Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: বর্তমানে চাকরির বাজার নিতান্তই খারাপ থাকার কারণে রোজগার করা কঠিন হয়ে পড়ছে। মানুষজন ধীরে ধীরে বিকল্পের সন্ধানে রয়েছেন। এখন সবার হাতে হাতে স্মার্টফোন (Smartphone Income)। আর স্মার্টফোনই রয়েছে একগুচ্ছ অ্যাপ। প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের ভিন্ন ভিন্ন কাজ। সোশ্যাল মিডিয়ার (Social Media) দরুণ বহির্বিশ্ব চলে এসেছে হাতের মুঠোয়। ফেসবুক (Facebook), ইনস্টাগ্রাম (Instagram), ইউটিউব (YouTube) প্রত্যেকটি অ্যাপ্লিকেশন রোজগারের রাস্তা খুলে দিচ্ছে। ভালো কনটেন্ট বানাতে পারলে, মানুষের কাছ অবধি পৌঁছাতে পারলে, রাতারাতি খুলে যাবে ইনকামের পথ (Social Media Income Ways)। আর বাইরে ছোটাছুটি না করেই ‌ ঘরে বসে রোজগার করে নিতে পারেন মোটা টাকা। এবার সেই তালিকায় যুক্ত হল টেলিগ্রামের (Telegram) নাম। এবার টেলিগ্রামের মাধ্যমেও রোজগার (Telegram Income Ways) করতে পারবেন ব্যবহারকারীরা।

বর্তমানে টেলিগ্রাম ব্যবহারকারীর সংখ্যা কিন্তু উত্তরোত্তর বাড়ছে। কেবলমাত্র মুভি, সিরিয়াল দেখা চ্যাট করা অথবা শপিং করা ছাড়াও এই অ্যাপ্লিকেশন ব্যবহারকারীকে রোজগারের রাস্তা খুলে দেয়। টেলিগ্রাম ব্যবহার করে মাস গেলে এবার রোজগার করতে পারবেন আপনিও। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এই পথে এগিয়ে থাকলেও‌ পিছিয়ে নেই টেলিগ্রামও। অনেকেই এখন সোশ্যাল মিডিয়াকে পেশা করেছেন। তা সত্ত্বেও কিছু প্রশ্ন রয়েই যায়। অনেকের মনেই প্রশ্ন রয়েছে টেলিগ্রাম থেকে কিভাবে টাকা রোজগার করা সম্ভব? সেই প্রশ্নের উত্তর খুঁজবো আজকের প্রতিবেদনে।

আরো পড়ুন  YouTube: ইউটিউব চালানোর জন্য ইন্টারনেট সংযোগ লাগবে না! কিভাবে? জেনে নিন সিক্রেট

টেলিগ্রাম থেকে কিভাবে টাকা রোজগার করবেন? (How to make money by using Telegram)

টেলিগ্রামের সিইও পাভেল দুরভের হাত ধরে টাকা রোজগারের পথ খুলে দিচ্ছে টেলিগ্রাম। সাধারণ কনটেন্ট ক্রিয়েটর ছাড়াও ইউজারদের জন্য বেশ কিছু ফিচারস নিয়ে আসতে চলেছে কোম্পানি। চ্যাট, পার্সোনাল চ্যাট ছাড়াও টেলিগ্রাম চ্যানেল থেকে এবার টাকা রোজগার করা সহজ হবে বলে জানা যাচ্ছে। বর্তমানে টেলিগ্রাম ইউজার দের সংখ্যা প্রায় ৮০ কোটির কাছাকাছি। বলাই যায় এই অ্যাপ্লিকেশন জনপ্রিয় হয়ে উঠেছে সকলের কাছেই। অন্যান্য অ্যাপ্লিকেশনের সঙ্গে পাল্লা দিয়ে নতুন ফিচার আনছে টেলিগ্রাম। এই সকল ফিচার টাকা রোজগারের রাস্তা খুলে দেবে ইউজারদের সামনে।

ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ কে ছাড়িয়ে টেলিগ্রাম ইউজারদের কাছে প্রিয় হয়ে উঠেছে। হোয়াটসঅ্যাপের এর মত বহু ফিচার ধীরে ধীরে যুক্ত হচ্ছে টেলিগ্রামে। শুধু তাই নয়, টেলিগ্রাম ব্যবহার, চ্যানেলগুলি সাবস্ক্রিপশন সবকিছু নিয়েই নতুন ইনকামের রাস্তা কিন্তু খুলে যাচ্ছে। এর আগে টেলিগ্রামের মাধ্যমে ব্যবসা করে টাকা রোজগার করা যেত। কিন্তু এখন খুলে যাচ্ছে আরো একগুচ্ছ দরজা। সম্প্রতি সেই সুখবর দিয়েছেন টেলিগ্রামের সিইও।

টেলিগ্রাম সিইও এর তরফে জানা যায়, খুব শীঘ্রই টোন ব্লক চেইনের ভিত্তিতে টেলিগ্রাম এ তৈরি হবে অ্যাড প্ল্যাটফর্ম। ক্রিপ্টো কারেন্সিতে এই রিওয়ার্ড পাবেন টেলিগ্রাম চ্যানেলের মালিকরা।টেলিগ্রাম ব্যবহার করলে ফিনান্সিয়াল রিওয়ার্ড পাবেন উক্ত ব্যবহারকারী। এসব কিছু ছাড়াও সর্বমোট প্রায় ১০০ টি দেশে টেলিগ্রাম মনিটাইজেশন চালু হবে বলে খবর পাওয়া যাচ্ছে।

টেলিগ্রামের বেশ কিছু চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় কয়েক লাখ। নতুন ফিচার চালু হলে উপকৃত হবেন তারা সবাই। ব্যবস্থাপনা চালুর ইকোij সিস্টেম গড়ে তোলার কথা জানিয়েছেন টেলিগ্রাম সিইও। কনটেন্ট ক্রিয়েটাররাও উপকৃত হবেন এই নতুন নিয়মে। তাহলে আর দেরি কিসের? আজই ফোনে ডাউনলোড করে নিন টেলিগ্রাম। কিছুদিনের মধ্যেই রোজগারের রাস্তা চলে আসবে হাতের মুঠোয়।

আরো পড়ুন  WhatsApp New Feature 2024: হোয়াটসঅ্যাপে হাজির নতুন ফিচার! জানলে অবাক হবেন আপনিও...

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।