Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: জন্মদিন হোক কি কোনো শুভ অনুষ্ঠান, উপহার দেওয়ার আদান-প্রদান চলতেই থাকে। উপহার সবার কাছেই খুব আকর্ষণীয় হয়। অনুষ্ঠান আর উপহার যেন একে অপরের পরিপূরক। তবে গিফট (Gift) দেওয়ার আগে অবশ্যই ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। কারণ যাকে উপহার দিচ্ছেন তাকে যে কোনো ধরনের গিফট (Gift) দিলে এর ফলে ঘুরিয়ে বিপদ আসবে আপনার জীবনে। শুধু তাই নয়, যাকে গিফট (Gift) দিচ্ছেন তার সাথেও সম্পর্ক ছিন্ন হতে পারে। তাই, গিফট (Gift) দেওয়ার আগে জেনে নেওয়া প্রয়োজন কোন ধরনের উপহার অন্যকে দেওয়া যায়, আর কোন ধরনের উপহার অন্যকে দেওয়া অশুভ। আজকের প্রতিবেদনে আমরা বলব, কোন ছয় ধরনের উপহার আপনি অন্যকে দেওয়া থেকে বিরত থাকবেন।

এই ছয় ধরনের উপহার কখনোই কাউকে দিতে নেই!

১) রুমাল বা তোয়ালে

অনেকেই দামি তোয়ালে উপহার হিসেবে অন্যকে গিফট করেন। দামি অথবা হাতে তৈরি রুমালও অন্যকে উপহার করতে দেখা যায়। কিন্তু জানেন কি, রুমাল অথবা তোয়ালের মতো জিনিস গিফট করা মোটেই শুভ নয়। বরং যাকে আপনি গিফট করছেন, তার সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। এমনকি সম্পর্ক ছিন্ন হওয়া অস্বাভাবিক নয়।

২) ধারালো জিনিস

কখনোই কোন ব্যক্তিকে ধারালো জিনিস গিফট করা উচিত নয়। যেমন, কারুকার্য করা ছুরি অথবা তোয়ালে কাউকে গিফট করবেন না। বলা হয় এতে নাকি নেগেটিভ এনার্জি প্রবেশ করে। ‌ এবং উত্তরোত্তর ঋণাত্মক এনার্জি বৃদ্ধি পেতে থাকে।

আরো পড়ুন  Saturn Transit: শনির কৃপায় আগামী ৬ মাস সৌভাগ্য উপচে পড়বে এই তিন রাশির! জীবনে ধনবর্ষা, প্রবল সফলতা লাভ! জেনে নিন আপনার ভাগ্যে কি আছে…

৩) ঠাকুরের মূর্তি

অনেক সময়ই দেবদেবীর ছবি অথবা মূর্তি আমরা উপহার হিসেবে দিয়ে থাকি। কিন্তু জানেন কি, দেব দেবীর ছবি অথবা মূর্তি উপহার হিসেবে দেওয়া উচিত নয়, কারণ হতে পারে যাকে উপহার দিচ্ছেন তিনি সে দেবদেবীর সেবা ঠিক করে জানেন না অথবা মূর্তি রাখার সঠিক স্থান তার জানা নেই। তাই যাকে দিচ্ছেন তার ক্ষতির সম্ভাবনা তো থাকেই পাশাপাশি যিনি দিচ্ছেন, তাঁরও ক্ষতি হতে পারে। তাই এই উপহার দেওয়া থেকে বিরত থাকুন। ‌

৪) আয়না

কখনোই কাউকে আয়না জাতীয় জিনিস উপহার দেওয়া উচিত নয়। কারুকার্য করা হয় না অনেকেই গিফট করেন।‌ চেষ্টা করুন আয়না উপহার দেওয়া থেকে বিরত থাকতে। বাস্তু মতে এটি অশুভ। আয়না ভেঙে যাওয়া দুর্ভাগ্য বয়ে আনে। দুর্ভাগ্য চলে প্রায় সাত বছর ধরে।

৫) কালো রঙের বস্তু

সাধারণত কালো রংটি অশুভ বলে বিবেচিত হয়। তাই কালো রঙের কোন বস্তু কাউকে উপহার দেওয়া উচিত নয়। সেটা জামা হতে পারে কিংবা ব্যাগ ইত্যাদি। চেষ্টা করুন কালো রংয়ের বস্তু উপহার দেওয়া থেকে দূরে থাকতে।

৬) নিজের কাজের সঙ্গে সম্পর্কিত জিনিস

নিজের কাজের সঙ্গে সম্পর্কিত জিনিস অন্যকে গিফট করা উচিত নয়। আপনি যে পেশায় কর্মরত সংশ্লিষ্ট পেশা সম্পর্কিত জিনিস অন্যকে উপহার দেবেন না। এতে কোন কারণে ক্ষতি আপনার হতে পারে।

বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরো পড়ুন  Akshaya Tritiya 2024: আজ 'অক্ষয় তৃতীয়া'র দিন কী কেনা শুভ? কোন জিনিসগুলি খবরদার কিনবেন না? জানতে হবে অবশ্যই

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।