Tania Roy Chowdhury: টেলিকম (Telecom ) বাজারে প্রতিযোগিতার শেষ নেই।ধামাকাদার অফার এনে সবার মন জয় করে নিচ্ছে খ্যাতনামা টেলিকম কোম্পানিগুলি। এয়ারটেল (Airtel), জিও (Jio)-র প্ল্যানগুলি সবচেয়ে বেশি নজর কাড়ছে গ্রাহকদের। তবে পিছিয়ে নেই ভিআই (VI) বিএসএনএল (BSNL) কর্তৃপক্ষ। গ্রাহক এখন পছন্দ করে আনলিমিটেড প্ল্যানস। যে প্ল্যানগুলিতে আনলিমিটেড কল, ডেটা, মেসেজ, সবই মিলবে প্রয়োজনমতো।
এই আনলিমিটেড প্ল্যানসগুলি বেশিরভাগই বার্ষিক ও মাসিক সময় মেয়াদের হয়। আবার দৈনিক প্ল্যানসও রয়েছে। গ্রাহক তার প্রয়োজনমতো প্যাক বেছে নিতে পারেন। আবার, বিশেষ প্রয়োজনে রয়েছে ডেটা প্যাকও। যত বেশি টাকার প্ল্যান তার সঙ্গে যুক্ত হয় তত বেশি সুবিধা।ইতিমধ্যে জিও ও এয়ারটেলের বেশ কিছু প্ল্যান গ্রাহক মহলে জনপ্রিয়তা লাভ করেছে। দেদার সুবিধা থাকা এই প্ল্যানগুলি নিত্যদিন হাজির করছে ধামাকাদার অফার।
ফ্রি-তে নেটফ্লিকস
এয়ারটেল আর জিও তাঁদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছি একটি চূড়ান্ত লাভজনক অফার। যেখানে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন (Netflix Subscription) মিলবে একদম ফ্রি। গ্রাহকদের জন্য এই লোভনীয় অফার চলবে কিছুদিন ধরেই। অফারটি লাভ নিতে কি করতে হবে? জেনে নিন একনজরে।
নেটফ্লিক্সে-এ রিলিজ হচ্ছে ধামাকাদার একের পর এক ওয়েব সিরিজ। কিন্ত রিচার্জ প্ল্যান অনেক হাই। ইচ্ছে থাকলেও উপায় নেই। তাই এই মুশকিল আসান এর জন্য হাজির জিও আর এয়ারটেল। একঝলকে দেখে নেওয়া যাক সেই সব প্রিপেড অফার প্ল্যানগুলো।
Jio-এর 1099 টাকার প্ল্যান
Jio-এর এই 1099 টাকার প্রিপেড প্ল্যানটি 84 দিন ব্যবহার করতে পারবেন। এতে মোট 168GB ডেটা পাওয়া যায়, অর্থাৎ প্রতিদিন 2GB হাই-স্পিড ডেটা। উচ্চ-গতির ডেটা শেষ হয়ে যাওয়ার পরেও, আপনি 64 Kbps-এর স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানে, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 এসএমএস পেয়ে যাবেন। এই প্ল্যানে আপনি Netflix মোবাইল সাবস্ক্রিপশন বিনামূল্যে পেয়ে যাবেন।
Airtel-এর 1499 টাকার প্ল্যান
Airtel-এর 1499 টাকার প্রিপেইড প্ল্যানও 84 দিনের জন্য চলে। এতে, বেসিক সাবস্ক্রিপশনে প্রতিদিন 3GB হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং এবং এসএমএস সহ স্ট্যান্ডার্ড পিকচার কোয়ালিটিতে Netflix দেখতে বিনামূল্যে পাওয়া যায়। এছাড়াও আপনি Apollo 24X7 সার্কেল সাবস্ক্রিপশন পাবেন। তাছাড়া বিনামূল্যে উইঙ্ক মিউজিক, হ্যালো টিউনস এবং 3 মাসের স্বাস্থ্যসেবা সহ আনলিমিটেড 5G ডেটা পেয়ে যাবেন।
কাকে বাছবেন জিও না এয়ারটেল?
এবার প্রশ্ন, কাকে বেছে নেওয়া বেটার হবে? দুটি প্ল্যানই ভাল। Jio ব্যবহারকারীরা 1099 টাকার প্ল্যান নিতে পারেন এবং Airtel ব্যবহারকারীরা 1499 টাকার প্ল্যান নিতে পারেন। দুটি প্ল্যানেই 84 দিনের বৈধতা পেয়ে যাবেন। কিন্তু Jio প্রতিদিন 2GB ডেটা অফার করে। আর Airtel প্রতিদিন 3GB ডেটা অফার করে। তাই যদি বেশি ডেটা চান, তাহলে আপনি আপনার পছন্দ মতো যে কোনও একটি প্ল্যান বেছে নিতেই পারেন।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।