Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: আমাদের শরীরের বিভিন্ন জায়গায় জন্মের পর থেকেই তিল (Mole) হতে দেখা যায়। কিন্তু তিলের (Mole Meaning) আসল মানে জানা থাকে না আমাদের অনেকেরই। শরীরের নানান জায়গায় জন্মালে তিলগুলি নানান ধরনের অর্থ বহন করে আনে। শরীরের এই অংশ গুলিতে তিল (Mole) থাকলে তা অত্যন্ত শুভ। আর নির্দিষ্ট কিছু অংশ তিল (Mole) থাকলে তা মোটেই শুভ বলে বিবেচিত হয় না। তাই কোন জায়গায় তিল থাকা শুভ আর কোন জায়গায় তিল থাকা শুভ নয়, আসুন জেনে নেওয়া যাক।

শরীরের কোন অংশগুলিতে তিল থাকা শুভ?

১) কপালে তিল

যদি কোন ব্যক্তির কপালে ডান দিকে তিল থাকে, তবে সেই ব্যক্তি আর্থিক ভাবে সচ্ছল হন। সেই ব্যক্তি অন্যকে সাহায্য করেন। সেই ব্যক্তি অনেক বেশি অর্থ উপার্জন করেন। সমাজে তার অনেক খ্যাতি হয়।

২) ভ্রু-তে তিল

ভ্রুতে যদি তিল থাকে তবে সেই ব্যক্তির জীবনে অনেক অর্থ আসে। তিনি ভালো কাজের জন্য নিজেকে নিয়ে খুশি থাকেন। তবে ভ্রুর বাঁদিকে যদি তিনি থাকে, তবে সেই ব্যক্তির জীবন অনেক সাধারন হয়।

৩) কানে তিল

যদি কোন ব্যক্তির কানের সামনের দিকে যে কোন জায়গায় তিল থাকে, তবে সেই ব্যক্তি অনেক সচ্ছল জীবন যাপন করেন। আর যদি কানের পিছনে দিকে তিল থাকে, তাহলে সেই ব্যক্তি ধনী পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে করেন।

আরো পড়ুন  Palmistry: হাতের পাতায় এই রেখা থাকলে উপচে পড়ে সৌভাগ্য! জীবনে সুখ ও সমৃদ্ধি সর্বদা সঙ্গে থাকে, রাজভাগ্যে হবেন কোটিপতি

৪) হাতের তালু

হাতের তালুতে তিল থাকা অত্যন্ত শুভ হলে বিবেচিত হয়। সেই ব্যক্তি বুদ্ধিমান হন। ‌বাঁ হাতের তালুতে তিল থাকলে, সেই ব্যক্তির ধনী হওয়ার সম্ভাবনা থাকে।

৫) পায়ে তিল

একজন ব্যক্তির পায়ে তিল থাকলে সেই ব্যক্তি জীবনে সফল হন। যদি বাঁ পায়ে তিল থাকে
তাহলে কর্মসূত্রে বিদেশ ভ্রমণের সম্ভাবনা থাকে। ‌

শরীরের কোন অংশগুলিতে তিল থাকা অশুভ?

১) নাকে তিল

যদি কোন ব্যক্তির নাকে তিল থাকে তবে সেই ব্যক্তি অনেক তাড়াতাড়ি রেগে যান। এছাড়া সেই ব্যক্তি অনেক অহংকারী হন, তিনি অন্যের ভালোবাসা পান না।

২) জিভে তিল

কোন একজন ব্যক্তির জিভে তিল থাকলে সেই ব্যক্তি পড়াশোনায় বাধা পাবেন, সেই ব্যক্তির স্বাস্থ্য খারাপ যাবে।

৩) ঘাড়ে তিল

কোনো ব্যক্তির ঘাড়ে তিল থাকা মোটেই শুভ নয়। ঘাড়ে তিল থাকলে তিনি সমাজ বিরোধী কার্যকলাপে যুক্ত হয়ে পড়বেন।

৪) পেটে তিল

মনে করা হয় পেটে তিল থাকা শুভ নয়। পেটের ডান দিকে যদি তিল থাকে তাহলে সেই ব্যক্তি অসুস্থ হবেন। আর বাঁদিকে যদি তিল থাকে তাহলে সেই ব্যক্তি হিংসাপরায়ণ হয়। ‌

৫) আঙুলে তিল

আঙুলে তিল থাকলে অনেক সময় ব্যক্তির জীবনে বাধা আনতে পারে।

বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরো পড়ুন  Saturn Transit: শনির কৃপায় আগামী ৬ মাস সৌভাগ্য উপচে পড়বে এই তিন রাশির! জীবনে ধনবর্ষা, প্রবল সফলতা লাভ! জেনে নিন আপনার ভাগ্যে কি আছে…

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।