Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: দৈনিক রাশিফল (Daily Horoscope Update) প্রত্যেক মানুষের কাছেই গুরুত্বপূর্ণ। দৈনিক রাশিফল (Horoscope Update) জেনে নিলে এই দিনটির আগাম আভাস সম্পর্কে জানা যায়। এদিন সোমবার কিছু রাশির জাতকদের (Zodiac Sign) জন্য অত্যন্ত শুভ। আবার কিছু রাশির জাতকদের (Zodiac Sign) অনেক ভেবেচিন্তে চলতে হবে। আপনি কোন শ্রেণীতে রয়েছেন, জেনে নিন আগেই। (Daily Horoscope Update)

৬) কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকদের জন্য আজকের দিনটা শুভ হতে চলেছে। পারিবারিক সমস্যা একসঙ্গে সমাধান করুন। তাতে পারস্পরিক ভালোবাসা বাড়বে। কর্মরত ব্যক্তিরা কাজে পদোন্নতি করবেন। পিতা মাতার সঙ্গে ধর্মীয় ভ্রমণে যেতে পারেন। কোন কাজের ক্ষেত্রে ভাই বোনের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন।

৭) মীন রাশি

মীন রাশির জাতকদের জন্য আজকের দিনটিফলদায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় কোন সমস্যা দেখা দিতে পারে তবে সেটি হঠাৎ করেই চলে যাবে। কোন বড় ঝুঁকি নেওয়ার থেকে এড়িয়ে চলুন, এটি আপনাকে পরবর্তীতে সমস্যায় ফেলতে পারে। কর্মক্ষেত্রে প্রবীণ ব্যক্তির কাছ থেকে সমর্থন পেতে পারেন। অস্ত্র ব্যবসার যুক্ত ব্যক্তিদের সাফল্য আসবে। আপনার কর্মসংস্থানের সন্ধান সু-সম্পন্ন হতে পারে।

৮) মকর রাশি

মকর রাশির জাতকদের জন্য আজকের দিনটিতে মনে ইতিবাচকতা থাকবে। কারোর সঙ্গে অর্থ সংক্রান্ত সমস্যায় জড়ানোর থেকে বিরত থাকুন। আজকের দিনে আপনি ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারেন। কেউ আপনার থেকে টাকা ধার নিলে তা ফেরত দিতে পারে। আজকের দিনে আপনি বন্ধুদের সঙ্গে আনন্দ করে সময় কাটাতে পারেন।

আরো পড়ুন  Daily Horoscope: কেমন যাবে আপনার আজকের দিন? কাদের ভাগ্য খুলছে, কাদের চিন্তা বাড়বে? রাশির জাতকেরা দিনের শুরুতে জেনে নিন

৯) মেষ রাশি

মেষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি ভালো হবে। পরিবারের সদস্যদের বিয়ের প্রস্তাব আসতে পারে। আপনার সন্তান আজকে কোন জায়গা থেকে সম্মান লাভ করতে পারে। আপনার বাড়িতে অতিথি আগমন ঘটবে, আজকের দিনে ব্যবসায় উন্নতি করবেন। শিক্ষার জন্য বিদেশ ভ্রমণের সুযোগ থাকছে। তবে আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে।

১০) মিথুন রাশি

মিথুন রাশির জাতকদের আজকে কোন কাজ করার আগে ভেবেচিন্তে এগোতে হবে। আর্থিক দিক থেকে চিন্তা আসতে পারে তবে সেই চিন্তা থেকে মুক্তিও পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি আনন্দ করে ভালো কাটবে। কোন কাজের জন্য মায়ের সঙ্গে পরামর্শ কোন কাজের জন্য আপনাকে আপনার মায়ের থেকে পরামর্শ নিতে হতে পারে। আপনার বাড়িতে নতুন বাহন আসতে পারে। কিছু বলার আগে ভেবে বলুন যাতে অন্য কোন সম্পর্ক আপনার খারাপ না হয়ে যায়।

১১) কর্কট রাশি

কর্কট রাশির জাতকদের আজকের দিনে কিছু অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি পেতে পারে, যাতে বিরক্তি
আসবে। কাউকে জিজ্ঞেস না করে উপদেশ দেবেন না। পরিবারের সদস্যকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে। আপনার লেনদেন সংক্রান্ত সমস্যা সমাধান হবে। এই দিনটি আপনার কাজের জন্য একটি বাজেট তৈরি করার দিন হতে পারে।

১২) বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের জন্য আজকে দিনটি মিশ্র প্রকৃতির হবে। কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু বিবেচনা করে নিন। প্রয়োজনে স্ত্রীর থেকে পরামর্শ নিন, এটি ফলদায়ক হবে। সঙ্গীকে বিয়ে করার আগেই তো তার সঙ্গে খোলাখুলি কথা বলে নিন। নয়তো প্রেমের প্রস্তাবে সমস্যা আসতে পারে। আপনার পারিপার্শ্বিক পরিবেশের মানুষজনের থেকে সতর্ক থাকতে হবে।

আরো পড়ুন  Mole Meaning: শরীরের এই পাঁচ জায়গায় তিল থাকলে জীবনে আসে অসীম সৌভাগ্য! এই জায়গায় তিল থাকলে তা মোটেই শুভ নয়…

প্রসঙ্গত, রাশিফল সংক্রান্ত বক্তব্য সাতকাহন প্লাসের নিজস্ব নয়। প্রচলিত ধারণা থেকে বলা। বিস্তারিত জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।