Tania Roy Chowdhury: একসময় টেলি পর্দায় (Telivision) অভিনয় করে দর্শকদের মন যেতে নিয়েছিলেন ‘পিহু’ ওরফে অভিনেত্রী সৃজলা গুহ (Srijla Guha)। স্টার জলসার (Star Jalsha) অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক মন ফাগুনের (Mon Phagun) অভিনেত্রী ছিলেন তিনি। প্রথম থেকেই এই ধারাবাহিক দর্শক মনে আলাদা জায়গা করেছিল। ধারাবাহিকের নায়িকা চরিত্রের সৃজলা গুহ। তখন থেকেই দর্শক প্রিয় হয়ে উঠেছেন।
জলসার ‘মন ফাগুন’ (Mon Phagun) ধারাবাহিক-এ সৃজলার বিপরীতে ছিলেন টেলিপর্দার জনপ্রিয় অভিনেতা শন ব্যানার্জি (Sean Banerjee)। শন সৃজলার জুটি অর্থাৎ ঋষি-পিহুর জুটিটি জলসা পর্দার প্রিয় জুটি হয়ে ওঠে। ‘মন ফাগুনের’ ঋষিরাজ এবং প্রিয়দর্শনী র জুটি যথেষ্ট চর্চিত ছিল সোশ্যাল মিডিয়ার পাতায়।
তবে ‘মন ফাগুন’ ধারাবাহিক শেষ হওয়ার পর বেশ মন খারাপ ছিল দর্শক মহলের। তাঁরা বারংবার চাইছিলেন শন এবং সৃজলা যেন আবারও এক সঙ্গে পর্দায় ফেরেন। সাধারণত হিট জুটির পুনরায় ফেরা ঘনঘন দেখা যায় না। তাই শন-সৃজলাও একসঙ্গে ফিরবেন নাকি তাই নিয়ে সংশয় ছিলই।
এদিকে জানা যাচ্ছিল, অভিনেত্রী সৃজলা ওয়েব সিরিজের কাজে বেজায় ব্যস্ত। পরপর বেশ কিছু সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ‘পিকাসো’ এবং হইচই প্ল্যাটফর্মের ‘কলঙ্ক’ সিরিজে ছিলেন সৃজলা। রাইমা ও ঋত্বিকের সঙ্গে কলঙ্ক সিরিজে অভিনয় করে আরো একবার দর্শক মন জয় করে নিয়েছিলেন অভিনেত্রী। এমনকি এও খবর পাওয়া যাচ্ছে যে, মুম্বাই থেকেও কাজের অফার এসেছে ‘মন ফাগুনের’ পিহুর কাছে। তাই তিনি ধারাবাহিকের কাজে আপাতত মন দিতে চাইছেন না। কিন্তু এসবের মাঝেই হঠাৎ সারপ্রাইজ দিয়ে দিলেন সৃজলা গুহ। হঠাৎ করেই ধারাবাহিকে ফিরছেন তিনি। শুধু তাই নয়, স্টার জলসাতেই ফিরতে চলেছেন অভিনেত্রী সৃজলা। আর সেটাই হতে চলেছে সবচেয়ে বড় চমক।
টেলিপর্দায় একসঙ্গে শন-সৃজলা
ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে, অভিনেতা শন ব্যানার্জিও টেলিপর্দার নতুন ধারাবাহিকের নায়ক হিসেবে ফিরছেন। শনের নতুন মেগা সিরিয়ালের কানাঘুষা খবর ঘুরছে টলিপাড়ার অন্দরমহলে। শনের পর এবার সৃজলার টেলিভিশনে ফেরার খবর দর্শক মহলের উদ্দীপনা বাড়াচ্ছে। কোন ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী?
কোন ধারাবাহিককে ফিরছেন সৃজলা?
সুপারহিট মেগা ‘মন ফাগুন’ শেষের পর বেশ কিছুদিনের জন্য বিরতিতে ছিলেন অভিনেত্রী। তাই এবার সমস্ত ধৈর্যের অবসান ঘটিয়ে স্টার জলসায় ঠিক সন্ধে সাতটায় “কথা” সিরিয়ালে দেখা যাবে তাঁকে। মাত্র কিছুদিন হল স্টার জলসায় এই ধারাবাহিক শুরু হয়েছে। এবার সেই ধারাবাহিকেই ফিরছেন সৃজলা। সিরিয়ালের একটি অনুষ্ঠানে সঞ্চালিকার চরিত্রে দেখা যাবে সবার প্রিয় অভিনেত্রীকে।
“কথা” ধারাবাহিকটি স্টার জলসার অন্যতম হিট মেগা। এই ধারাবাহিকটি রোজ সন্ধ্যা ৭টা থেকে সম্প্রচারিত হয়। এখানে মুখ্য ভূমিকায় সাহেব ভট্টাচার্য্য এবং সুস্মিতা দাসকে দেখা যাচ্ছে। ধারাবাহিকের একটি পর্বের অনুষ্ঠানে সেলিব্রিটি শেফ এভির সাক্ষাৎকার নেওয়া হবে। সেই শোয়ের সঞ্চালিকা হিসেবে দেখা যাবে অভিনেত্রী সৃজলা গুহকে। সদ্যই চ্যানেলের তরফে এই পর্বের প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। আর এই প্রোমো দেখেই উচ্ছ্বাসের বাঁধ ভেঙেছে সৃজলা অনুরাগীদের মধ্যে।জানা যাচ্ছে শীঘ্রই টেলিপর্দায় দেখানো হবে এই পর্বটি।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।