Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: ইদানিং টেলি পর্যায় ধারাবাহিক শেষের যেমন মহড়া লেগেছে তেমনি ধারাবাহিকের প্রধান অভিনেতা অভিনেত্রীদের মুখ পরিবর্তন হয়ে যাচ্ছে নিমেষেই। সেই জায়গায় আসছেন নতুন শিল্পী। তবে প্রিয় চরিত্রের জন্য আগের শিল্পীকেই চোখের সামনে দেখতে চাইছেন দর্শক। জনপ্রিয়তার ওঠানামার কারণে হঠাৎ করে ধারাবাহিক সমাপ্ত করার ঘটনা নতুন নয়। আর এবার ধারাবাহিক শেষ নয় বরং প্রধান অভিনেত্রীকেই ধারাবাহিক থেকে বাদ দিল জি বাংলা (Zee Bangla)। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মন দিতে চাই’ (Mon Ditey Chai) থেকে বাদ গেলেন দ্বিতীয় প্রধান অভিনেত্রী শ্রীতমা মিত্র (Shritama Mitra)।

এর আগে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলি তে নায়িকা বদলের ছায়া দেখা গিয়েছে। ‘চিনি’ থেকে ‘লাভ বিয়ে আজকাল’ ধারাবাহিকে নায়িকা বদলের ঘটনা আজ নতুন নয়। তবে জি বাংলার মেগা সিরিয়ালগুলিতে চট করে নায়িকা বদলের ঘটনা এর আগে দেখা যায়নি। কিন্তু হঠাৎই উল্টে পাল্টে গেল গোটা হিসাব। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক এবার বাদ দিয়ে দিল সিরিয়ালের অন্যতম প্রধান নায়িকাকে। আর এই খবর শোনার পর থেকেই বেজায় মন খারাপ অনুরাগীদের।

জি বাংলার পর্দায় সম্প্রচারিত ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ধারাবাহিক ‘মন দিতে চাই’। রাত দশটার স্লোটে সম্প্রচারিত এই ধারাবাহিক দর্শক মনে বেশ জায়গা দখল করে। ধারাবাহিকের প্রধান চরিত্রে অরুনিমা হালদার, ঋত্বিক মুখার্জির পাশাপাশি দ্বিতীয় প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করছিলেন টেলিভিশনের পরিচিত মুখ অভিনেত্রী শ্রীতমা মিত্র। সিরিয়ালে শ্রীতমার চরিত্রটির নাম ছিল দোয়েল। ধারাবাহিকের প্রধান নায়িকা তিতিরের পাশে দোয়েল চরিত্রটি দর্শক মনে দাগ কেটেছিল। তবে ধারাবাহিক থেকে প্রিয় নায়িকার বিদায় নেওয়ার খবরে মন খারাপ তাঁর দর্শক মহলের।

আরো পড়ুন  Goyenda Ginni 2: পর্দায় ফিরছে জি বাংলার সুপারহিট ধারাবাহিক 'গোয়েন্দা গিন্নির' দ্বিতীয় সিজন! এবার মুখ খুললেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার

ধারাবাহিকের পর্বে দেখা যাচ্ছে, খল নায়িকা মালিনী চ্যাটার্জি তিতিরকে মারতে গিয়ে ভুলবশত দোয়েলকে আঘাত করেছে। আহত অবস্থায় লুটিয়ে পড়েছে দোয়েল। অন্যদিকে হোলি উৎসবের আনন্দের মাঝে নিখোঁজ দিদিকে হন্যে হয়ে খুঁজে চলেছে বোন তিতির। দোয়েলকে আঘাত করার পর তারই ফোন থেকে তিতিরকে বিভিন্ন উল্টোপাল্টা মেসেজ পাঠায় মালিনী চ্যাটার্জী। দোয়েলকে ধারাবাহিকে ‌আহত অবস্থায় দেখা যাচ্ছে। খুব সম্ভবত গল্পের প্রয়োজনে মারা যাবে চরিত্রটি। অথবা ঘটতে পারে অন্য ট্যুইস্ট-ও। তবে এখনই বলা যাচ্ছে না ঠিক কি পরিকল্পনা রয়েছে চ্যানেলের। যদিও এটুকু জানা যাচ্ছে, ধারাবাহিক আর অভিনয় করবেন না অভিনেত্রী শ্রীতমা মিত্র।

ধারাবাহিক থেকে বিদায় নেওয়ার কারণে বিশেষ মন খারাপ অভিনেত্রীরও। সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, ধারাবাহিকের নেতিবাচক চরিত্রে অভিনয় করে অন্যরকম এক অভিজ্ঞতা সঞ্চার করেছেন তিনি। দিনে ১৪ ঘণ্টা শুটিং করে চরিত্রটিকে কোলে পিঠে বড় করেছেন শ্রীতমা। প্রথম দিন থেকে তিনি দোয়েলকে চিনে তাঁকে নিজের মধ্যে আত্মস্থ করেছেন। অভিনেতা অভিনেত্রীদের কাছে তাঁদের প্রত্যেকটি চরিত্র সন্তানের মত, দোয়েল শ্রীতমার কাছে সন্তানসম।সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “কোনও ব্যক্তি বিশেষকে নয়, আমি গোটা টিমটাকেই মিস করব। আমাদের টিম নেম্বররা সকলে খুব ভালো, দেড় বছরের এই সফরটা মনে রাখার মতো জার্নি।”

বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরো পড়ুন  Aratrika Maity: "ছোটদের মতো দেখতে, অডিশন না নিয়েই বাদ দিয়ে দেয়…" অভিনেত্রী হতে চরম অপমান সহ্য করতে হয়েছে পর্দার 'রাই' আরত্রিকা মাইতিকে

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।