সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: এসএসসি (SSC) মামলায় বিরাট রায় কলকাতা হাইকোর্টের (Kolkata High Court)। বিপুল চাকরি বাতিলের নির্দেশ দিল উচ্চ আদালত (Kolkata High Court)। হাইকোর্টের রায়কে ঐতিহাসিক আখ্যা দিচ্ছেন বিশেষজ্ঞ মহল। চাকরি বাতিল হল প্রায় ২৬ হাজার প্রার্থীর! নতুন পদে নিয়োগ কবে? প্রশ্ন তুলছেন গান্ধী মূর্তির পাদদেশে বসা চাকরিপ্রার্থী তরুণ তরুণীরা। (SSC Recruitment Case)
SSC নিয়োগের ২৫,৫৫৩ জন প্রার্থীর চাকরি বাতিল!
পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিস্তর দুর্নীতির হদিশ মিলেছিল আগেই। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পরতে পরতে মেলে দুর্নীতির আভাস! প্রাথমিক, উচ্চ প্রাথমিক, থেকে একাদশ-দ্বাদশ, সমস্ত স্তরের নিয়োগ নিয়েই আদালতে চলে মামলা। এর আগে চাকরি বাতিল হয়েছে হাজার হাজার প্রার্থীর। বেআইনি নিয়োগের এই তালিকায় এবার নাম লেখালেন আরও ২৬ হাজার প্রার্থী। এদিনের রায়ে বাতিল হল ২৫,৭৫৩ জন প্রার্থীর চাকরি। ২০১৬ সালের নিয়োগ সম্পূর্ণ বাতিল করলো উচ্চ আদালত। যাদের চাকরি বাতিল হয়েছে, তাদের সুদ সহ ফেরত দিতে হবে মেয়াদ উত্তীর্ণ চাকরির সমস্ত বেতন!
হাইকোর্টের নির্দেশে কি বলা হচ্ছে?
এদিন হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ এসএসসির ২০১৬ সালের নিয়োগ সম্পূর্ণ বাতিল করেছে। এদিন উচ্চ আদালত জানিয়েছে, যারা এসএসসি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও চাকরি পেয়েছেন, তাঁদের সুদ-সহ সম্পূর্ণ বেতন ফেরত দিতে হবে নির্দিষ্ট সময়ের মেয়াদে। ফেরত দেওয়া টাকার সুদের হার হবে বছরে ১২ শতাংশ। আদালতের নির্দেশ, আগামী চার সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে বেতন। নিঃসন্দেহে হাইকোর্টের এই নির্দেশ চঞ্চল্যকর বলে দাবী করা হচ্ছ।
এবার চাকরি দেওয়া হোক, দাবি তুলছেন চাকরিপ্রার্থীরা!
ভোটের মুখে হাইকোর্টের নির্দেশ রাজ্যে সরকারের জন্য চাপের কারণ হতে চলেছে বলে বিরোধীদের বক্তব্য। ইতোমধ্যে এসএসসি নিয়োগের বহু OMR শিট কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এখনো পর্যন্ত যে ওএমআর শিটগুলি আপলোড করা হয়নি, সেগুলি দ্রুত অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে সবার সামনে উন্মুক্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশের পর ইষৎ আশার আলো দেখতে পাচ্ছেন রাজ্যের আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। এবার তাদের অবস্থার সুরাহা হোক। তেমনটাই আশা করছেন তারা। যেহেতু এত প্রার্থীর চাকরি বাতিল হয়েছে, তার ফলে বহু শূন্যপদ তৈরি হয়েছে। এবার অন্তত সেই সকল শূন্যপদে চাকরি দেওয়া হোক তাদের। জানাচ্ছেন রাজ্যের চাকরিপ্রার্থীরা।
বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।