুক না গেলেও আপনার লিস্টে অবশ্যই থাকুক গ্যাংটক। আর তার সঙ্গে অবশ্যই রাখুন ছাঙ্গুকে। শীতকালে তুষারপাতে বরফ কঠিন হয়ে থাকত ছাঙ্গু লেক। লেকটা বরফে ঢেকে যায়। আর তার উপর হাড় কাঁপানো ঠান্ডা। আপনি গ্যাংটক থেকে সহজেই ঘুরে নিতে পারেন ছাঙ্গু। আর এ ছাড়া ছাঙ্গু থেকে ঘুরে আসতে পারেন নাথুলা পাস, বাবা মন্দির। সেখানে গেলেও কিন্তু বরফের দেখা পাবেন। শুধু তাই নয়, সিকিমের ইয়ামথাং ভ্যালিও বরফের সাদায় মোড়া থাকে।
৩) জ়ুলুক, সিকিম
হাতে মাত্র ৫-৭ দিন থাকলেই সিকিম ঘুরে নেওয়া যায় খুব সহজে। পূর্ব সিকিমের জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলো জ়ুলুক। ঠিক ডিসেম্বর-জানুয়ারি মাসে জ়ুলুক একেবারে সাদা বরফের চাদরে মোড়া হয়ে থাকে। আর জ়ুলুকের জ়িক-জ়্যাক রোড তখন এক্কেবারে সাদা হয়ে থাকে। এখানে তুষারশুভ্র কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে। জ়ুলুক থেকে আর একটু উপরে উঠলে সেখানে রয়েছে বাবা মন্দির, নাথাং ভ্যালি আর কুপুপ। আপনি যদি সেখানে যান তাহলে সেখানেও বরফ দেখতে পাবেন।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।