Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: অবশেষে প্রতীক্ষার অবসান। রাত পোহালেই প্রকাশ হবে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Result 2024) ফলাফল। ফেব্রুয়ারিতে পরীক্ষা শেষের পর অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন পরীক্ষার্থীরা। প্রত্যেকটা দিন গুনছিলেন, কবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল হাতে পাবেন। মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রথম থেকেই বলা হয়েছিল, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Result 2024) ফলাফল দ্রুত প্রকাশ হবে। ফলপ্রকাশে কোনো গাফিলতি করবে না মধ্যশিক্ষা পর্ষদ। কথামতই প্রকাশ হবে রেজাল্ট। দিন কয়েক আগেই জানানো হয়েছিল, মে মাসের শুরুতে মাধ্যমিক পরীক্ষার ফল সামনে আসবে। আগামীকাল ২রা মে সকাল ন’টা থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে মাধ্যমিকের রেজাল্ট।

আগামীকাল মাধ্যমিকের ফলাফল চেক কিভাবে?

লোকসভা ভোটের মাঝেই প্রকাশ পাচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। আগামীকাল সকাল ৯ টা থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে মাধ্যমিকের ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। সকাল ৯ঃ৪৫ মিনিট থেকে ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। পরীক্ষার রেজাল্ট বেরোনোর আগে প্রবল উৎকণ্ঠায় দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা। গত বছর দশম শ্রেণীর পাশের হার ছিল যথেষ্ট বেশি। চলতি বছরের ক্ষেত্রে পাশের হার কেমন হয়, সেই দিকেই নজর থাকবে সবার। পাশাপাশি মেধা তালিকায় জায়গা করে নেওয়া ছাত্র-ছাত্রীদের প্রতিবছরের মতো এবছরও সংবর্ধনা দেওয়া হবে সরকারের তরফে।‌

এ বছর ফেব্রুয়ারির ২ থেকে ১২ তারিখ পর্যন্ত চলেছিল মাধ্যমিক পরীক্ষা। গত বছরের মতো এ বছরও মাধ্যমিকে অংশগ্রহণ করা ছাত্র -ছাত্রীর সংখ্যা ছিল লক্ষণীয়। কয়েক লক্ষ পরীক্ষার্থীর সারা রাজ্যে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় অংশ গ্রহণ করেন। মাধ্যমিক পরীক্ষা মোটামুটি নির্বিঘ্নে কেটেছিল। ফলপ্রকাশ যাতে নির্বিঘ্নে হয়, সেটাই নিশ্চিত করছে মধ্যশিক্ষা পর্ষদ।

আরো পড়ুন  West Bengal Holiday 2024: পশ্চিমবঙ্গে নতুন ছুটির ঘোষণা করল রাজ্য সরকার! বন্ধ থাকবে স্কুল, কলেজ, অফিস

অনলাইনে কিভাবে রেজাল্ট চেক করবেন?

মাধ্যমিকের রেজাল্ট চেক করা যাবে ওয়েবসাইট মারফত। ‌এছাড়া এসএমএস-এর মাধ্যমেও পেয়ে যাবেন মাধ্যমিকের ফলাফল। সরাসরি মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট (wbbse.wb.gov.in) এবং (wbresults.nic.in)-এর মাধ্যমে রেজাল্ট চেক করা যাবে। ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ফলাফল দেখবেন স্টেপ বাই স্টেপ জেনে নিন।

১) ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল চেক করতে হলে প্রথমে উপরোক্ত দুই ওয়েবসাইটের মধ্যে যে কোন একটিতে ভিজিট করুন।

২) এরপর WBBSE মাধ্যমিকের রেজাল্ট দেখার লিংকে ক্লিক করুন।

৩) এরপর রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে লগ ইন করতে হবে।

৪) লগইনের পরেই স্ক্রিনে দেখতে পাবেন রেজাল্ট।

(পর্ষদের ওয়েবসাইট ছাড়াও বেশ কিছু বেসরকারি ওয়েবসাইটের মাধ্যমে মাধ্যমিকের রেজাল্ট চেক করা যাবে)।

যদি মাধ্যমিকের অ্যাডমিট হারিয়ে যায় তাহলে কিভাবে রেজাল্ট চেক করবেন?

মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে সেক্ষেত্রে পরীক্ষার্থী দুটি কাজ করতে পারেন। প্রথমত, আপনাকে স্থানীয় থানায় মিসিং ডায়েরি করতে হবে। দ্বিতীয়ত, উক্ত পরীক্ষার্থীকে বিকল্প অ্যাডমিট চেয়ে পর্ষদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এই আবেদনের ভিত্তিতে বিকল্প অ্যাডমিট ইস্যু করতে পারে পর্ষদ। তবে যদি পড়ুয়ার কাছে রেজাল্টের ফটোকপি থাকে তাহলে অনলাইনে ফলাফল চেক করে নিতে পারবেন। ‌তবে মার্কশিট পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। ফটোকপি না থাকলে সরাসরি স্কুলে গিয়ে রেজাল্ট জানতে হবে ওই পড়ুয়াকে।

ফলাফল দেখার সময় সার্ভার ডাউন হলে কি করবেন?

মাধ্যমিকের ফলাফল দেখার সময় যদি সার্ভার ডাউন হয়, তাহলে আপনাকে বিকল্প ওয়েবসাইট গুলিতে ভিজিট করতে হবে। একটু সময় অপেক্ষা করলে রেজাল্ট স্ক্রিনে শো করতে পারে।

আরো পড়ুন  Indian Railway Recruitment: ভারতীয় রেলে ১.৫ লক্ষ শূন্যপদে সরাসরি নিয়োগ! মাধ্যমিক পাশে আবেদন, জেনে নিন বিস্তারিত

মাধ্যমিকের মার্কশিট পাওয়া যাবে কবে?

মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, আগামী কাল ২রা মে মাধ্যমিকের ফলাফল প্রকাশ হওয়ার পর ছাত্রছাত্রীরা স্কুল থেকে মাধ্যমিকের মার্কশিট পেয়ে যাবেন। ‌

বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।