Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: আজ সোমবার, সপ্তাহের শুরু। ছুটি কাটিয়ে কাজে ফিরেছেন মানুষ। সপ্তাহের প্রথম দিন কর্মব্যস্ততা সর্বত্র, দিনটা ভাল যাবে নাকি খারাপ তা নিয়ে চিন্তায় থাকেন সবাই। বিশেষ করে দিনের শুরুতেই তাই জেনে নেওয়া দরকার আপনার আজকের দিনটি কেমন যাবে (Daily Horoscope update)। এদিন সোমবার কোন রাশির জাতকদের (Zodiac Sign) ভাগ্য খুলছে? আসুন জেনে নেওয়া যাক। (Daily Horoscope Update)

প্রত্যেকটি মানুষের কাছেই রাশিফল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাশিফল (Horoscope) বিবেচনা করলে দিনটি সম্পর্কে আগাম আভাস পাওয়া যায়। একজন ব্যক্তি তার কর্মে কতটা সফল হবেন, কোন ক্ষেত্রে তাকে বিবেচনা করে চলতে হবে সেই সমস্ত বিষয় ভাবনা চিন্তা করে চলার জন্য রাশিফল (Daily Horoscope) জেনে নেওয়া বিশেষ গুরুত্বপূর্ণ। প্রথম প্রতিবেদনে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি, সিংহ রাশি, তুলা রাশি, কন্যা রাশি, ও ধনু রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আপনাদের ভাগ্য খুলছে, কাদের চিন্তার বাড়ছে। চোখ বুলিয়ে নিন আপনার আজকের রাশিফলে (Daily Horoscope Update)।

১) বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতকরা আজকের দিনে নিজের কাজে পূর্ণ মনোযোগ দিন। নচেৎ কর্মক্ষেত্রের সমস্যার সম্মুখীন হবেন। আপনারা আজকে নতুন শিল্প শুরু করা থেকে বিরত থাকুন। পরিবারের সঙ্গে ঘুরতে যেতে পারেন। তবে উঁচু জায়গায় এড়িয়ে চলতে হবে। দীর্ঘ অমীমাংসিত কাজ সমাধা হবে। আপনার পারিবারিক কাজ সময় মত সম্পন্ন করতে হবে। আশেপাশে বিবাদ হতে পারে। অতএব, সতর্ক থাকবেন।

আরো পড়ুন  Horoscope Update: চাকরি, ব্যবসায় চোখধাঁধানো উন্নতি এই রাশির জাতকদের! এই রাশির জাতকদের চলতে হবে সতর্ক হয়ে! জেনে নিন আপনার জন্য কি আছে…

২) সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের জন্য আজকের দিনের আশপাশের পরিবেশ আনন্দের হবে। খুশির খবর আসতে পারে সন্তানের কাছ থেকে। সন্তান অথবা পরিবারের কোনো সদস্য নতুন চাকরি পেতে পারে। ইচ্ছামত কাজ করবেন না এতে কেউ আপনার উপর অপ্রসন্ন হতে পারে। যেকোন ক্ষেত্রে স্ত্রীর থেকে সমর্থন পাবেন আপনারা।

৩) তুলা রাশি

তুলা রাশির জাতকদের জন্য আজকের দিনটি উদ্যমী হতে চলেছে। তবে অলসতার সঙ্গে অযথা সময় নষ্ট করবেন না। রাজনীতিতে যুক্ত থাকলে প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে। আপনার সম্মান বাড়তে পারে এটি আপনি খুশি হবেন। চাকরিতে পদোন্নতির কারণে অন্যত্র গমন করতে হবে। আপনার ক্ষমতা থাকলেও সেই ক্ষমতার অপব্যবহার করবেন না।

৪) কন্যা রাশি

কন্যা রাশি জাতকদের জন্য আজকের দিনটি একটু চাপের হতে চলেছে। আর্থিক কারণে চিন্তিত হতে পারেন। আপনার পারিপার্শ্বিক পরিবেশের মানুষজনের থেকে সতর্ক থাকুন। ব্যবসার ক্ষেত্রে পরিকল্পনা করলে অবশ্যই ভেবেচিন্তে করুন। যদি ভ্রমণে যান তাহলে সাবধানে গাড়ি চালান। আপনার ভাইবোনের মধ্যে বিবাদ আলোচনার মাধ্যমে সমাধান করুন।

৫) ধনু রাশি

ধনু রাশির জাতকদের জন্য আজকের দিনটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কাউকে ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। যা আপনাকে আর্থিক দিক থেকে শক্তিশালী করবে। নতুন সম্পত্তি ক্রয় করার ভাবনা থাকলে নথিগুলি মনোযোগ দিয়ে পড়ুন। প্রতিপক্ষের ব্যাপারে সতর্ক হন। শেয়ারবাজারে খোলামেলা বিনিয়োগ করতে পারেন।

বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরো পড়ুন  Mole Meaning: শরীরের এই পাঁচ জায়গায় তিল থাকলে জীবনে আসে অসীম সৌভাগ্য! এই জায়গায় তিল থাকলে তা মোটেই শুভ নয়…

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।