সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: আমাদের প্রতিদিন কেমন যাবে, তার জন্য দিনের শুরুতে আমরা নজর রাখি রাশিফলের দিকে। জ্যোতিষ শাস্ত্র মতে (Astro Barta) এক একটি দিন একেক রাশির জাতকদের জন্য অবিস্মরণীয় আনন্দ ডেকে আনে। দিন কেমন যাবে, তা জানতে রাশিফলের দিকে চোখ থাকে সবার। এদিন রামনবমীর (Ram Navami) দিন এমন এক বিরল কাকতালীয় ঘটনা ঘটেছে, যা তিন রাশির (Rashi) জাতকদের জন্য সৌভাগ্যের পথ উন্মোচন করবে। দিনটি অত্যন্ত শুভ। এই দিনে সৌভাগ্য লাভ করবেন কারা? কোন তিন রাশির (Rashi) জন্য সুখবর আসবে? দেখে নিন কি বলছে জ্যোতিষ (Astro) শাস্ত্র মত।
ভগবান শ্রী রামের জন্ম দিবস রামনবমীর দিনটি সারা দেশে ধুমধাম করে পালিত হয়। এদিন উৎসবে মাতোয়ারা হয়ে ওঠেন দেশের ভক্তগণ। এদিন মন্দিরে মন্দিরে শ্রী রামের দর্শনে ভিড় উপচে পড়ে। ভগবানের উদ্দেশ্যে পূজা অর্পণ করেন ভগবান শ্রী রামের ভক্তেরা। এই শুভদিনে জ্যোতিষ শাস্ত্র বলছে, ভগবান শ্রী রামের জন্মের দিন এবছর এমন এক কাকতালীয় ঘটনা ঘটেছে, যা রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছে সবাইকে।
জ্যোতিষ মতে জানা যায়, এদিন গজকেশরী যোগ তৈরি হচ্ছে। এছাড়া কর্কট রাশিতে থাকবে চন্দ্র। অন্য দিকে, সূর্য তার উচ্চরাশি মেষ রাশিতে স্থাপন করবে ও দশম ঘরে থাকবে। জানা যায়, এর আগে এমন কাকতালীয় ঘটনা ঘটেছিল ত্রেতা যুগে শ্রী রামের জন্মের সময়। এবছর সেই বিরল ঘটনার যোগ পাওয়া যাচ্ছে। এদিন শুভদিনে ভাগ্য খুলতে চলেছে ৩ রাশির জাতকদের। কারা তারা? চলুন জেনে নেওয়া যাক।
১) মেষ রাশি
এদের মেষ রাশির জাতকদের জন্য সুখবর। দেব গুরু বৃহস্পতি স্বয়ং সূর্যের সঙ্গে মেষ রাশিতে বিরাজমান থাকছে। এই রাশির জাতকেরা এদিন অত্যন্ত ভালো খবর পেতে চলেছেন। আপনার কাজের প্রশংসা করবেন অফিসের বস। আপনি সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। কর্মক্ষেত্রে আপনি প্রশংসা পাবেন। আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে ও আপনি যদি ব্যবসা করে থাকেন সেখানেও আপনি লাভবান হবেন।
২) তুলা রাশি
এই রাশির জাতকদের জন্য রয়েছে সুখবর। যারা এই রাশির জাতক, তাদের এই দিন বাকি থাকা কাজ সম্পন্ন হবে। আপনি যদি সম্পত্তি কেনার পরিকল্পনা করে থাকেন, তবে তাও পূরণ হবে। আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। এর পাশাপাশি আপনি বৈষয়িক আরাম পাবেন। যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে ব্যবসায় উন্নতি করতে পারবেন।
৩) মীন রাশি
এই রাশির জাতকরা সুখবর পাবেন। তাদের মন খুশি খুশি থাকবে। আপনি নতুন ও ভালো কাজের সন্ধান পাবেন। এর পাশাপাশি আপনার আর্থিক অবস্থা দৃঢ় হবে।
(প্রসঙ্গত, রাশিফল সংক্রান্ত মত সাতকাহন প্লাসের নিজস্ব মতামত নয়। প্রচলিত ধারণার মাধ্যমে লেখা এই প্রতিবেদন। ফল পেতে আপনি অবশ্যই বিশেষজ্ঞের মতামত নেবেন।)
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।