সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: একাদশ ও দ্বাদশ শ্রেণির সিলেবাসে বিরাট বদল (Class 11, 12 Syllabus Change) । সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে বোর্ড। দশম শ্রেণী পাসের পরেই নতুন সিলেবাস হাতে পাবেন ছাত্র-ছাত্রীরা। এই সিলেবাস অনুযায়ী চলবে পড়াশোনা (New Syllabus 2024-25)। নতুন সিলেবাসে কি থাকছে? কি কি পড়তে হবে? বিস্তারিত বলা হলো আজকের প্রতিবেদনে। সকল ছাত্রছাত্রীরা অবশ্যই গোটা প্রতিবেদনটি মন দিয়ে পড়ে নিন।
গতবছরের শেষ দিকে উচ্চ মাধ্যমিকের সিলেবাস বদল প্রসঙ্গে আভাস দিয়েছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। পশ্চিমবঙ্গ বোর্ডের উচ্চ মাধ্যমিক স্তরের সিলেবাস পরিবর্তন হবে বলে জানা যাচ্ছিল। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় যে সেমিস্টার সিস্টেম আসছে সে কথা আগেই জেনেছিলেন ছাত্র-ছাত্রীরা। নতুন পদ্ধতিতে পড়াশোনা করতে হবে, পরীক্ষা দিতে হবে আর সেই সেমিস্টার উপযোগী সিলেবাস চলে আসবে উচ্চ মাধ্যমিক স্তরে। বেশ কিছুদিন ধরেই এমন আভাস কানে আসছিল সবারই। তবে এবার একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাস বদল প্রসঙ্গে বিজ্ঞপ্তি জারি করে জানালো বোর্ড। আমুল বদলে যাচ্ছে ক্লাস ইলেভেন ও টুয়েলভের সিলেবাস।
একাদশ ও দ্বাদশ শ্রেণির সিলেবাসে বদল!
একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়াশোনার বেশ কিছু বিষয় পাঠ্যক্রমে এলো বদল। দুই শ্রেণীর সিলেবাস সংশোধন করলো কাউন্সিল ফর দা ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস (CISCE)। সিলেবাসে বদল এলো ২০২৫-২৬ শিক্ষাবর্ষের। কাউন্সিলের তরফে জানানো হয়েছে, একাদশ শ্রেণী এবং আইসিএসসি দ্বাদশ শ্রেণীর সিলেবাসে বদল এল। সিলেবাস বদল প্রসঙ্গে সম্প্রতি অফিসিয়াল ওয়েব সাইটে বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। এই বিজ্ঞপ্তি থেকে নতুন সিলেবাস সম্পর্কে ছাত্রছাত্রীরা ধারণা পাবেন।
কোন কোন বিষয়ের সিলেবাসে পরিবর্তন?
বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, কাউন্সিল দ্বাদশ শ্রেণী-এর মোট বারোটি বিষয়ের সিলেবাস সংশোধন করেছে। এর মধ্যে রয়েছে- ইতিহাস, গণিত, ভূগোল, সমাজবিদ্যা, মনোবিদ্যা, জীববিদ্যা, অ্যাকাউন্টস, রাষ্ট্রবিজ্ঞান, কমার্স, আইনশিক্ষা, পদার্থবিদ্যা এবং রসায়ন। এই বারটি বিষয় বাদে বাকি বিষয়ের সিলেবাস পরিবর্তন হচ্ছে না। দ্বাদশ শ্রেণীর মত একাদশ শ্রেণীর পাঠক্রমেও পরিবর্তন এসেছে। একাদশ শ্রেণির বেশ কিছু বিষয়ের সিলেবাস সংশোধন করা হয়েছে। একাদশ শ্রেণির চারটি বিষয়ের পাঠ্যক্রম সংশোধন হয়েছে। বিষয়গুলি হল- ইতিহাস, গণিত, জীববিদ্যা ও রসায়ন।
কাউন্সিলের তরফে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ উন্নয়নে সিলেবাস বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যেক স্কুল যাতে পড়ুয়া এবং অভিভাবকদের নতুন সিলেবাস সম্পর্কে যথাযথ তথ্য প্রদান করে সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে কাউন্সিলের তরফে।
পশ্চিমবঙ্গ বোর্ডের উচ্চমাধ্যমিক স্তরের সিলেবাস বদল হচ্ছে?
প্রসঙ্গত পশ্চিমবঙ্গ বোর্ডের উচ্চ মাধ্যমিক স্তরের সিলেবাসের বদলের সিদ্ধান্ত অনেকদিন ধরেই কানে আসছে। সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা ঘোষিত হওয়ার পর থেকেই নতুন পাঠ্যক্রমে অভ্যস্ত হওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন ছাত্র-ছাত্রীরা। তবে এখনো সুস্পষ্ট বিজ্ঞপ্তি জারি করেনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সূত্রের খবর, সিলেবাস বদল হবে কিনা, সে বিষয়ে দ্রুত খবর পাওয়া যাবে।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।