Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: ছোটপর্দা তাঁকে প্রভূত জনপ্রিয়তা দিয়েছে। স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘মন ফাগুন’-এর (Mon Phagun) মাধ্যমে সকলের কাছে পরিচিত হয়ে ওঠেন অভিনেতা‌ শন ব্যানার্জি (Sean Banerjee)।‌ তবে তিনি এখন আর ‘মন ফাগুন’-এর (Sean Banerjee) নায়ক নন। নতুন একটি ধারাবাহিক নিয়ে সদ্য টেলিভিশনে ফিরেছেন তিনি। অভিনেতার কামব্যাক আনন্দ যুগিয়েছে অনুরাগী দের মধ্যে। একটা লম্বা সময়ের পর আবারও তিনি স্টার জলসার (Star Jalsha) নায়ক। আর এদিন জন্মদিন অভিনেতার। তবে জন্মদিনের দিনও কাজে মোটে ফাঁকি দেবেন না শন ব্যানার্জি (Sean Banerjee)।

একদা স্টার জলসার পর্দায় তিনি ‘ঋষিরাজ’ হয়ে অল্প সময়েই দর্শকমন দখল করে নেন। শনের বিপরীতে এই ধারাবাহিকে অভিনয় করেছিলেন টলি অভিনেত্রী সৃজলা গুহ। ‘মন ফাগুনের’ ঋষি-পিহুর জুটি অচিরেই জনপ্রিয়তা লাভ করে। পর্দা থেকে বিদায় নিলেও এখনো দর্শক মনে তরতাজা ঋষি-পিহুর জমজমাট রসায়ন। ‌ধারাবাহিক শেষ হতে বড়পর্দা এবং ওয়েবসিরিজের কাজে মন দিয়েছেন সৃজলা। ‌অন্যদিকে, দর্শকদের ডাকে এবং অর্থনৈতিক স্বাচ্ছন্দের জন্য পুনরায় নতুন ধারাবাহিকে ফিরেছেন শন। স্টার জলসার পর্দায় তিনি জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা গোস্বামীর সঙ্গে। শনের নতুন ধারাবাহিকের নাম ‘রোশনাই’।

এরই মধ্যে হাজির অভিনেতার জন্মদিন। জন্মদিন তাঁর কাছে আলাদা করে বিশেষ একটা দিন নয়। বরং বিশেষ তাঁর কাছে তাঁর কাজ। তাই জন্মদিনের দিনও চুটিয়ে শ্যুটিং করেছেন শন। হাসিমুখে তিনি জানান, “যে কাজটা করতে সব থেকে করতে ভাল লাগে, জন্মদিনে যে সেটাই করতে পারছি, তার জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ।” জন্মদিন হোক কি সাধারণ দিন, একজন অভিনেতার কাছে তার অভিনয় প্রধান গুরুত্ব পায়। সেই কথাটি আরও একবার মনে করিয়ে দিলেন নায়ক শন ব্যানার্জি।

আরো পড়ুন  Soumitrisha Kundu: 'উচ্ছেবাবুর' বিয়েতে দেখা মিলল না সৌমিতৃষার! 'মিঠাই' পরিবার থেকে দূরেই রইলেন অভিনেত্রী…

তবে টুকটাক সেলিব্রেশন পালন করেছেন শন। বৃহস্পতিবার হাতে একটু সময় ছিল, রাতে বন্ধুদের নিয়ে জন্মদিন পালন করেছেন অভিনেতা। তবে রাতের পার্টির রেশ সকাল পর্যন্ত পড়তে দেননি। সকালে তিনি যথাসময়ে শ্যুটিংয়ে চলে এসেছেন। কল টাইমকে একবিন্দু অগ্রাহ্য করেন অভিনেতা। তবে তিনি এও জানান, আলাদা করে বিশেষ কোন পরিকল্পনা না থাকলেও, মা ও দাদার সঙ্গে ডিনারে যাবেন শন ব্যানার্জি।

জন্মদিনের দিন অনুরাগীদের জন্যও সময় বের করে রেখেছেন ছোটপর্দার ‘ঋষিরাজ’। সোশ্যাল মিডিয়া লাইভ থেকে ‌অনুরাগীদের সঙ্গে সময় কাটাবেন তিনি। তবে আপাতত অভিনেতার ধ্যান জ্ঞান সবটাই ‘রোশনাই’। নতুন ধারাবাহিকের কাজে নিজের সেরাটা দিচ্ছেন অভিনেতা। ধারাবাহিকের শ্যুটিং চলছে কলকাতা এবং বেনারসে। গরমের মধ্যে শ্যুটিংয়ে কষ্ট হলেও সতীর্থদের সঙ্গে উপভোগ করছেন তিনি।

শ্যুটিং ফ্লোরে সহ অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে অল্প সময়েই গাঢ় সম্পর্ক হয়ে গিয়েছে। খোলামেলা চরিত্রের শন বন্ধুত্ব পাতিয়ে নিয়েছেন সহ অভিনেত্রী অনুষ্কার সঙ্গেও।অভিনেতার মতে, এতগুলো দিন ধরে একসঙ্গে কাজ করবেন, সম্পর্কের মধ্যে ‌ গাম্ভীর্য থাকলে সেটা সম্ভব নয়। আপাতত শনের জীবন জুড়ে ওয়ান এন্ড ওনলি ‘রোশনাই’। নতুন চরিত্রে দর্শকদের মন জয় করে নিতে পারবেন বলে আশাবাদী শন‌ ব্যানার্জি। ‌

বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।

আরো পড়ুন  Hiya Mukherjee: পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবে? কুনালের দেওয়া হলুদ শাড়িতে সাজলেন হিয়া? পর্দার 'গীতা'কে নিয়ে জল্পনা তুঙ্গে…