সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: আট থেকে আশি সবার হাতেই স্মার্টফোন (Smartphone)। ইন্টারনেট (Internet) ছাড়া জীবন যেন অচল। আবার ইন্টারনেটে স্পিড হতে হবে মনের মত। স্লো ইন্টারনেটে সমস্ত কাজেই সমস্যা। দ্রুতগতির ইন্টারনেট (5G Internet) মোবাইলে রাখতে চান সবাই। মানুষের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে তাই টেলিকম অপারেটরগুলি দ্রুতগতির ইন্টারনেট (5G Internet) পরিষেবা তুলে দিয়েছে গ্রাহকদের হাতে। 2G নেটওয়ার্কের দিন পেরিয়ে এখন মানুষের ব্যবহারযোগ্য হয়ে উঠেছে 5G সিম কার্ড। এই দ্রুতগতির ইন্টারনেট (5G Superspeed Internet) এতদিন ফ্রিতেই ব্যবহার করতে মানুষ। কিন্তু এবার আশঙ্কার মেঘ ঘনালো। দ্রুতগতির 5 জি ইন্টারনেট ব্যবহার করতে হলে গুনতে হবে অতিরিক্ত চার্জ (5G Data Packs)। আর কিছু দিনের মধ্যেই সেই চার্জ জানিয়ে দেবে টেলিকম সংস্থাগুলি।
বর্তমানে টেলিকম বাজারে প্রতিযোগিতা কোম্পানি গুলির মধ্যে। প্রত্যেকেই যেন প্রত্যেকের ঘাড়ে শ্বাস ফেলছে। ভারতী এয়ারটেল এবং মুকেশ আম্বানির সংস্থার জিও দ্রুতগতির 5 জি পরিষেবা এনেছে বাজারে। মানুষ এখন দেদার ব্যবহার করছে এই দ্রুত গতির ইন্টারনেট। 5 জি সিমকার্ড সাপোর্ট করে এমন মোবাইল ফোন বাজারে বিক্রি হচ্ছে এবং তার চাহিদা যথেষ্ট বেশি। নতুন যে গ্রাহকরা স্মার্ট ফোন কিনছেন তারা 5 জি ফোন দেখেই কিনছেন। যাতে ফোনে ফাইভ-জি নেটওয়ার্ক সাপোর্ট করে এবং দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা মেলে।
5G সিমকার্ড ব্যবহারের জন্য এবার অতিরিক্ত খরচ!
এতদিন যে সকল ফোনগুলি 4G সিমে চলত নতুন পরিষেবা আসতে কপালে ভাঁজ পড়েছিল তাঁদের। টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের অনুরোধ জানায়, তারা যেন তাদের সিম কার্ড আপডেট করে নেন। প্রাথমিকভাবে স্বল্প এলাকায় এই পরিষেবার চালু হলেও এখন দেশজুড়ে 5G পরিষেবার সুবিধা ছড়িয়ে দিতে তৎপর হয়েছে টেলিকম সংস্থাগুলি। নতুন সিমকার্ডের জন্য এতদিন কোন চার্জ ধার্য করা ছিল না। তবে এবার দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতে হলে অতিরিক্ত টাকা খরচ হবে গ্রাহকদের।
কবে থেকে লাগু হবে সিমকার্ডের অতিরিক্ত চার্জ?
খবর মিলছে চলতি বছরের সেকেন্ড কোয়াটার থেকে আর বিনামূল্যে 5G সিম ব্যবহারের সুবিধা দেবে না টেলিকম সংস্থাগুলি। আপনি যদি 5G নেটওয়ার্ক ব্যবহার করতে চান, তাহলে গুনতে হবে চার্জ। ঠিক কতটা চার্জ বাড়বে? সূত্রের খবর, জিও এয়ারটেল সহ অন্যান্য কোম্পানি গুলির বিভিন্ন প্যাক যেমন বাজারে চলছে, আনলিমিটেড প্যাক গুলির জন্য যেমন খরচ করছেন গ্রাহকেরা, এবার থেকে 5G নেটওয়ার্ক ব্যবহার করতে চাইলে পকেট থেকে খসাতে হবে অতিরিক্ত টাকা। এও জানা যাচ্ছে যে, 5G পরিষেবার জন্য আলাদা করে প্যাক তৈরি করবে টেলিকম অপারেটররা। আপনি যদি সুবিধা পেতে চান তাহলে এই প্যাকে রিচার্জ করবেন।
5G পরিষেবা ব্যবহার করতে কত খরচ পড়বে?
নয়া সিদ্ধান্তের ফলে জনসাধারণের পকেটে টান পড়বে বলেই ধারণা করা যাচ্ছে। 5G প্যাক পিছু অতিরিক্ত দশ শতাংশ চার্জ বাড়বে বলে খবর। অর্থাৎ ফোনের রিচার্জ প্যাকের জন্য অপারেটররা যে চার্জ এতদিন রেখেছিল, তার ওপর চাপতে চলেছে অতিরিক্ত দশ শতাংশ চার্জ। ব্যবহারকারী জানেন, সাধারণ প্যাকের তুলনায় 5G সিম কার্ড বেশি নেট খরচ করে। তাই এই প্যাকে অতিরিক্ত নেট ভরতে হবে, যার ফলে বেশি খরচ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। নিঃসন্দেহে এই সিদ্ধান্ত কিন্তু মধ্যবিত্ত কপালে ভাঁজ ফেলবে। যদিও এখনো পর্যন্ত টেলিকম অপারেটরদের তরফে 5G সিম কার্ড ব্যবহারের জন্য কোনো চার্জ ধার্য করা হয়নি।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।