সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: টেলিপর্দার পরিচিত মুখ অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyajyoti Dutta)। অতীত থেকে আজ পর্যন্ত একাধিক ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। বর্তমানে দিব্যজ্যোতি (Dibyajyoti Dutta) টলিউডের হার্টথ্রব। বহু ধারাবাহিকের অভিনয়ের খাতিরে আকাশছোঁয়া জনপ্রিয়তা অভিনেতার। তা সত্বেও দিব্যজ্যোতিকে (Dibyajyoti Dutta) নিয়ে গুঞ্জন মাথাচাড়া দিয়ে উঠছে। জানা যাচ্ছে, ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) নাকি ছাড়তে চলেছেন দিব্যজ্যোতি (Dibyajyoti Dutta)। কথাটি কতটা ঠিক তা নিয়ে ধোঁয়াশা রয়েছেই। তবুও কথাটি একেবারে উড়িয়ে দিতে পারছে না টলিউড ইন্ডাস্ট্রি (Tollywood)।
‘জয়ী’, ‘চুনি পান্না’, ধারাবাহিকে অভিনয়ের পর স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়ার’ নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন দিব্যজ্যোতি। অল্প কিছুদিনের মধ্যেই দর্শকমন দখল করে নেন অভিনেতা। তিনি এখন দিব্যজ্যোতি কম সূর্য নামেই বেশি পরিচিত। ধারাবাহিকই তার চরিত্রের নাম সূর্য। নায়িকার সঙ্গে তাঁর রসায়ন প্রথম থেকেই বেশ পছন্দ করেছিলেন দর্শক। তবে গল্পের প্রয়োজনে আলাদা হতে হয় ধারাবাহিকের হিট জুটি সূর্য-দীপাকে। দর্শক মনে প্রশ্ন আগের থেকেই ছিল। এখন সেই প্রশ্নের উপর নতুন রসদ জুটেছে।
সূর্য-দীপার আলাদা হয়ে যাওয়ার পর থেকে কমে যেতে থাকে ধারাবাহিকের টিআরপি। এক সময় শীর্ষ স্থানীয় বেঙ্গল টপার ধারাবাহিক ধীরে ধীরে তার জায়গা হারায়। বর্তমানে গল্পের প্রয়োজনে নায়িকা দীপার থেকে অনেকটা দূরে নায়ক সূর্য। সূর্যের জীবনে যেমন দ্বিতীয় নারী ইরার আগমন ঘটেছে, তেমনি দীপার জীবনে পা রেখেছে নতুন নায়ক অর্জুন। পর্দায় নায়ক সূর্যের আচরণের কারণে তিতিবিরক্ত দর্শক চাইছেন অর্জুনকেই এই ধারাবাহিকের লিড চরিত্রে রাখা হোক।
এর আগে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের প্রধান নায়ক সৌম্যদীপ মুখার্জী তথা পর্দার স্বয়ম্ভুর ধারাবাহিক ছাড়া নিয়ে জোরদার আলোচনা কেন্দ্রীভূত হয়। এখনো পর্যন্ত জি বাংলার তরফে সংশ্লিষ্ট বিষয় কিছুই জানানো হয়নি। আদৌ স্বয়ম্ভু ধারাবাহিক ছাড়ছেন কিনা, তা নিয়ে মুখ খুলতে নারাজ নায়ক নিজেও। এদিকে অভিনেতা দিব্যজ্যোতিকে নিয়ে আলোচনা চলতেই থাকে। সব সময় তিনি চর্চার কেন্দ্রে। এখানে অভিনেতা এবার সত্যিই সিরিয়াল ছাড়ছেন কিনা, তা নিয়ে দর্শকমহলে আলোচনা ঘনীভূত হচ্ছে। বিষয়টি নিয়ে কিছুই জানাননি অভিনেতা দিব্যজ্যোতি।
‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক স্টার জলসা সহ প্রত্যেক কলাকুশলীকে যথেষ্ট জনপ্রিয়তা দিয়েছে। সেই ধারাবাহিক এখন টিআরপি তালিকায় সেরম নজর কাড়ছে না। অনুরাগীরা এখনো চান এক হোক সূর্য দীপা। যদিও গল্পের টান সম্পূর্ণ অন্য কথা বলছে। পর্দার রসায়ন দৃঢ় হচ্ছে দীপা-অর্জুনের। ইরার সঙ্গে সূর্য সম্পর্ক ধীরে ধীরে নতুন মাত্রা পাচ্ছে। ফলে ‘অনুরাগের ছোঁয়া’ নিয়ে আগে থেকে ভবিষ্যৎবাণী করতে রাজি নন কেউই। সিরিয়ালে কি হতে চলেছে, তা এখনো স্পষ্ট নয়।
ইতোমধ্যে খবর মিলছে, সরাসরি ধারাবাহিক না ছাড়লেও গল্পের প্রয়োজনে বেশ কিছুদিন ধরে আড়ালে থাকবেন নায়ক সূর্য। যদিও বিষয়টি নিয়ে এখনই মন্তব্য করতে রাজি নয় স্টার জলসা। কানাঘুষো খবর, অতি শীঘ্রই এই ধারাবাহিকের আয়ু ফুরোতে চলেছে। শেষ হয়ে যেতে চলেছে স্টার জলসার চিরন্তন ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’।
বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।