Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: বড় ঠাকুরের কৃপায় ভাগ্য খুলতে চলেছে তিন রাশির জাতকদের (Zodiac)। এক দুই মাস নয়, টানা অক্টোবর পর্যন্ত সৌভাগ্য লাভ করবেন তাঁরা। জ্যোতিষ (Astrology) মতে, শনি (Saturn) প্রত্যেক ব্যক্তির কর্মফল প্রদান করে। ব্যক্তি যেভাবে কার্য করবে সে তার কর্মফল সেভাবেই পাবে। জ্যোতিষ শাস্ত্র (Astrology) মতে, শনির রাশি ও নক্ষত্রের (Saturn Transit) পরিবর্তন প্রত্যেক ব্যক্তিকে তার ভালো-মন্দের ফলাফল দেয়। খুব শীঘ্রই তিন রাশির জাতকের (zodiac Sign) ওপর শনির প্রভাব (Saturn Effect) পড়তে চলেছে। অক্টোবর মাস পর্যন্ত তিন রাশির জাতক (Zodiac Sign) দুর্দান্ত সৌভাগ্য লাভ করতে চলেছেন। তাহলে ভাগ্য খুলতে চলেছে কাদের? আপনিও কি রয়েছেন সেই তালিকায়?

জ্যোতিষ মতে,২০২৪ সাল থেকে বলা হচ্ছে শনির বছর। এই বছর শনি সকল জাতকদের কর্মফল প্রদান করবে। এই বছর শনি নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভে অবস্থান করবে। তাই রাশি পরিবর্তন না হলেও শনি এ বছর নক্ষত্র পরিবর্তন করবে। চলতি এপ্রিল মাসে কর্মফলদাতা শনি নক্ষত্র পরিবর্তন করে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন। জ্যোতিষ শাস্ত্র মতে বলা হচ্ছে, বৃহস্পতির ক্ষেত্রে শনির এই প্রবেশ অত্যন্ত ফলদায়ক। শনির নক্ষত্র গোচরের কারণে সৌভাগ্য লাভ করতে চলেছেন তিন রাশির জাতকেরা। আগামী ৬ মাস জুড়ে ভাগ্য খুলে যাবে তিন রাশির জাতকদের। জীবনে‌ প্রভুত সুখ ও সমৃদ্ধি লাভ করবেন। জীবনে সফলতা আসবে, জীবন আনন্দে কাটাবেন।

আরো পড়ুন  Mole Meaning: শরীরের এই পাঁচ জায়গায় তিল থাকলে জীবনে আসে অসীম সৌভাগ্য! এই জায়গায় তিল থাকলে তা মোটেই শুভ নয়…

১) সিংহ রাশি (Leo Zodiac)

শনির প্রভাবে আগামী অক্টোবর মাস পর্যন্ত প্রভূত লাভ পাবেন সিংহ রাশির জাতকেরা। ৬ মাস জুড়ে সুখ ও সমৃদ্ধি আসবে জীবনে। আপনি যদি ব্যবসা করেন, তাহলেও লাভ পাবেন আবার অংশীদারী ব্যবসাতেও প্রভূত উন্নতি হবে। দাম্পত্য জীবন ও ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন ধরে চলতে থাকা সমস্যা অবসান ঘটবে, আপনাদের আকস্মিক ধন লাভের সুযোগ রয়েছে। সিংহ রাশির জাতকেরা সম্পত্তি ক্রয় করবেন, ভালো সঞ্চয় করবেন, নতুন চাকরির সুযোগ পাবেন। পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাবেন। বাড়িতে শুভ অনুষ্ঠান আয়োজিত হবে। মোটকথা সমস্ত দিক থেকেই উন্নতি করবেন তাঁরা।

২) বৃষ রাশি (Taurus Zodiac)

শনির নক্ষত্র পরিবর্তনের ফলে সিংহ রাশির মত প্রভূত লাভ হবে বৃষ রাশির জাতকদের। চাকরি ও ব্যবসায় দারুন উন্নতি করবেন। কাজের জায়গায় প্রশংসা পাবেন, অনেকদিন ধরে আজকে থাকা কাজ অবশেষে সফল হবে। জীবনে ধন ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আধ্যাত্মিকতার প্রতি রুচি বাড়বে। পরিবারের সঙ্গে বিনাবাধায় ভালো সময় কাটাবেন। বিদেশ থেকে ধন লাভ হবে। ব্যক্তিগত জীবনের সুখ ও সুবিধার জন্য আপনার অর্থ ব্যয় হবে। সব মিলিয়ে অক্টোবর মাস পর্যন্ত দুর্দান্ত সময় কাটাবেন বৃষ রাশির জাতকেরা।

৩) কন্যা রাশি (Virgo Zodiac)

কন্যা রাশির জাতকদের জন্য আগামী ছয় মাস অত্যন্ত ভালো যাবে।কর্মক্ষেত্রে দ্রুত অগ্রসর হতে পারবেন, সৌভাগ্যের সঙ্গ পাবেন, পরীক্ষা এবং ইন্টারভিউতে ভালো ফল করবেন, প্রেম জীবনের যাবতীয় বাধা দূর হবে। ব্যবসার ক্ষেত্রে অংশীদার পাবেন, ব্যবসায় দারুন উন্নতি করতে পারবেন, আইনি সমস্যার মোকাবিলা করতে পারবেন, ধন-সম্পত্তি লাভ হবে, পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটাতে পারবেন। এছাড়া এই রাশির জাতকদের কর্মক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে।

আরো পড়ুন  Astro Tips: বৈশাখ মাসে অর্থ ও সমৃদ্ধির বৃষ্টি হবে জীবনে! শুধু সেরে নিন এই কাজ, সুখ নিয়ে আর ভাবতেই হবে না…

বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।