Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়ায়’ মোড় ঘোরানো মহাপর্ব। আর এক রইল না সূর্য-দীপা। পরিস্থিতির প্রকোপে ইরার সঙ্গে বিয়ে সরলো সূর্য। আগেই দীপার সঙ্গে আইনত বিচ্ছেদ হয়েছিল সূর্যর। তবে এবার হল সম্পূর্ণ ছাড়াছাড়ি। চির জীবনের মতো আলাদা হয়ে গেল সূর্য-দীপা। ইরার সঙ্গে বিয়ে হওয়ার পর এখন সেই সূর্যর নববিবাহিত স্ত্রী।

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিককে অনেকদিনই সূর্য দীপার মধ্যে দূরত্ব চলছে। বিস্তর ভুল বোঝাবুঝির পর বাড়ি ছেড়েছিল সূর্য। প্রত্যন্ত গ্রামে নিজেকে সকলের থেকে আড়াল করে রাখে সে। অন্যদিকে দীপা লড়ে যায় তার মেয়ের জন্য। এইসময় দীপার জীবনে আসে অর্জুন। ক্রমে সে দিপার ঢাল হয়ে ওঠে। সোনা রূপার কাছে অর্জুন বাবার ভালোবাসা পায়।

রূপা বহুবার তার মায়ের কাছে বায়না করেছে দীপা যেন অর্জুনকে বিয়ে করে নেয়। কিন্তু প্রত্যেক বারই এই প্রস্তাবে না করেছে দীপা। মুখে স্বীকার না করলেও দীপার মন প্রাণ জুড়ে এখনো রয়ে গিয়েছে সূর্যর টুকরো স্মৃতি। নতুন করে কোন পুরুষকে সেই জায়গায় বসাতে পারবে না দীপা। অন্যদিকে ইরা সূর্যর কাছাকাছি আসতে চাইলেও সূর্য সেই জায়গা ইরাকে দেয় না। কারণ সেও তার মনে এখনও দিপাকে ভরিয়ে রেখেছে।

এতকিছুর মধ্যেও অনুরাগীদের আশা ছিল, মান অভিমান মিটলে হয়তো এক হয়ে যাবে সূর্য-দীপা। কিন্তু তা বোধহয় আর হওয়ার নয়। কারণ ভাগ্য মিলিয়ে দিল সূর্য ও ইরাকে। সূর্যর হাত থেকে রাঙানো সিঁদুরে সিঁথি ভরে গেল ইরার। ঠিক সে সময় দেখা যাচ্ছে, দীপার হাত থেকেও পড়ে গিয়েছে সিঁদুরের কৌটো।‌ সূর্য চলে যাওয়ার পর থেকে যে সিঁদুরকে দূরে রেখেছিল দীপা, তা হঠাৎ কেন তার সামনে এলো? সূর্যর বিয়ে পর এবার কি নতুন করে নিজের জীবনটাকে রাঙিয়ে তুলবে দীপা? অর্জুনের হাত ধরেই কি নতুন করে সবটা শুরু করবে সে?

আরো পড়ুন  Arkaprovo Roy: রাণী অতীত! এই সুন্দরী নায়িকার প্রেমে মজেছেন জলসার দূর্জয়! মুচকি হেসে অর্কপ্রভ জানালেন…

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।