Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: জ্যোতিষ মত বলছে, ২৫ এপ্রিল মেষ রাশিতে আসবে শুক্র। আগামী ১০ মে থেকে দুই গ্রহের যুতির ফলে লক্ষ্মী-নারায়ণের রাজযোগ (Lakshmi Narayan Rajyog) তৈরি হবে। আগামী ১০ মে মেষ রাশিতে প্রবেশ করবে বুধ। যার ফলে মেষ রাশিতে গড়ে উঠবে লক্ষ্মী-নারায়ণের রাজযোগ (Lakshmi Narayan Rajyog)। জ্যোতিষ শাস্ত্র (Astrology) মত বলছে, এই রাজযোগ (Lakshmi Narayan Rajyog) অত্যন্ত শুভ। যার ফলে উন্নতি হবে তিন রাশির জাতকদের (Zodiac Sign)। ব্যক্তি জীবনে বৃদ্ধি পাবে সুখ ও সমৃদ্ধি, চোখ ধাঁধানো উন্নতি করবেন ‌তিন রাশির জাতকেরা (Zodiac Sign)। লাভবান হতে চলেছেন কারা? উন্নতি লাভ করবেন কোন তিন রাশি?

১) মিথুন রাশি (Gemini Zodiac)

লক্ষ্মী-নারায়ণের রাজযোগ মিথুন রাশির জাতক দের জন্য অত্যন্ত ফলদায়ী। প্রভূত হারে আয় বৃদ্ধি পাবে এই রাশির জাতকদের। খুঁজে পাবেন আয়ের নতুন উৎস। আপনার ব্যক্তিগত জীবন মজবুত হবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও শক্তপোক্ত হবে।মিথুন রাশির জাতকরা এই সময় লগ্নির মাধ্যমে লাভ পাবেন। শেয়ার বাজারে ভালো ধন লাভ হবে। সব মিলিয়ে বলা যায়, লক্ষ্মী নারায়ণ রাজযোগে মিথুন রাশির জাতকরা চোখ ধাঁধানো উন্নতি লাভ করবেন।

২) কর্কট রাশি (Cancer Zodiac)

মেষ রাশিতে শুক্র এবং বুধের যুতির ফলে গড়ে ওঠা লক্ষ্মী-নারায়ণ রাজযোগ কর্কট রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে। এই রাশির জাতকদের আয়ের উৎস শক্তিশালী হবে। আর্থিক পরিস্থিতি আগের চাইতে অনেক বেশি মজবুত হবে। স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকবে। কর্কট রাশির জাতকরা নতুন চাকরি পেতে পারেন। কর্কট রাশির জাতক দের মধ্যে যাঁরা ব্যবসায়ী, তাঁরা ব্যবসায় যথেষ্ট উন্নতি করবেন। কর্কট রাশির জাতকরা লক্ষ্মী নারায়ণ রাজযোগে অত্যন্ত উন্নতি করবেন।

আরো পড়ুন  Akshaya Tritiya 2024: আজ 'অক্ষয় তৃতীয়া'র দিন কী কেনা শুভ? কোন জিনিসগুলি খবরদার কিনবেন না? জানতে হবে অবশ্যই

৩) মেষ রাশি (Aries Zodiac)

মেষ রাশির জাতকরা লক্ষ্মী নারায়ণ রাজযোগের ফলে অত্যন্ত উপকৃত হবেন। আপনাদের জন্য এই রাজযোগ অত্যন্ত ফলদায়ী। শুক্রের প্রভাবে এই রাশির জাতকদের ব্যক্তিত্ব উন্নত হবে। জীবনে উন্নতির জন্য কোন বড়সড় পদক্ষেপ গ্রহণ করতে পারেন। চাকরির ক্ষেত্রে দারুন উন্নতি লাভের সুযোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্রে লগ্নির বিষয়ে চিন্তাভাবনা করবেন। অবিবাহিত জাতকরা এই সময়ে বিয়ের ‌প্রস্তাব পেতে পারেন। বিবাহিতদের জন্য দাম্পত্য জীবন অত্যন্ত সুখের হবে এই সময়। মেষ রাশির জাতকদের জন্য লক্ষ্মী নারায়ণ রাজযোগ অত্যন্ত শুভ ফল প্রদান করবে।

প্রসঙ্গত, এখানে উল্লেখিত কোন বক্তব্য সাতকাহন প্লাসের নিজস্ব বক্তব্য নয়। প্রচলিত ধারণা থেকে আলোচিত। সংশ্লিষ্ট বিষয়ে আরও জানতে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।

বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।