সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: ঘুমের ঘোরে স্বপ্ন (Dream) দেখতে ভালোবাসি আমরা সবাই। সারাদিনের ক্লান্তির পর বিছানায় অলস ভঙ্গিতে দুচোখ জুড়ে ঘুম আসে। আর ঘুমের ঘোরে নানান ধরনের স্বপ্ন (Dream) দেখি আমরা। অনেকেই ভাবি স্বপ্নের হয়তো নির্দিষ্ট কোন মানে নেই। কিন্তু আসল কথা হলো বেশ কিছু স্বপ্নের মানে রয়েছে। স্বপ্নশাস্ত্রে (Dream Astrology) বিশেষ কিছু স্বপ্ন (Dream) বিবেচিত হয় শুভ স্বপ্ন হিসেবে। আবার কিছু স্বপ্ন অশুভ ইঙ্গিত বলে মনে করা হয়। আপনি যদি ঘুমের ঘোরে ভোরবেলা এই ধরনের স্বপ্ন দেখে (Morning Dream)ঐ থাকেন, বুঝবেন আপনার জীবনে ভালো বা শুভ কিছু ঘটতে চলেছে।
বিজ্ঞান বলে আমাদের মনের ভাব স্বপ্নের আকারে উপস্থাপিত হয়। তবে অনেক সময় দেখা যায় বেশ কিছু স্বপ্ন আমরা দেখছি যা হয়তো আমরা ভাবিনি অথবা আমাদের মনে এই ধরনের ভাবনা চিন্তা আসেনি। তখন আমরা কারন খুঁজে পাই না কেন আমরা এই ধরনের স্বপ্ন দেখলাম। স্বপ্ন শাস্ত্র বলছে, আপনার সঙ্গে আমাদের ভবিষ্যতের যোগ থাকতে পারে। আগামী দিনে আমাদের সাথে কি ঘটতে চলেছে, তার আগাম আভাস পাওয়া যায় স্বপ্নের থেকেই। বিশেষ করে ভোরবেলার স্বপ্ন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিছু স্বপ্ন আপনার জীবনে শুভ ইঙ্গিত বহন করে আনে। আমরা আজকে চার ধরনের স্বপ্নের কথা আলোচনা করব, ভোরবেলা এই ধরনের স্বপ্ন দেখলে বুঝবেন আপনার সঙ্গে ভালো কিছু হতে চলেছে।
ভোরবেলার ‘শুভ সংকেত’ বহনকারী স্বপ্ন
১) পূর্বপুরুষের স্বপ্ন দেখা
অনেকেই ঘুমের ঘোরে পূর্বপুরুষের স্বপ্ন দেখে থাকেন। আপনি যদি তেমনটা দেখে থাকেন, তবে বুঝবেন পূর্বপুরুষের আশীর্বাদ আপনার সঙ্গে রয়েছে। আপনি পূর্বপুরুষদের আশীর্বাদ পেয়ে শুভ কাজে অগ্রগতি করতে পারবেন। ভোরবেলা এই ধরনের স্বপ্ন দেখা অত্যন্ত শুভ। পূর্বপুরুষের স্বপ্ন দেখে বুঝবেন, আপনি জীবনে সাফল্য লাভ করতে চলেছেন।
২) জল ভর্তি কলসির স্বপ্ন দেখা
আপনি যদি স্বপ্নে জল ভর্তি কলসি দেখে থাকেন, তবে জানবেন তা আপনার কাছে অত্যন্ত শুভ। জল ভর্তি কলসি শুভ ইঙ্গিত বহন করে আনে। এই ধরনের স্বপ্নের অর্থ হতে পারে আপনার জীবনে আকস্মিক ধনলাভ। হঠাৎ করেই কোন উৎস থেকে আপনি ধন-সম্পত্তি লাভ করতে পারেন।
৩) শস্যের স্তুপের স্বপ্ন দেখা
স্বপ্নে শস্যের স্তুপ দেখা অত্যন্ত শুভ ইঙ্গিত বলে বিবেচনা করা হয়। যদি আপনি স্বপ্নে দেখেন শস্যের ক্ষেত, অথবা শস্যদানা ঢিবি করে রাখা রয়েছে, তাহলে সেটি আপনার জন্য অত্যন্ত শুভ। এরকম হতে পারে আপনি খুব শীঘ্রই প্রচুর ধন সম্পত্তি, অর্থ লাভ করতে চলেছেন। আপনার জীবনে আকস্মিকভাবেই উপস্থিত হতে পারে সাফল্য।
৪) ইন্টারভিউয়ের স্বপ্ন দেখা
ব্যক্তিগত জীবনে আমরা যেহেতু কর্মসংস্থান নিয়ে চিন্তাভাবনা করি, তাই স্বপ্নে অনেক সময় তার প্রতিফলন দেখা যায়। আপনিও যদি স্বপ্নে দেখেন ইন্টারভিউ দিতে গিয়েছেন, অথবা ইন্টারভিউ হচ্ছে তাহলে সেটি আপনার জন্য শুভ সংকেত বলে বিবেচিত হবে। আপনি হয়তো খুব শীঘ্রই নতুন চাকরিতে যুক্ত হতে পারেন। আপনার জীবনে উন্নতি ও সমৃদ্ধির আগমন ঘটবে। আপনার আয় বৃদ্ধি পেতে পারে।
প্রসঙ্গত, এই প্রতিবেদনে উল্লেখিত কোনো তথ্যই সাতকাহন প্লাসের নিজস্ব বক্তব্য নয়। প্রচলিত ধারণা থেকে বর্ণিত।
বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।