সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: অত্যাধিক গরমে যেখানে পুড়ছে দক্ষিণবঙ্গ, সেখানে উত্তরবঙ্গে (North Bengal Tourism) এখনো আরামদায়ক আবহাওয়া। গরমের ছুটিতে তাই পাহাড়মুখী হতে চান বাঙালি। একছুটে পাহাড় ছুঁয়ে এলে যেন শান্ত হয়ে যায় মন। গরম পড়লেই অধিকাংশ মানুষ রওনা দেন দার্জিলিং (Darjeeling)। তাই ভিড়ে ঠাসা শৈলশহরে যেন মাথা গোঁজা দুষ্কর হয়ে ওঠে। তাই এ বছর দার্জিলিং (Darjeeling) না গিয়ে ঘুরে আসুন উত্তর বঙ্গের অচেনা এক পাহাড়ি গ্রাম থেকে (Offbeat North Bengal)। অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, সেখানে হাতছানি দেবে আপনাকে। হাতছানি দেবে কাঞ্চনজঙ্ঘা। নয়নাভিরাম দৃশ্যে মুগ্ধ হবেন আপনিও।
বাঙালি মানেই দিপুদা। দীঘা, পুরী, দার্জিলিং বাদ দিয়ে কিছু অচেনা ডেস্টিনেশন আপন করাই যায়। ইদানিং মানুষ বহু অফবিট ডেস্টিনেশনে পাড়ি জমাচ্ছেন। যার কারণে ফুলে ফেঁপে উঠছে উত্তর বঙ্গের ভ্রমণ শিল্প। পাহাড়ের বহু অচেনা গ্রাম থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য পাওয়া যায়। যার টানে পাড়ি জমাচ্ছেন দেশি-বিদেশি পর্যটকেরা। গ্রামগুলিতে গড়ে উঠেছে বহু হোমস্টে। যেখানে থাকা খাওয়ার বিন্দুমাত্র অসুবিধা নেই। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, বাদ দিয়ে এই সকল পাহাড়ি গ্রাম অনেক বেশি পছন্দ হচ্ছে সাধারণ মানুষের।
অচেনা সুন্দরী পাহাড়ি গ্রাম ‘সৌরেনী’…
সামনেই রয়েছে নববর্ষের ছুটি। তারপর পড়বে গরমের ছুটি। চিরপরিচিত ঠিকানায় না ছুটে তাই ঘুরে আসুন পাহাড়ের অচেনা এক পাহাড়ি গ্রাম ‘সৌরেনী’ থেকে। অচেনা বলার অর্থ কোলাহলমুক্ত ভিড়মুক্ত পাহাড়ি সৌন্দর্য এলাকা। শিলিগুড়ি স্টেশন থেকে বেশি দূরে নয়। বরং ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত সুন্দরী এই পাহাড়ি গ্রাম। যেখান থেকে হাতছানি দেয় কাঞ্চনজঙ্ঘা। এছাড়া পাহাড় তার সৌন্দর্যের পসরা সাজিয়ে দাঁড়িয়ে থাকে। যা মনমুগ্ধ করে তুলবে আপনার।
দার্জিলিং এর খুব কাছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র মিরিক থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত ‘সৌরিনী’ পাহাড়ি গ্রামটি। একেবারে নিরিবিলিতে যদি ছুটি কাটাতে চান, তাহলে এবারের গরমের ছুটিতে আপনার গন্তব্য হোক উত্তরবঙ্গের অচেনা গ্রামটি।
গ্রামের একদিকে রয়েছে যেমন পাহাড়ের সীমানা, মাঝখানে রয়েছে নয়নাভিরাম হ্রদ। কাঞ্চনজঙ্ঘা চোখ মেললেই ধরা দেয় আপন ছন্দে। একাধারে পাহাড়ের সৌন্দর্য, অন্যদিকে টলটলে স্বচ্ছ জলের হ্রদ, দিনের বেলাতেও এখানে শোনা যায় ঝিঁঝিঁ পোকার ডাক। এতটাই দূষণমুক্ত ও নিরিবিলি গ্রাম ‘সৌরেনী’। গরমের ছুটিতে এখানে এলে মনটা তরতাজা হয়ে যাবে আপনার। একদিকে যেমন গরম থেকে মুক্তি, তেমনই প্রাকৃতিক সৌন্দর্যে মন খুশি। আর দেরি কেন, গরমের ছুটিতে গন্তব্য হোক মিরিকের কাছের পাহাড়ি গ্রাম ‘সৌরেনী’।
কিভাবে যাবেন?
রেলপথে শিলিগুড়ি পৌঁছে সেখান থেকে গাড়ি নিয়ে পৌঁছে যেতে পারেন ‘সৌরিনী’ গ্রামে। আবার মিরিক থেকে কাছে হওয়ায়, দার্জিলিং মিরিক হয়েও গন্তব্যে পৌঁছাতে পারেন। তবে যাওয়ার আগে একটা প্ল্যান সেট করে নিয়ে যাবেন।
কোথায় থাকবেন?
‘সৌরেনী’ গ্রামে থাকার জন্য রয়েছে ততোধিক সুন্দর হোমস্টে। পরিষ্কার পরিচ্ছন্ন হোমস্টে থেকে দুর্দান্ত ভিউ পাওয়া যায়। দার্জিলিং চায়ে চুমুক দিয়ে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যদি চান তবে এখান থেকে ঘুরে আসতে পারেন কাছেই অবস্থিত মিরিক থেকে।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।