সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিয়মে আসছে আমুল বদল। আগামী শিক্ষাবর্ষ থেকে সম্পূর্ণ নতুনভাবে পরীক্ষা দেবেন রাজ্যের ছাত্র-ছাত্রীরা। উচ্চমাধ্যমিকে (H.S Examination 2026) চলে এসেছে সেমিস্টার সিস্টেম (H.S Semester System 2026)। সেই সিস্টেমের নতুন সংযোজন, উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটি সেমিস্টার এ থাকছে পাশ, ফেল। অর্থাৎ এইচএস (H.S) পাশ করতে হলে পড়ুয়াদের প্রত্যেকটি সেমিস্টারে (H.S Semester System 2026) পাশ করতে হবে। সেমিস্টারের (H.S Semester System 2026) প্রত্যেকটি বিষয়ে নূন্যতম নম্বর না পেলে সংশ্লিষ্ট পড়ুয়া পাশ করতে পারবে না বলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে।
উচ্চ মাধ্যমিকের সেমিস্টার সিস্টেমে জারি হল নতুন নিয়ম! (H.S Semester System 2026)
রাজ্যে নতুন শিক্ষানীতি জারি হওয়ার পর থেকেই উচ্চমাধ্যমিকে সেমিস্টার সিস্টেমকে আনার জন্য তৎপর ছিল সংসদ। কিছুদিন আগেই সংসদের তরফে সেমিস্টার সিস্টেম নিয়ে বিস্তারিত রুলবুক জারি হয়েছিল। আগে জানানো হয়েছিল একাদশ ও দ্বাদশ শ্রেণী উভয় ক্লাসেই সেমিস্টারের পরীক্ষা নেওয়া হবে। প্রাথমিকভাবে পাশ ফেল সংক্রান্ত বিষয়টি খোলসা করেনি সংসদ। একটি পরীক্ষায় পাশ হলে অপর পরীক্ষার সুযোগ থাকছিল শ্রেণীর ছাত্র-ছাত্রীদের কাছে। তবে এবার সংশ্লিষ্ট বিষয়টি নিয়ম পরিবর্তন করল শিক্ষা সংসদ। উচ্চমাধ্যমিক পাস করতে হলে প্রত্যেকটি সেমিস্টারে পাশ করা বাধ্যতামূলক। অতএব সেমিস্টারের প্রত্যেকটি বিষয়ে ন্যূনতম নম্বর নিয়ে পাশ করতে হবে উক্ত পড়ুয়াকে।
ভারতবর্ষের সমস্ত রাজ্যের মধ্যে একমাত্র বাংলাতে চালু হচ্ছে সেমিস্টার পদ্ধতিতে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। ফলে শুরু হওয়া এই সিস্টেমের গুণমান যাতে না পড়ে যায় সেই বিষয়ে জোর দিচ্ছে সংসদ। উচ্চ মাধ্যমিকের মূল্যায়নের মান যাতে ত্রুটিপূর্ণ না হয়, সে বিষয়ে ভাবনা চিন্তা করছে সংসদ। আর তাই ছাত্র-ছাত্রীদের প্রত্যেকটি সেমিস্টারে পাশ হওয়া বিষয়টি দরকার এবং তাৎপর্যপূর্ণ বলে মত সংসদের তরফে।
উচ্চ মাধ্যমিকের প্রত্যেক সেমিস্টারে পাশ করা বাধ্যতামূলক! (H.S Semester System 2026)
চলতি বছর যে সকল পড়ুয়া মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করে একাদশ শ্রেণীতে উঠবেন, তারাই হবেন সেমিস্টার সিস্টেমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রথম ব্যাচ। সেমিস্টার সিস্টেমের প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে ২০২৬ সালে। একাদশ ও দ্বাদশ শ্রেণী উভয় ক্লাসেই থাকবে সেমিস্টার। প্রথম যে নিয়ম স্থির হয়েছিল সংসদের তরফে, সেখানে বলা হয়েছিল, একাদশ ও দ্বাদশ শ্রেণির সেমিস্টারে পাশ ফেল এর বিষয়টি বাধ্যতামূলক থাকবে না। সার্বিকভাবে পাশ ফেলের বিষয়টি স্থির হবে বলেই ঠিক করা হচ্ছিল সংসদের তরফে।
তবে সংসদেরই সিদ্ধান্তের বিপক্ষে যায় শিক্ষক মন্ডলীর সদস্যরা। তাদের মতে, সেমিস্টারে যদি পাশ ফেল বাধ্যতামূলক না করা হয় তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মান পড়ে যাবে। পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক ছাত্র -ছাত্রীদের ভবিষ্যৎ গঠনের দিশারী। সর্বভারতীয় স্তরে যাতে ছাত্রছাত্রীরা সফল হন তার জন্যই সেমিস্টার চালু করা। তাই সেমিস্টারে পাশ ফেল থাকাটা গুরুত্বপূর্ণ বলে দাবি তোলা হয়েছিল শিক্ষকদের তরফে। আর সেই আলোচনার পরিপ্রেক্ষিতেই নতুন নিয়ম জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কেমন হবে উচ্চ মাধ্যমিক ২০২৬-এর সেমিস্টার সিস্টেম?
কত নম্বর পেলে পাশ করবেন উচ্চ মাধ্যমিক?
সংসদে তরফে জানানো হয়েছে, একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে চারটি সেমিস্টার পরীক্ষায় অংশ গ্রহণ করবেন শিক্ষার্থীরা। প্রথম সেমিস্টার হবে নভেম্বরে, দ্বিতীয় সেমিস্টার হবে মার্চে, তৃতীয় সেমিস্টারটি হবে নভেম্বরে আর চতুর্থ সেমিস্টারটি হবে মার্চ মাসে। H.S ২০২৬ নতুন নিয়মে পাশ ফেল বাধ্যতামূলক হলেও প্রত্যেকটি সাবজেক্টে নূন্যতম কত নম্বর পেলে পরীক্ষার্থীরা পাশ করতে পারবেন, সে বিষয়ে এখনও কিছু জানায়নি শিক্ষা সংসদ। ধারণা করা হচ্ছে যে, আপাতত উচ্চ মাধ্যমিকের প্রতিটি বিষয়ে যে পাশ নম্বর আছে, সেটার ভিত্তিতেই সম্ভবত নির্ধারিত হবে যে প্রতিটি সেমেস্টারে কত নম্বর পেলে পরবর্তী সেমেস্টারে উঠতে পারবেন পড়ুয়ারা।
বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।