Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: সদ্য কেটেছে পয়লা বৈশাখ (Poila Boishakh)। বাংলা ক্যালেন্ডার মতে বছরের প্রথম মাস এসে দিয়েছে। বছরের প্রথম থেকেই অনেক আশা ভরসা রয়েছে সবার মনে। নতুন বছর ভালো থাকার বার্তা দিয়েছেন অনেকেই। নতুন বছরের আকাঙ্ক্ষা মনে পুষে রেখেছেন আপনিও। বছর শুরু হতে সুখ ও সমৃদ্ধি যাতে জীবনে আসে, তার জন্য মনে প্রাণে বহু পরিশ্রম করছেন। কিন্তু অনেক দিন ধরেই সুখ ও সমৃদ্ধির মুখ দেখছেন না। নতুন বছর শুরু হয়ে দিন দুই পেরিয়েছে। বৈশাখ মাসের অনেক মাহাত্ম্য রয়েছে জীবনে। কথিত আছে, এই মাসের নামকরণ হয়েছিল বিশাখা নক্ষত্রের থেকে। এই বিশেষ মাসে আপনি যদি একটি কাজ করেন, তাহলে সুখ ও সমৃদ্ধি নিয়ে আপনাকে আর ভাবতে হবে না। জীবনে উপচে পড়বে সমৃদ্ধির আলো। (Astro Tips For Boishakh Month)

বৈশাখ মাসে পূর্ণ লাভের জন্য অনেকেই অনেক কিছু করে থাকেন। কিন্তু কোনটি সঠিক আর কোনটি নয়, তা জেনে নেওয়াও জরুরী। বিশাখা নক্ষত্রের থেকে নামকরণ হওয়া বৈশাখ মাস এত বেশি মাহাত্ম্যপূর্ণ যে, এই মাস আপনার জীবনে এনে দিতে পারে আফুরান সমৃদ্ধি। শুধু বছরের শুরুতে কিছু কাজ সেরে নিতে হবে আপনাকে। আপনিও যদি বৈশাখ মাসে পুণ্য লাভের জন্য নানান কর্ম করতে প্রস্তুত থাকেন, তাহলে অবশ্যই জেনে নিন, এই মাসে পুণ্য লাভের জন্য আপনি ঠিক কি কি করবেন।

আরো পড়ুন  Palmistry: হাতের পাতায় এই রেখা থাকলে উপচে পড়ে সৌভাগ্য! জীবনে সুখ ও সমৃদ্ধি সর্বদা সঙ্গে থাকে, রাজভাগ্যে হবেন কোটিপতি

জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী বৈশাখ মাসে পুণ্য লাভের জন্য কিছু উপায় বাতলে দিয়েছেন। আপনিও যদি এই পথ অনুসরণ করেন, তাহলে সমৃদ্ধি ও সুখের অভাব হবে না জীবনে। সেক্ষেত্রে কি কি কার্য করতে হবে? আসুন জেনে নেওয়া যাক।

১) পুরান মতে বৈশাখ মাসকে বলা হয় বিষ্ণুর মাস। এই মাস কে ‘মাধব মাস’ বলেও অভিহিত করা হয়। এই মাসে আপনার যদি পণ্য লাভের আকাঙ্ক্ষা থাকে, তাহলে তীব্র গরমের কারণে তৃষ্ণার্তকে জল দান করুন। এতে অবশ্যই পুণ্য হবে আপনার।

২) এই মাসে পশুপ্রাণীদের অবহেলা করবেন না। এই মাসে জল ও খাবার দিয়ে জীব সেবা করুন। পশুপাখিদের শিব জ্ঞানে সেবা করুন এই মাসে।

৩) বৈশাখ মাসে আছে অত্যন্ত পুণ্য দিন অক্ষয় তৃতীয়া। এই দিন সোনা ও রুপা কিনুন। এতে সৌভাগ্য লাভ হবে আপনার।

৪) বৈশাখ মাসকে অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয়। যদি আপনার জমি, বাড়ি কেনার পরিকল্পনা থাকে তাহলে এই মাস উপযুক্ত সময়। বৈশাখ মাসে নতুন বাড়ি ও গাড়ি কেনার পরিকল্পনা করুন।

৫) বৈশাখ মাসে একেবারেই জল অপচয় করবেন না। এই মাসে জল অপচয় করা একেবারেই উচিত নয়।

৬) অত্যন্ত শুভ এই বৈশাখ মাসে তুলসী গাছের সেবা করুন। তুলসী গাছের ঝোরা বেঁধে রাখুন। এই মাসে ভক্তি ভরে তুলসী গাছের সেবা করা অবশ্য কর্তব্য।

৭) বৈশাখ মাসে সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। চেষ্টা করুন দেরি করে না ওঠার। ঘুম থেকে উঠে স্নান সেরে নিত্য পূজার্চনা করুন। সুখ ও সমৃদ্ধি আসবে জীবনে।

আরো পড়ুন  Dream Astrology: স্বপ্নে এই চার অদ্ভুত জিনিস দেখেছেন? 'বিশেষ' কিছুর ইঙ্গিত পাচ্ছেন, আগের থেকেই সতর্ক হতে হবে…

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।