Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউস ডেস্ক: গুটি গুটি পায়ে নতুন বছর চলে এল।‌ নববর্ষের (Nababarsha) দিনটি প্রত্যেক বাঙালির কাছেই শুভ বলে গণ্য হয়। এই দিনটি জ্যোতিষ মতেও‌ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন ১৪ এপ্রিল শুরু হচ্ছে বাংলা ক্যালেন্ডারের নতুন বছর ১৪২৩।‌ এই দিনটি প্রত্যেক বাঙালির কাছে গুরুত্বপূর্ণ। পয়লা বৈশাখ চাঁদ মিথুন রাশিতে ভ্রমণ করবে। পাশাপাশি এদিন প্রভাব থাকবে আর্দ্রা নক্ষত্রের। জ্যোতিষ শাস্ত্র (Horoscope) বলছে, দিনটিতে একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে। ‌বছরের প্রথম দিন জেনে নিন কোন রাশির জাতকদের সৌভাগ্য অটুট। দেবী ধনলক্ষ্মীর কৃপায় ভাগ্য খুলবে কাদের। (Nababarsha Horoscope)

১) মিথুন রাশি

এই রাশির জাতকদের জন্য নববর্ষ অত্যন্ত শুভ। প্রচুর অর্থযোগ রয়েছে তাঁদের। মিথুন রাশি জাতকদের মধ্যে যারা ব্যবসা করেন, তাদের জন্য অত্যন্ত লাভের যোগ রয়েছে। ব্যবসায়ীরা নববর্ষে লাভের মুখ দেখতে পাবেন। সময়টি মিথুন রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ।চাকুরীজীবীদের পদোন্নতি -র সুযোগ রয়েছে এবং তাঁদের পোস্টিং ইচ্ছামত হতে পারে। ‌অবিবাহিতদের বিয়ে পাকা হতে পারে। দাম্পত্য, সাংসারিক জীবন সুখের হবে। ‌

২) মেষ রাশি

নববর্ষ মেষ রাশির জাতকদের জন্যও অত্যন্ত শুভ। নতুন বছরে আপনাদের আপনাদের ধর্ম-কর্ম এবং বিদ্যা ও আধ্যাত্মিকতার প্রতি রুচি বাড়বে। নতুন বছরে ব্যবসায়ীরা তাদের বহুদিনের আটকে থাকা টাকা ফেরত পাবেন। কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতা দেখিয়ে বিরূপ পরিস্থিতিকে অনুকূল করে তুলতে পারবেন। আর্থিক পরিস্থিতি ভালো হবে, দাম্পত্য জীবন সুখের হবে, বিবাদের মীমাংসা হবে। তবে ব্যবসায়ী একটু জটিলতা দেখা দিতে পারে।

আরো পড়ুন  Dream Astrology: ভোরবেলা 'এই' ধরনের স্বপ্ন শুভ সংকেত দেয়! সমৃদ্ধি ও সফলতা আসে, সুখে ভরে উঠে জীবন

৩) কর্কট রাশি

এই বছর কর্কট রাশির জাতকদের জন্য বেশ ভালো। পরিশ্রমের জেরে আপনারা চাকরি ও ব্যবসায়ে উন্নতি করতে পারবেন। ‌স্বপ্নের গাড়ি, বাড়ি ক্রয় করতে পারবেন। চাকরিজীবীরা কাজে পদোন্নতি পাবেন। নিজেদের কৌশলে প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে এগিয়ে চলবেন। তবে এই রাশির জাতকদের মধ্যে যারা ব্যবসা করেন, তাদের নতুন বছরে চিন্তাভাবনা ও পরিকল্পনায় পরিবর্তন আনা ভীষণ জরুরী।

৪) বৃষ রাশি

নববর্ষে বৃষ রাশির জাতকদের জন্য অত্যন্ত সুখের হতে চলেছে। নতুন বছরের সুখ ও সুবিধা বৃদ্ধি পাবে। এবছরে আপনাদের একাধিক ভেস্তে যাওয়া কাজ সুসম্পন্ন হবে। বিফলে যাওয়া টাকা ফেরত পাবেন। সন্তানের জন্য কিছু অর্থ ব্যয় করতে হতে পারে। তবে বৃষ রাশির জাতকদের এবছর ভালো যাবে। ব্যবসায়িক পরিস্থিতির জন্য এবছর ভালো। এ বছর আপনারা শত্রুদের থেকে সতর্ক থাকবেন। স্বাস্থ্যের যত্ন নিতে হবে বৃষ রাশির জাতকদের। হঠাৎ করে আকস্মিক ধন লাভের সম্ভাবনা রয়েছে।

৫) তুলা রাশি

জ্যোতিষ শাস্ত্র বলছে, তুলা রাশির জাতকরা যারা এতদিন ধরে চাকরির জন্য অসফল হয়ে এসেছেন, তারা নতুন বছরে সুফল পাবেন। পৈত্রিক ব্যবসায় যদি লোকসানের শিকার হয়ে থাকেন, এই বছর সেখানেও মুনাফা দেখা দেবে। রাজনীতি করা, সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা ভালো অর্থ রোজগার করতে পারবেন। ধীরে ধীরে নিজের সমস্তর সমস্যার সমাধান হবে। ধন-সম্পত্তি লাভ করতে পারবেন। চাকরিজীবীদের উন্নতি হবে ও ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত সাফল্য পাবেন। ‌বিদেশ যাত্রা যোগ রয়েছে তুলা রাশির জাতকদের।

আরো পড়ুন  Ram Navami: রামনবমীতে বিরল কাকতালীয় ঘটনা! ভাগ্য খুলবে তিন রাশির! সুখ আসবে, কোটিপতি হবেন, খুলে যাবে সৌভাগ্যের পথ

৬) কুম্ভ রাশি

নববর্ষের কুম্ভর রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ যোগ রয়েছে। ভাগ্যন্নতি ও ধনলাভের সুযোগ হবে আপনাদের। মানসিক পরিশ্রমের মাধ্যমে কাঙ্খিত সাফল্য অর্জন করবেন।‌ চাকরি ও ব্যবসা ক্ষেত্রে পরিশ্রম করতে হবে। তবে ব্যবসায় উন্নতির সম্ভাবনা আছে। দাম্পত্য জীবন সুখের হবে। হঠাৎ করে আকস্মিক ধন-সম্পত্তি লাভ করতে পারবেন। অফিসে কাজের চাপ বৃদ্ধি পাবে, তবে সৃজনশীল কাজের মাধ্যমে ধন লাভের যোগ রয়েছে।

৭) মীন রাশি

মীন রাশির জাতকদের জন্য নববর্ষ অত্যন্ত শুভ। বছরের শুরু থেকেই লাভের মুখ দেখতে পাবেন। আর্থিক জটিলতা দূর হবে, বিশেষ ব্যক্তির আগমন লাভের পথ প্রশস্ত করবে। ধন লাভের যোগ রয়েছে। সাংসারিক জীবন সুখের হবে। পুরনো বন্ধুদের সহায়তা পাবেন। অর্থ ও প্রসিদ্ধি বৃদ্ধি হবে মীন রাশির জাতকদের।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।