সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: বাঙালির দীঘা (Digha) ভ্রমণের (Tourism) জন্য কোনো স্থান, কাল, ঋতু লাগে না। মন হলেই এক ছুটে চলে যান দীঘা (Digha)। বাংলার (West Bengal) এই পর্যটনকেন্দ্রে সারা বছর গমগম করে পর্যটক।বি বাংলার (West Bengal) নানা প্রান্ত ছাড়াও দেশ, বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে সাগরের টানে ছুটে আসেন মানুষ। তাই পর্যটকদের জন্য এবার নতুন সুখবর দিল সরকার (West Bengal Govt)। দীঘা (Digha) করতে গেলে পাবেন বাড়তি সুবিধা।
তীব্র গরমে প্রাণ অস্টাগত। তবে গরমের ছুটিতে অনেকেই ছুটছেন পাহাড়। আবার একটা বড় অংশের পর্যটক সাগর মুখী হয়েছেন। তাপ একটু বেশি থাকলেও গরমের ছুটিতে অনেকেরই পছন্দ দীঘা। সমুদ্র স্নান করলে তরতাজা হয়ে যাচ্ছে মন প্রাণ। আবার সন্ধ্যাতে সাগরের হাওয়ায় জুড়িয়ে যাচ্ছে মন। বিকেল থেকে রাত পর্যন্ত সাগর তটে বসেই সময় কাটিয়ে দিচ্ছেন আট থেকে আশি।
প্রত্যেক বছর দীঘায় যাওয়ার জন্য বিশেষ ট্রেন, বাস চালু থাকে। পর্যটকদের ভিড় সামলাতে সামার স্পেশাল ট্রেন চালু করা হয় দীঘার জন্য। বলাই বাহুল্য, গরমের ছুটি ঘরে বসে না কাটিয়ে দীঘায় ভ্রমণ সবার জন্যই আকর্ষণীয়। তবে আপনার যদি এই বছরের গরমের ছুটিতে দীঘায় যাওয়ার প্ল্যান থাকে, তাহলে আপনি পাবেন বাড়তি সুবিধা। কিভাবে? দীঘায় ভ্রমণ আরো বেশি আকর্ষণীয় হচ্ছে।
পর্যটকদের জন্য নতুন সুবিধা চালু করছে সরকার। এর আগে দীঘায় পর্যটন শিল্পের উন্নতি স্বার্থে জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। চালু হয়েছে ‘দীঘাশ্রী’ সহ একাধিক প্রকল্প। তবে এবার আরো আকর্ষণীয় পন্থা চালু হলো পর্যটকদের জন্য। আশা করা যাচ্ছে এতে উপকৃত হবেন সবাই। শুধু তাই নয়, বেজায় মজা পাবেন দীঘায় ঘুরতে যাওয়ার পর্যটকেরা।
বেশ কিছু মাস ধরেই দীঘা প্রশাসনের তরফে এই অঞ্চলে একটি পরিষেবা চালু করার জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছিল। তবে নানান কারণে তা চালু করার পথে বাধা আসছিল। তবে আর চিন্তা নেই। অপেক্ষা কাটিয়ে এই গরমের ছুটিতেই চালু হতে চলেছে পরিষেবাটি। দীঘা এবার পর্যটকদের জন্য ভাসবে প্রমোদতরী। পর্যটকদের নিয়ে প্রমোদতরী ভাসতে ভাসতে পৌঁছে যাবে দীঘার সাগর সৈকতে। অন্তত তেমনটাই খবর মিলছে শংকরপুর উন্নয়ন পর্ষদ সূত্রে।
আগে দীঘায় এলে সমুদ্র স্নান ও সাগর ভ্রমণটাই আসল উদ্দেশ্য ছিল। তবে বর্তমানে প্রশাসনের উদ্যোগে দীঘায় একাধিক সাইট সিন তৈরি হয়েছে।সমুদ্র সৈকত ছাড়াও মিউজিয়াম, অ্যাকোয়ারিয়াম পার্ক-সহ একাধিক ঘুরতে যাওয়ার জায়গায় ঢুঁ মেরে আসতে পারেন পর্যটকেরা। দীঘায় আগত বহু ভ্রমণপিপাসু মানুষ দাবি তুলেছিলেন, গোয়ার মত দিঘার সমুদ্র তৈরি হোক ভাসমান লাক্সারি ক্রুজ। পর্যটকদের দাবি ও চাহিদাকে মাথায় রেখে নতুন প্রমোদতরী নির্মাণ করে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের হাতে তুলে দেয় হলদিয়া উন্নয়ন পর্ষদ।প্রমোদতরীর নাম দেওয়া হয়, ‘এমভি নিবেদিতা’।
এই প্রমোদতরীতে ভ্রমণ করে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি মৎস্যজীবীদের জীবন ও জীবিকা দেখা ও দীঘাকে আরো সুন্দর করে চিনে নিতে পারবেন পর্যটকেরা। দীঘায় আগত পর্যটকের অপেক্ষায় আছেন কবে এই পরিষেবা চালু হবে। পর্যটকদের চাহিদাকে মাথায় রেখে দ্রুততার সঙ্গে কাজ এগোচ্ছে প্রশাসন।
বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।