সাতকাহন প্লাস নিউজ ডেস্কঃ কেন্দ্রীয় সরকার (Central Government) দেশবাসীর স্বার্থে যে বিভিন্ন ধরনের প্রকল্প (Central Government Scheme) চালু করেছে, তার প্রত্যেকটিতে লাভবান হচ্ছেন দেশের মানুষ। প্রায় প্রত্যেকটি প্রকল্পের (Central Government Scheme) সুবিধা নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার দরজা খুলে দিয়েছে সবার জন্য। জনদরদি এই সকল প্রকল্পগুলি জনসাধারণের কাছে উন্মুক্ত হয়েছে। এবং প্রকল্পগুলির (Central Government Scheme) সুবিধা যাতে সকলের কাছ অবধি পৌঁছাতে পারে, তার জন্য স্কিমের (Central Government Scheme) প্রচার করছে মোদি সরকার। যার নাম অটল পেনশন যোজনা (Atal Pension Yojana) কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্পে আপনি ১০ হাজার টাকার আর্থিক সাহায্য পেতে পারেন। কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে ঘোষণা করা হয়েছে, এই প্রকল্পের (Central Government Scheme) অগ্রগতিতে উদ্যোগ নেবে মোদি সরকার। আসুন জেনে নেওয়া যাক কিভাবে আবেদন করলে টাকা পাবেন এই প্রকল্পে।
মোদি সরকার ক্ষমতায় আসার পর ভারতবর্ষের মানুষদের জন্য বেশ কিছু প্রকল্প চালু করেন, সেই সকল প্রকল্পের আজও সুবিধা পাচ্ছেন বহু মানুষ। আপনিও যদি এই প্রকল্পের সুবিধা পেতে চান, তবে আমাদের প্রতিবেদনটি মন দিয়ে পড়ে নেবেন। এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে, প্রকল্প নিয়ে বিস্তারিত তথ্য। আসুন জেনে নেওয়া যাক কোন প্রকল্পের কথা বলা হচ্ছে, সে প্রকল্পে আবেদন করলে কিভাবে মিলবে ১০ হাজার টাকার সাহায্য।
কেন্দ্রীয় সরকারের ‘অটল পেনশন যোজনা’ প্রকল্প ২০২৪ (Central Government’s Atal Pension Yojana Scheme 2024)
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে টাকা বিনিয়োগ করলে একটা সময় পর ভালো অঙ্কের রিটার্ন পাওয়া যায়। তেমনই একটি প্রকল্পের নাম হল অটল পেনশন যোজনা (Atal Pension Yojona)। এই প্রকল্পটি শুরু হয়েছিল বেসরকারি ক্ষেত্রে কর্মরতদের অবসরের পর আয়ের নিশ্চয়তা দিতে। সরকারি ক্ষেত্রে কর্মরতদের জন্য যে রকম প্রতি মাসে পেনশনের ব্যবস্থা থাকে, তেমনই সরকারি ক্ষেত্র ব্যতীত অন্য পেশায় কর্মরতদের যাতে একটা বয়সের পর প্রতিমাসের অর্থ প্রবাহ নিয়ে চিন্তিত হতে না হয়, তার জন্য মোদি সরকার চালু করেছিল অটল পেনশন যোজনা প্রকল্পটি। ২০১৫ সালে চালু হওয়া এই প্রকল্পে আজও টাকা বিনিয়োগ করছেন দেশের সাধারণ মানুষ। একটি হিসেব বলছে, বর্তমানে প্রায় সাত কোটি মানুষ অটল পেনশন যোজনা প্রকল্পে টাকা বিনিয়োগ করেছেন।
1) এই প্রকল্প থেকে কিভাবে সুবিধা পাওয়া যায়? (Central Government Scheme 2024)
এই প্রকল্পে আপনি কম বয়স থেকে টাকা জমিয়ে ধীরে ধীরে একটি আমানত করে তুলতে পারেন। আপনার যখন ৬০ বছর হয়ে যাবে, আপনি যখন অবসরকালীন জীবন যাপন করবেন, তখন আপনি এই প্রকল্পের মাধ্যমে প্রতিমাসে নিশ্চিত ইনকাম করতে পারবেন। এই প্রকল্পে পেনশন পাওয়ার জন্য পাঁচটি স্ল্যাব রয়েছে। সেইগুলি হলো- ১০০০/-, ২০০০/-, ৩০০০/-, ৪০০০/-, ৫০০০/- টাকা। অটল পেনশন যোজনায় টাকা বিনিয়োগ করে আপনি সর্বোচ্চ ১০ হাজার টাকা প্রতিমাসে ইনকাম করতে পারবেন। আপনি যদি এই প্রকল্পে কম বয়স থেকেই বিনিয়োগ করতে শুরু করেন, তাহলে আপনার প্রতি মাসে অর্থের পরিমাণ কম হবে। তবে আপনি বেশি বয়সে টাকা বিনিয়োগ শুরু করলে প্রতি মাসে টাকা জমানোর হিসাব কিছুটা বেশি হবে। এবার জেনে নেওয়া যাক এই প্রকল্পের শর্ত গুলি কি কি, এই প্রকল্পের জন্য আবেদন জানাবেন কিভাবে।
2) এই প্রকল্পের শর্তগুলি কী কী? (Central Government Scheme 2024)
১) এই প্রকল্পে টাকা জমাতে হলে বিনিয়োগকারির বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে।
২) এই প্রকল্পে একজন বিনিয়োগকারীকে মাসে মাসে টাকা জমাতে হবে। বিনিয়োগকারী ৬০ বছর হয়ে গেলে তিনি প্রতিমাসে পেনশন নিশ্চিত করতে পারবেন।
৩) এই প্রকল্পে অন্ততপক্ষে ২০ বছরের জন্য টাকা জমাতে হবে।
৪) অটল পেনশন যোজনা প্রকল্পে সিঙ্গেল ও জয়েন্ট উভয় ধরনের অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা রয়েছে। আপনি যদি সিঙ্গেল অ্যাকাউন্ট খোলেন তাহলে প্রতি মাসে ৫০০০ টাকা করে পাবেন। আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন তাহলে প্রতি মাসে ১০ হাজার টাকা নিশ্চিত করতে পারবেন।
3) প্রকল্পের জন্য আবেদন জানাবেন কিভাবে? (Atal Pention Yojana Application Process 2024)
আপনি যদি কেন্দ্রীয় সরকারের অটল পেনশন যোজনা প্রকল্পে আবেদন জানাতে চান তাহলে আপনার নিকটবর্তী ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন। ব্যাংকের সাথে যোগাযোগ করলে আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে বলা হবে এবং আপনার থেকে বেশ কিছু ডকুমেন্ট চাওয়া হবে। আপনি নির্দেশ মত কাজগুলি করলে, উক্ত ব্যাঙ্কে আপনার ‘অটল পেনশন যোজনার’ জন্য একটি অ্যাকাউন্ট খুলে যাবে। এরপর আপনি প্রতি মাসে মাসে এই অ্যাকাউন্টে টাকা জমাতে পারবেন।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।