সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: ভারতের একটি গুরুত্বপূর্ণ ব্যাংক হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা (PNB)। বর্তমানে ভারতে যে সকল ব্যাংক প্রচুর গ্রাহককে পরিষেবা দিচ্ছেন, তাদের মধ্যে বৃহত্তম ব্যাংক হল পিএনবি (Punjab National Bank)। সাম্প্রতিক একটি রিপোর্ট বলে, এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে লক্ষ লক্ষ জনতার। তাদের সবার জন্যই একটি চিন্তার খবর। সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফে একটি খবর জানানো হয়েছে। আর কিছুদিনের মধ্যেই বন্ধ হতে চলেছে ব্যাংকের লক্ষ লক্ষ অ্যাকাউন্ট। আপনারও যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে (Punjab National Bank) একাউন্ট থেকে থাকে, তবে এই প্রতিবেদন আপনার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গুরুত্বপূর্ণ নোটিশ (Punjab National Bank (PNB) Notice 2024)
সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত হয়েছে বিপুল সংখ্যক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার। যা সিঁদুরে মেঘ দেখার দশা হয়েছে সবার। ব্যাংকের তরফে একটি বিজ্ঞপ্তিও জারি হয়েছে এই মর্মে। সমস্ত গ্রাহকের উদ্দেশ্যে ব্যাংকের এই নোটিশ চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিল ব্যাংক? লক্ষ লক্ষ গ্রাহকের বর্তমানে একটাই প্রশ্ন। ব্যাংকের তরফে যে নোটিশ দেওয়া হয়েছে, সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে যদি কোন ব্যক্তি, এই ব্যাংকে নিজের অ্যাকাউন্টকে বাঁচিয়ে রাখতে চান, তাহলে অতি শীঘ্রই এই ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে ব্যক্তি নিজের ব্যাংক অ্যাকাউন্ট বাঁচাতে পারবেন না।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফে কি জানানো হয়েছে? (PNB Notice 2024)
আসলে প্রায় সমস্ত ব্যাংকে এমন কিছু অ্যাকাউন্ট দেখা যায়, যেগুলি অনেকদিন ধরে লেনদেন হয় নি। এবার সেই অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে চলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা (পিএনবি)। ব্যাংকের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সকল অ্যাকাউন্ট গুলি বিগত তিন বছর ধরে কোন আর্থিক লেনদেন হয়নি, সেই অ্যাকাউন্টগুলি এবার বন্ধ করে দেওয়া হবে। এটাও জানিয়েছে পিএনবি যে, ঠিক একমাস পর পদক্ষেপ নেওয়া হবে ব্যাংকের তরফে। অতএব তিন মাস ধরে না লেনদেন হওয়া অ্যাকাউন্টগুলি আগামী একমাস পর বন্ধ করে দেবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাঙ্কিং সংস্থাটি। একটি রিপোর্ট বলছে, প্রায় লক্ষ লক্ষ অ্যাকাউন্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে বন্ধ হয়ে যেতে চলেছে। তবে এও জানা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেবে ব্যাংক।
পিএনবি ৩০শে এপ্রিল থেকে গত তিন বছরের হিসেব দেখবে। যে যে অ্যাকাউন্টে এই সময়ের মধ্যে আর্থিক লেনদেন হয়নি, ব্যাংকের তালিকায় যে যে অ্যাকাউন্টগুলি উঠে আসবে, সেই সমস্ত অ্যাকাউন্টগুলিকে বন্ধ করার সিদ্ধান্ত সংস্থার।
কিভাবে ব্যাংক অ্যাকাউন্টকে বাঁচানো যাবে?
যদি কোন ব্যক্তি বিগত তিন বছর ধরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কোন অ্যাকাউন্ট থেকে আর্থিক লেনদেন না করে থাকেন, তাহলে শীঘ্রই আপনাকে ব্যাংকিং শাখায় যেতে হবে এবং নিজ অ্যাকাউন্টে আর্থিক লেনদেন করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, নাবালকদের অ্যাকাউন্ট, ২৫ বছরের কম বয়সী নাবালকদের অ্যাকাউন্ট এবং SSY / PMJJBY /PMSBY/APY, DBT অ্যাকাউন্টগুলি বন্ধ করা হবে না বলে পিএনবির তরফে জানানো হয়েছে। এছাড়া, পিএনবি এর যে সমস্ত অ্যাকাউন্টের সঙ্গে ডিম্যাট অ্যাকাউন্ট লিংক করা রয়েছে সেই সমস্ত অ্যাকাউন্টগুলি বন্ধ করা হবে না বলে জানিয়েছে ব্যাংক। এই সংক্রান্ত বিস্তারিত নোটিশটি দেখতে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।