সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: টেলিভিশনের বাংলা সিরিয়াল (Bengali Serial) নিয়ে মতান্তর দর্শক দের মধ্যে। কেউ বলছেন এই ভালো তো কেউ বলছেন ও ভালো। তবে সপ্তাহিক টিআরপি (TRP) তালিকা জনপ্রিয়তার দৃষ্টান্ত তুলে ধরছে। বলাই বাহুল্য টিআরপি (TRP) তালিকা ধরে টেলিপর্দায় ধারাবাহিকগুলির আয়ু নির্ধারিত হয়। কোন কোন সপ্তাহে বেঙ্গল টপার কার্যত বদলে যাচ্ছে। আবার কিছু সপ্তাহ ধরে এই ধারাবাহিকগুলি বেঙ্গল টপার শিরোপা ধরে রাখছে। এই সপ্তাহের টিআরপি তালিকা পুরোপুরি ওলট-পালট হয়ে গেল। কারা রইলেন প্রথম পাঁচে? জানলে চোখ কপালে উঠবে।
টেলিভিশনের সম্প্রচারিত ধারাবাহিক গুলির মধ্যে প্রথম থেকেই এক নম্বরে ছিল ‘জগদ্ধাত্রী’। ধীরে ধীরে এই ধারাবাহিকের লড়াই শুরু হলো স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়ার’ সঙ্গে। তবে সেসব এখন অতীত। টেলি দর্শকেরা পেয়ে গেছেন তাদের নতুন টপারদের। টপারদের বলার কারণ হলো, এক নয় একের বেশি বেঙ্গল টপার। প্রথম পাঁচে বদলে গিয়েছে সম্পূর্ণ সমীকরণ। বিশেষ করে বিগত কিছু সপ্তাহ ধরে একই ছবি লক্ষ্য করা যাচ্ছে। চলতি সপ্তাহের টিআরপি (TRP) তালিকায় দেখা দিল আশ্চর্যজনক পরিবর্তন। সরাসরি শিরোপা হারালো জি বাংলার ‘জগদ্ধাত্রী’। প্রথম পাঁচে জায়গা পেল না ‘অনুরাগের ছোঁয়া’। তাহলে এক থেকে পাঁচে কারা? প্রশ্ন ঘুরছে দর্শকদের মনে। তাই আর কাল বিলম্ব না করে জেনে নেওয়া যাক পূর্ণাঙ্গ তালিকা।
প্রথমেই জেনে নেওয়া যাক দশ থেকে একের মধ্যে কোন কোন ধারাবাহিক রয়েছে। শেষ থেকে শুরুর নজরকাড়া তালিকা জানতে হবে দর্শকদের। এই সপ্তাহে টিআরপি তালিকার দশ নম্বর জায়গা করে নিয়েছে স্টার জলসার ‘তুমি আশেপাশে থাকলে’।(Tumi Asepase Thakle) ধারাবাহিকে অভিনেত্রী নবনীতা দাসের কামব্যাক বৃদ্ধি করল ধারাবাহিক এর টিআরপি। নয় নম্বরে জলসার নতুন সিরিয়াল রোশনাই (Roshnai)। শন এবং অনুষ্কার জুটি নজর কাড়ছে সবার। ফলস্বরূপ লাফিয়ে বাড়ছে টিআরপি। আট নম্বরে জি-এর ‘আলোর কোলে’ (Alor Kole) ধারাবাহিক। গল্পের দুর্দান্ত মোড়ে ভালো ফল করছে এই মেগা। সাত নম্বরে রয়েছে জল থৈ থৈ ভালোবাসা (Jol thoi thoi valobasa) এবং অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। স্লট লিডার হলেও বেঙ্গল টপার হতে পারল না দীপা।
ছয় নম্বরে রয়েছে জলসার বঁধুয়া (Bodhua)। ধীরে ধীরে টিআরপি বাড়াচ্ছে এই ধারাবাহিক। পাঁচে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Veseche)। ধারাবাহিকে কিঞ্জলের কামব্যাক টিআরপি আরো বাড়াবে। চার নম্বরে জায়গা করে নিয়েছে, এক সময় একটানা বহু সপ্তাহ বেঙ্গল টপার এর মুকুট পড়া জগদ্ধাত্রী (Jagaddhatri)। আপাতত টিআরপি কমে চার নম্বরে জায়গা করেছে এই ধারাবাহিক।
এই সপ্তাহের টিপারপি তালিকায় এক থেকে তিন নম্বরে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। অগ্নিভ এবং কথার জমজমাট রসায়ন তিন নম্বরে জায়গা করে দিয়েছে স্টার জলসার কথাকে (Katha)। দুই নম্বরে জায়গা করেছে জলসার হিট মেগা গীতা এলএলবি (Geeta LLB)। এবার আসল প্রশ্ন। এক নম্বরে অর্থাৎ বেঙ্গল টপারে জায়গা করেছে কারা? ধারাবাহিকের টিআরপি তালিকায় এক নম্বরে রয়েছে জি বাংলার নিম ফুলের মধু (Neem Phooler Madhu) এবং জি বাংলার ফুলকি (Phulki) দুটি ধারাবাহিক। ভাগাভাগি করে শিরোপা পড়েছে দুজনেই। জানা যাচ্ছে টিআরপি ধরে রাখতে আগামী সপ্তাহে আরো চমক দেখাতে চলেছে এই দুই ধারাবাহিক।
বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।