Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: ভারতীয় কারেন্সি (Indian Currency) ১০ টাকার নোট থেকে ৫০০ টাকার নোট পর্যন্ত বহুল ব্যবহার হয়। মাঝে ২০০০ টাকার নোট চালু থাকলেও সেই নোট বর্তমানে বন্ধ করেছে রিজার্ভ ব্যাংক (RBI)। তবে বেশিরভাগ সময় ১০, ৫০, ১০০ এবং ৫০০ টাকার নোট সব থেকে বেশি ব্যবহৃত হয় ভারতীয় বাজারে। বর্তমানে খুচরো টাকার সমস্যা এত সমস্যার সৃষ্টি করেছে, যে পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। খুচরো টাকার অভাব সর্বত্র দেখা যাচ্ছে। এমন সময় রিজার্ভ ব্যাংক ১০ টাকার নোট নিয়ে নতুন ঘোষণা করল (RBI New Rules)। যদি আপনার ‌কাছে ১০ টাকার নোট থেকে থাকে, রিজার্ভ ব্যাংকের (RBI) নতুন ঘোষণা আপনার জেনে নেওয়া দরকার। ‌

বর্তমানে বাজারে যে ১০ টাকার নোটগুলি চালু রয়েছে, সেগুলির অবস্থা প্রায় তথৈবচ। যেহেতু দশ টাকার নোট সব জায়গায় দরকার লাগে, অথচ খারাপ নোটগুলি অনেকেই নিতে অস্বীকার করছেন। দশ টাকার নোটের এই পরিস্থিতি বেশ সমস্যা সৃষ্টি করেছে সমাজে। ট্রামে -বাসে-বাজারে ১০ টাকার নোট নেবেন না। তাহলে পকেটে থাকা ১০ টাকার নোটগুলি কি হবে? প্রশ্ন তুলছে জনতা। এই পরিস্থিতিতে নতুন বিবৃতি জারি করল রিজার্ভ ব্যাংক (RBI)।

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি বিবৃতি জারি করে জানায়, বাজারে চলমান সবকটি ১০ টাকার নোট বৈধ। জনসাধারণ চাইলেই নোটগুলি ব্যাংকে গিয়ে বদলে নিতে পারবেন। আসলে এই নোটগুলি তৈরি করার জন্য খরচ পড়ে মাত্র ১.০১ টাকা। ফলে নোটগুলি দীর্ঘ সময়ের জন্য টেকসই হয় না। আর সেই কারণেই দশ টাকার নোটের পাশাপাশি দশ টাকার কয়েন চালু করা হয়েছিল। এখন বহু জায়গাতেই ১০ টাকার কয়েন নেওয়া হবে না বলে ঝামেলা বাধে। তবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটাও বিবৃতি দিয়ে জানিয়েছিল যে, দশ টাকার কয়েন বৈধ। দোকানিরা এই কয়েন নিতে অস্বীকার করতে পারেন না।

আরো পড়ুন  Train Ticket: রেলের টিকিট শুধুমাত্র ভ্রমণের জন্য নয়, সঙ্গে দেয় আরও পাঁচটি সুবিধা। জানতেন আগে?

তবে ১০ টাকার নোটগুলোর বেহাল দশা আটকাতে নতুন পদক্ষেপ নিতে চলেছে রিজার্ভ ব্যাংক। জানা যাচ্ছে, বাজারে আসতে চলেছে নতুন ধরনের ১০ টাকার নোট। একদিকে যেমন দশ টাকার কয়েন ব্যবহার বৃদ্ধির চেষ্টা চলছে, অন্যদিকে তেমনই নতুন ধরনের দশ টাকার কয়েন আসতে চলেছে ভারতের বাজারে। যেহেতু দশ টাকার নোট গুলির বেহাল দশা আরো প্রকট হচ্ছে, তাই প্রতি বছর রিজার্ভ ব্যাংক দশ টাকার নোট ছাপানো কমাচ্ছে। বলাই বাহুল্য ১০ টাকার নোট ছাপানো প্রায় বন্ধের মুখে।

রিজার্ভ ব্যাংকের তরফে দেশের সমস্ত জনসাধারণ কে বলা হচ্ছে, আপনাদের কাছে যদি ১০ টাকার পুরনো নোট থেকে থাকে, যে নোটগুলি বাজারে ব্যবহার করার ক্ষেত্রে আপনি সমস্যায় পড়ছেন, সেগুলি নষ্ট না হয়, অপচয় না হয় তার জন্য আগেই ব্যাংকে গিয়ে আপনি সংশ্লিষ্ট নোটগুলি বদলে আনতে পারবেন। সমস্ত ব্যাংকেই বদলানো যাবে দশ টাকার নোটগুলি। অতএব আশা করা যায়, রিজার্ভ ব্যাংকের এই নির্দেশ দেশের সমস্ত জনসাধারণের জন্য উপকার হবে। তাছাড়া খুব শীঘ্রই হয়তো নতুন ধরনের দশ টাকা নোট চালু হতে চলেছে দেশে।

বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।