সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত সর্বকালীন হিট ধারাবাহিকগুলির মধ্যে নাম ছিল ‘গোয়েন্দা গিন্নির’ (Goyenda Ginni)। কিন্তু প্রোডাকশনের সঙ্গে সমস্যার কারণে হঠাৎ করেই শেষ করে দেওয়া হয় ধারাবাহিকটি। তবে ধারাবাহিকের শেষ পর্বে ঠিক এমনই সূত্র দেওয়া ছিল যে, পর্দায় আবার ফিরবে ‘গোয়েন্দা গিন্নি’ (Goyenda Ginni)। দ্বিতীয় সিজন (Goyenda Ginni 2) নিয়ে মেগা ফিরবে বলে গুঞ্জন চলছিল টলিপাড়ার (Tollywood) অন্দরে। এত দিন বিষয়টি নিয়ে মুখ খোলেনি অভিনেত্রী ইন্দ্রানী হালদার (Indrani Halder) । অন্য ধারাবাহিককে অভিনয় করলেও ‘গোয়েন্দা গিন্নি’-র (Goyenda Ginni) কথা মুখে আনেননি তিনি। তবে এবার ইন্দ্রানী হালদারের (Indrani Halder) মন্তব্যে আরো একবার ‘গোয়েন্দা গিন্নি’-র (Goyenda Ginni) কামব্যাক হওয়ার সম্ভাবনা জোরালো হল।
টেলিভিশনের পর্দায় সফল মেগা গুলির মধ্যে এক সময় নাম তুলেছিল ‘গোয়েন্দা গিন্নি’। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার। একজন সাধারন গৃহবধূর গোয়েন্দা হয়ে ওঠার কাহিনী পর্দায় তুলে ধরেছিল এই ধারাবাহিক। তবে এই ধারাবাহিকের আরো একটি প্লাস পয়েন্ট ছিল, সাংসারিক কুটকাচালির ঊর্ধ্বে গিয়ে নিপাট, সুন্দর সাংসারিক মেলবন্ধনের গল্প শুনিয়েছিল সিরিয়ালটি। অল্প দিনের মধ্যেই এই ধারাবাহিক দর্শকদের পছন্দের হয়ে ওঠে। টিআরপি তালিকাতেও খেল দেখাচ্ছিল জি বাংলার ‘গোয়েন্দা গিন্নি’।
অভিনেত্রী ইন্দ্রানী হালদার ছাড়াও ধারাবাহিকের অভিনয় করেছিলেন অভিনেতা ইন্দ্রজিৎ বোস, অভিনেতা সাহেব চ্যাটার্জী-সহ অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা। ২০১৫ সালের শুরু হওয়া এই মেগা ধারাবাহিক টেলিভিশন পর্দায় ঝড় তুলেছিল। তবে হঠাৎ করেই ধারাবাহিকটির বন্ধ হওয়ার সিদ্ধান্তে মোটেই খুশি ছিলেন না দর্শক মহল। তাই নতুন করে ধারাবাহিকটি শুরু করার আর্জি জানিয়েছেন তাঁরা।
‘গোয়েন্দা গিন্নির’ প্রধান চরিত্রের পর অভিনেত্রী ইন্দ্রানী হালদার স্টার জলসার পর্দায় ‘শ্রীময়ী’ ধারাবাহিক অভিনয় করেন। অভিনেতা ইন্দ্রজিৎ বোস অভিনয় করেছেন বিভিন্ন চ্যানেলের নানান ধারাবাহিকে। তিনি এখন সান বাংলার ‘সাথী’ ধারাবাহিকের নায়ক। তাহলে কী সত্যি টেলিপর্দায় ফিরবে ‘গোয়েন্দা গিন্নির’ দ্বিতীয় সিজন? সম্প্রতি এক সাক্ষাৎকারে ইন্দ্রানী হালদার বলেন, তিনি নতুন ধারাবাহিক নিয়ে টেলিভিশনে ফিরছেন। ইন্দ্রানী হালদারের এই কথা শোনার পরেই ধোঁয়াশা ঘনীভূত হয়েছে অনুরাগীদের মধ্যে।
যদিও আবারও জি বাংলার পর্দায় ‘গোয়েন্দা গিন্নি’ ফিরবে নাকি তা নিয়ে সরাসরি মন্তব্য করেননি অভিনেত্রী ইন্দ্রানী। তবে তিনি যে ধারাবাহিকে আবার ফিরছেন, সেই খবরে বেশ আনন্দিত তাঁর অনুরাগী মহল।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।