সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: সবারই জীবনের লক্ষ্য প্রতিষ্ঠিত হওয়া। ভালো চাকরি করে নিজের পায়ে দাঁড়ানো। কিন্তু অনেক সময় দেখা যায়, কম যোগ্যতায় ভাল চাকরি নেই। অনেকেই বলছেন চাকরির বাজার বেশ খারাপ। তবে আমি যদি বলি চাকরি রয়েছে, আপনাকে আবেদন করতে হবে ঠিকভাবে। মাধ্যমিক পাশের যোগ্যতা থাকলেই আপনি সরকারি চাকরি (Government Job) পাবেন। সেক্ষেত্রে জেনে নিতে হবে কোথায় আবেদন করবেন। আমরা আজ বলবো, মাধ্যমিক পাশ যোগ্যতায় বেশ কিছু কেন্দ্রীয় সরকারি (Central Government Job) চাকরির কথা। যেখানে চাকরি অপেক্ষায় আছে আপনার।
দেশের কর্মসংস্থান বৃদ্ধিতে কেন্দ্রীয় সরকার অনেক বেশি উদ্যোগী হয়েছে। বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগ শুরু করেছে সরকার। আপনার যদি মাধ্যমিক পাশের যোগ্যতা থাকে, আপনিও
বিভিন্ন সরকারি সংস্থায় আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে আপনি কোন কোন সংস্থায় আবেদন জানাবেন? আসুন সে বিষয়ে জেনে নেওয়া যাক।
মাধ্যমিক পাশ যোগ্যতায় শ্রেষ্ঠ সরকারি চাকরি! (Top 4 Central Government Job For Class 10 Pass Candidates)
১) ভারতীয় রেলে চাকরি (Indian Railway Job)
ভারতীয় রেলে মাধ্যমিক পাশ যোগ্যতায় বিভিন্ন পদে নিয়োগ করা হয়। বছরের বিভিন্ন সময়, প্রায় প্রতিবছর রিক্রুটমেন্ট চালায় ইন্ডিয়ান রেলওয়ে। মাঝেমধ্যেই রেলের তরফে নতুন নিয়োগ বার্তা প্রকাশ করা হয়। আপনি নোটিফিকেশন দেখে
সেখানে আবেদন জমা করতে পারেন। রেল বিভাগের ট্র্যাকম্যান, গেটম্যান, পয়েন্টসম্যান, হেল্পার, পোর্টার-সহ অনেক পদে আপনি মাধ্যমিক পাস যোগ্যতাতেই আবেদন জমা করতে পারবেন।
তবে যদি আপনার আরও উচ্চশিক্ষায় ডিগ্রি থেকে থাকে, তাহলে আপনি আরও ভালো পদের জন্য আবেদন জানাতে পারবেন।
২) ভারতীয় ডাক বিভাগে চাকরি (Indian Postal Department Job)
ভারতীয় ডাক বিভাগে মাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ হয়। আপনি যদি মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকেন, তাহলে এখানে আবেদন জানাতে পারবেন। এখানে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টনিং অ্যাসিস্ট্যান্ট, মাল্টি টাস্কিং স্টাফ-সহ বিভিন্ন শূন্যপদে মাধ্যমিকের পরে আবেদন জানানো যায়।
৩) পুলিশ কনস্টেবলের চাকরি (Police Constable Job)
আপনার যদি মাধ্যমিক পাশের যোগ্যতা থাকে, তবে আপনিও পুলিশ কনস্টেবল পদে চাকরি করতে পারেন। রাজ্যে ও দেশে বিভিন্ন সময় নানানা নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, যেখানে মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন জানানো যায়। আপনাকে শুধু চোখ কান খোলা রাখতে হবে। নতুন নিয়োগ শুরু হলে সেখানে আবেদন জানাতে হবে।
৪) ভারতীয় সেনাবাহিনীতে চাকরি (Indian Army Job)
আপনার যদি দেশসেবার স্বপ্ন থাকে, আপনি যদি মাধ্যমিক পাশের যোগ্যতা অর্জন করে থাকেন, তবে আপনিও আবেদন জানাতে পারেন ভারতীয় সেনাবাহিনীতে। ভারতীয় সেনাবাহিনীর নিয়োগ প্রক্রিয়া শুরু হয় মাধ্যমিক পাশের যোগ্যতা থেকে। আরও উচ্চ পদের জন্য উচ্চ শিক্ষাগত যোগ্যতা লাগে।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।