Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: ভারতীয় নাগরিক দের কাছে আধার কার্ড (Aadhaar Card) একটি অতি প্রয়োজনীয় ডকুমেন্ট। এই আধার কার্ড (Aadhaar Card) না থাকলে যেমন বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়া যায় না, তেমনি আধার (Aadhaar Card);কার্ড ছাড়া কোন সরকারি কাজ করাও সম্ভব নয়। এখন সমস্ত ক্ষেত্রেই আধার কার্ডের (Aadhaar Card) প্রয়োজন পড়ে। বর্তমানে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড, মোবাইল নম্বর লিংক করা হয়েছে। বলাই বাহুল্য সব ক্ষেত্রে অস্তিত্ব রাখে আধার কার্ড (Aadhaar Card)। কিন্তু শুধু মাত্র আধার কার্ড (Aadhaar Card) ব্যবহার করে ৫০০০০ টাকা! শুনে অবাক হচ্ছেন তো? দেশে চালু রয়েছে এমনই একটি প্রকল্প (Aadhaar Card Loan)। যা আজও অনেকের অজানা। চলুন সেই প্রকল্পের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

টাকার প্রয়োজন নেই এমন মানুষ পাওয়া যায় না। প্রতিমাসে উপার্জনের টাকা আমরা অল্প অল্প করে সঞ্চয় করি ভবিষ্যতের স্বার্থে। তবে হঠাৎ করে টাকার প্রয়োজন হতেই পারে। তখন সাধারণ মানুষ ঋণ নেওয়ার পথে হাঁটে। সরকারি, বেসরকারি ব্যাংক অথবা কোনো ব্যক্তিবিশেষের থেকে তখন ব্যক্তিগত লোন সংগ্রহ করতে হয়। ঋণ নেওয়ার ক্ষেত্রে অনেক নিয়ম কানুন থাকে। যেমন বিভিন্ন ফর্ম ফিলাপ করতে হয়, আবার নানান ডকুমেন্ট জমা করতে হয়। ব্যাংক থেকে লোন নেওয়ার প্রক্রিয়াটিও নেহাত সহজ নয়। বলাই বাহুল্য বেশ জটিল প্রক্রিয়া। তবে এসব পথে না হেঁটে শুধুমাত্র আধার কার্ড ব্যবহার করেই ঘরে বসে লোন পাওয়া যায়। আর এই প্রকল্পটি চালু রয়েছে আমাদের দেশেই।

আরো পড়ুন  WhatsApp New Feature 2024: হোয়াটসঅ্যাপে হাজির নতুন ফিচার! জানলে অবাক হবেন আপনিও...

আধার কার্ড থেকে লোন নেওয়ার পদ্ধতি (Aadhaar Card Loan Scheme 2024)

আধার কার্ড (Aadhaar Card) হল এমন একটি ডকুমেন্ট যা আমাদের সবার বাড়িতেই রয়েছে। এই আধার কার্ড দিয়ে ঘরে বসে প্রায় ৫০ হাজার টাকার ঋণ নেওয়া যায়। কিভাবে আধার কার্ডের মাধ্যমে আপনি ঋণ পেতে পারেন, সেই পদ্ধতি আমরা আলোচনা করব আজকের প্রতিবেদনে।

আধার কার্ড থেকে লোন নেওয়ার শর্ত (Conditions For Availing Loan From Aadhaar Card 2024)

ব্যাঙ্ক অথবা কোন ব্যক্তিগত প্রতিষ্ঠান থেকে লোন নেওয়ার জন্য যেমন কিছু শর্ত থাকে, আধার কার্ড কে ব্যবহার করে লোন নেওয়ার ক্ষেত্রেও তেমন কিছু শর্ত রয়েছে। আধার কার্ড লোনের শর্তগুলি হল-

i) আধার কার্ড দিয়ে লোন নিতে হলে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে সর্বোচ্চ ৬০ বছর এর মধ্যে।

ii) ঋণ পেতে হলে সিবিল স্কোর হতে হবে ৭৫০ বা তার বেশি।

iii) যিনি লোন নিচ্ছেন তার মাসিক বেতন হতে হবে নূন্যতম ১৫ হাজার টাকা বা তার বেশি।

iv) আপনি যে আধার কার্ড দিয়ে লোন নিচ্ছেন, এই আধার কার্ড মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। আবেদনকারীর যদি কোন ক্রিমিনাল রেকর্ড থাকে, তাহলে ঋণ পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে।

আধার কার্ডের মাধ্যমে লোন নেওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী (Document Requirement For Availing Loan From Aadhaar Card 2024)

আধার কার্ড ব্যবহার করে লোন নেওয়ার ক্ষেত্রে ব্যক্তির ডকুমেন্ট জমা দেওয়া বাধ্যতামূলক। যে যে ডকুমেন্ট প্রয়োজন হয় সেগুলি হল- i) আধার কার্ড, ii) প্যান কার্ড, iii) আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, iv) পাসপোর্ট সাইজ ছবি, ইত্যাদি।

আরো পড়ুন  Air Conditioner: অবিশ্বাস্য! মাত্র ১৫০০/- টাকা খরচ করে বাড়িতে আনুন এসি! তীব্র গরম থেকে মিলবে রেহাই

আধার কার্ডের মাধ্যমে লোন নেবেন কিভাবে? (How to Avail Loan From Aadhaar Card 2024)

i) আধার কার্ডের মাধ্যমে লোন নিতে হলে ব্যক্তিকে প্রথমে ভিজিট করতে হবে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে।

ii) ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে পার্সোনাল লোন সেকশনটি ওপেন করুন।

iii) এরপর এখান থেকে নিজের সমস্ত ডিটেইলসগুলি পূরণ করুন। যা যা পার্সোনাল তথ্য চাওয়া হয়েছে সেগুলো নির্ভুল ভাবে পূরণ করতে হবে। যেমন আপনার নাম, ফোন নম্বর, জন্ম তারিখ, আধার কার্ড নম্বর, প্যান নম্বর ইত্যাদি দিতে হবে।

iv) ব্যক্তিগত তথ্য পূরণ করা হয়ে গেলে আপনি কত পরিমান ঋণ নিচ্ছেন, এবং কত সময়ের মেয়াদে ঋণ গ্রহণ করছেন সেটি নির্বাচন করতে হবে।

v) যে যে প্রয়োজনীয় ডকুমেন্ট চাওয়া হবে সেগুলি জমা দিতে হবে। আপনার কাগজপত্র এবং তথ্য সংশ্লিষ্ট ব্যাংক দ্বারা যাচাই করা হবে। আপনি যদি ঋণের জন্য যোগ্য হয়ে থাকেন, তাহলে ব্যাংকের তরফে আপনার সঙ্গে যোগাযোগ করে লোন দেওয়া হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, আধার কার্ডের মাধ্যমে ঋণ গ্রহণের ক্ষেত্রে ব্যক্তিগত লোনের মত সুদের হার প্রায় এক থাকে। তবে আপনি যে ব্যাংকের মাধ্যমে লোন নিচ্ছেন, এই ব্যাংকের নিয়ম কানুন সুদের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। তাই অবশ্যই সমস্ত নিয়ম দেখে তবে লোনের জন্য আবেদন করুন।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।

আরো পড়ুন  Telegram Income Tips: টেলিগ্রাম থেকে রোজগার করবেন কিভাবে? রইলো টাকা ইনকাম করার প্রয়োজনীয় কিছু টিপস