Bengali Serial
Bengali Serial
Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


পারিজাত মুখার্জী: বাংলা সিরিয়ালের (Bengali Serial) আয়ু নির্ধারণকারি বিষয় হলো টিআরপি (TRP)। টিআরপির (TRP) ওঠানামা একটি সিরিয়ালকে (Bengali Serial) দীর্ঘায়িত করছে, আবার অন্যদিকে কয়েক মাসের মধ্যেই ইতি টানছে বহু ধারাবাহিক। বিগত কয়েক মাসে টেলিভিশনের (Television) নামকরা চ্যানেলগুলিতে বেশ কিছু নতুন ধারাবাহিক (Bengali Serial) চালু হয়েছে।

আবার শেষ হয়েছে পুরাতন সিরিয়ালগুলি (Bengali Serial)। আর এবার খবর খুব তাড়াতাড়ি চারটি টেলি সিরিয়াল (Tele Serial) শেষ হবে। জনপ্রিয় চ্যানলগুলির এই সিরিয়ালগুলি (Bengali Serial) কয়েক মাসের মধ্যেই গল্পে ইতি টানছে। তাহলে শেষ হচ্ছে কোন কোন বাংলা ধারাবাহিক? (Bengali Serial) দর্শকদের সামনে চলে এলো তালিকা।

Bengali Serial: টিআরপি কমতেই ইতি মেগা সিরিয়ালের!

সন্ধ্যা হতেই টিভির সামনে বসে পড়েন সিরিয়াল প্রেমী জনতা। একের পর এক টিভি সিরিয়াল ও তাঁদের চরিত্রগুলি হয়েছে জীবনের সঙ্গে সংযুক্ত। সিরিয়ালের চরিত্রগুলি যেন ঘরের মানুষ হয়ে ওঠে। তারপর হঠাৎ করেই যখন সিরিয়াল শেষের খবর সামনে আসে, তখন স্বাভাবিকভাবেই বাসা বাঁধে মনখারাপ। টেলিভিশনে জি বাংলা, স্টার জলসা, সান বাংলার মতো চ্যানেলগুলি একের পর এক চমকপ্রদ গল্প নিয়ে টেলি ধারাবাহিক আনছে।

প্রত্যেকটি গল্প দর্শকমহলে ভালো মন্দের প্রতিক্রিয়া পাচ্ছে। বন্ধ হয়ে যাওয়া সিরিয়ালের জায়গায় আসছে নতুন সিরিয়াল। আবার একটি নতুন গল্পে অভ্যস্ত হয়ে উঠছেন আমজনতা। এভাবেই নতুন এবং পুরোনোর খেলা চলছে টেলিভিশন পর্দায়। ‌জি বাংলা সিরিয়াল গুলি দর্শক মহলে ব্যাপক হারে জনপ্রিয়।

আরো পড়ুন  WhatsApp: আশঙ্কার খবর! ভারতবর্ষ থেকে বিদায় নিতে চলেছে হোয়াটসঅ্যাপ? চিন্তায় লক্ষ লক্ষ ইউজার

তবেই এবার এক অনিশ্চয়তার মেঘ যেন জি বাংলার পর্দায়। কারণ, পরপর চারটি মেগা সিরিয়াল শেষ হতে চলেছে জি বাংলার। তালিকায় কোন কোন ধারাবাহিক, তা জানলে অবাক হবেন আপনিও।

বর্তমান বাংলা সিরিয়ালে টিআরপি শেষ কথা!

প্রত্যেক বৃহস্পতিবার মানেই বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকা প্রকাশ্যে আসবে। টিআরপি ময়দানে খেলা জারি রাখা হলো শেষ কথা। কোন সপ্তাহে ঊর্ধ্বমুখী টিআরপি সিরিয়ালকে হয়তো আরো কয়েকটি পর্ব এগিয়ে দিচ্ছে। আবার কোন সপ্তাহে টিআরপি কমে গেলেই সেই সিরিয়াল নিয়ে অনিশ্চয়তার মেঘ দানা বাঁধছে। আর অনিশ্চয়তার বেড়াজালে শেষ হচ্ছে একের পর এক সিরিয়াল।

আসলে এই টিআরপি তালিকাতে সেরা দশের দৌড়ে ‌ কে এগিয়ে রইল আর কে পিছিয়ে রইল সেদিকেই নজর থাকে নির্মাতা থেকে দর্শকদের। কিন্তু সেরা দশে থাকলেও সিরিয়াল শেষ হওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছিল। মাত্র কয়েক মাসের ব্যবধানে গল্প ফুরিয়েছে জি কিংবা জলসার বেশ কিছু নামকরা ধারাবাহিকের।

শেষের পথে জি বাংলার চার ধারাবাহিক!

টেলিপাড়ার সূত্রে খবর, মাত্র ১১ মাসের ব্যবধানে শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner kotha)। ধারাবাহিকের শেষ দিনের শুটিংয়ে চোখ ভিজলো ‘মনের কথার’ শিল্পীদের। বিগত কয়েক মাসে বেশ গাঢ় হয়েছে তাঁদের বন্ধুত্ব।

শুধুমাত্র তাই নয়, শেষ হতে যাওয়া ধারাবাহিক গুলির মধ্যে রয়েছে মাত্র মাস দুয়েক আগে শুরু হওয়া ধারাবাহিক ‘অষ্টমী’ (Ashtomi)। কয়েক মাসেই এই মেগা শেষের খবর ভারী চিন্তায় ফেলল টেলি অনুরাগীদের।

আরো পড়ুন  Arkaprovo Roy: রাণী অতীত! এই সুন্দরী নায়িকার প্রেমে মজেছেন জলসার দূর্জয়! মুচকি হেসে অর্কপ্রভ জানালেন…

অন্যদিকে, জি বাংলার আরও দুই ধারাবাহিক যথা ‘যোগমায়া’ (Jogomaya) ও ‘আলোর কোলে’ (Alor Kole) শেষ হচ্ছে বলে খবর। যার কারণ কম টিআরপি। দুটি ধারাবাহিক বিগত কয়েক মাসে টিআরপি তালিকায় ছাপ ফেলতে না পারায় সেগুলি শেষ করার সিদ্ধান্ত নিল নির্মাতারা।

শেষ হচ্ছে স্টার জলসার ধারাবাহিক!

শুধু তাই নয়, আগামী ১৭ জুন শেষ হচ্ছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘জল থৈ থৈ ভালোবাসা’। আর এই সকল ধারাবাহিকের স্লট দখল করতে টেলি পর্দায় আসছে নিত্য নতুন মেগা সিরিয়াল। এখন দেখা যাক কোন কোন নতুন ধারাবাহিক আসে টেলিভিশনের পর্দায়।

বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।