সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: টেলিভিশনের (Telivision) পর্দায় দুর্দান্ত অভিনয় করে দর্শকমন জয় করে নিয়েছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। ছোটবেলা থেকেই অভিনেত্রীর টান ছিল অভিনয়ের প্রতি। বর্তমানে তিনি টেলিপর্দার (Telivision) একজন সফল অভিনেত্রী। পর্দার মিতুল থেকে রাই নানান চরিত্রে নিজের দক্ষতা প্রমাণ করেছেন আরাত্রিকা (Aratrika Maity)। আর এবার ফের তিনি টেলিপর্দার (Telivision) অন্যায়ের শিকার। অভিনেত্রীর প্রতি এহেন কার্যকলাপে রীতিমতো বিরক্ত আরাত্রিকার (Aratrika Maity) ফ্যানেরা।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন ছোটবেলা থেকেই অডিশন দিতে গিয়ে নানান কটুক্তি শিকার হতে হয়েছিল তাকে। অনেক সময় এমনও হয়েছিল যে তার অডিশন না নিয়েই বাদ দিয়ে দিয়েছিল চ্যানেল কর্তৃপক্ষ। কখনো শুনতে হয়েছিল চেহারার কটুক্তি তো কখনো শুনতে হয় তাকে ছোটদের মতো দেখতে। তবে হাল না ছাড়া অভিনেত্রী আরাত্রিকা পর্দায় নিজের জাত প্রমাণ করেন একাধিক ধারাবাহিকের মাধ্যমে। ‘রাসমণি’ থেকে আজকের ‘মিঠিঝোরা’ গুরুত্বপূর্ণ চরিত্রকে হাতে গড়ে আকর্ষণীয় করে তুলেছেন আরাত্রিকা।
অভিনেত্রী বলেছিলেন, তার মায়ের স্বপ্ন ছিল যে, আরাত্রিকা একদিন অনেক বড় মাপের নায়িকা হবেন। মায়ের স্বপ্নের কান্ডারী হতে গিয়ে কখন যেন নিজেই সেই স্বপ্নের অধিকারী হয়ে ওঠেন। পর্দার রাই এখন হেসে বলেন, তারও এখন স্বপ্ন একজন দাপুটে অভিনেত্রী হয়ে ওঠার। অনেক কম বয়সেই টেলিপর্দা কাঁপিয়ে দিচ্ছেন আরাত্রিকা। তবুও তার সাথে যে অবিচার হচ্ছে, তাতেই ক্ষুব্ধ অভিনেত্রীর অনুরাগী মহল। তাঁরা বলছেন, যা হচ্ছে মোটেই ঠিক হচ্ছেনা। তবে অভিনেত্রী বিষয়টিতে আপাতত কোন মন্তব্য করতে রাজি নন। অবিচারের প্রভাব তার অভিনয় পড়বে না বলে স্পষ্ট জবাব দিয়েছেন ‘খেলনা বাড়ির’ মিতুল।
জি বাংলার ‘খেলনা বাড়ি’ ধারাবাহিক শেষ হতে না হতেই নতুন একটি প্রজেক্টে কাজ শুরু করেছেন আর আরাত্রিকা মাইতি। জি বাংলার ‘মিঠিঝোরা’ ধারাবাহিকের প্রধান চরিত্র রাইয়ের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। প্রথম থেকে সিরিয়ালের টিআরপি তেমন প্রভাব ফেলতে না পারলেও সম্প্রতি গল্পে গতি আসতে শুরু করেছিল। জি বাংলার রাত সাড়ে নটার স্লটে দেখানো হতো ‘মিঠিঝোরা’। তবে নতুন ধারাবাহিক আসতে না আসতেই পিছিয়ে যেতে হলো আরাত্রিকা অভিনীত ধারাবাহিককে।
‘অষ্টমী’ আসতে কোপ পড়েছে তিনটি ধারাবাহিক এর ওপরে। জি বাংলার পর্দা থেকে বিদায় নিয়েছে ‘মিলি’। অন্যদিকে, ‘কার কাছে কই মনের কথা’ আর ‘মিঠিঝোরা’ ধারাবাহিকের স্লট বদল হয়েছে। সাড়ে নটার বদলে রাত দশটা থেকে দেখানো হবে আরাত্রিকা মাইতির অভিনীত এই ধারাবাহিক। এর আগে কারণে অকারণে ‘খেলনা বাড়ির’ স্লট বদল করেছিল জি বাংলা কর্তৃপক্ষ। সেই ধারাবাহিকেও প্রধান চরিত্রে ছিলেন আরাত্রিকা। এবার একই কাণ্ড শুরু হলো ’মিঠিঝোরা’ ধারাবাহিকেও। বারবার ধারাবাহিকের স্লট বদল নিয়ে বেশ অসন্তুষ্ট অভিনেত্রীর অনুরাগী মহল।
যদিও ঘটনাটিতে বিরূপ প্রতিক্রিয়া দেননি নায়িকা আরাত্রিকা। অভিনেত্রী বলেন, এ বিষয়ে তার কিছুই বলার নেই। সাড়ে নটা হোক কি দশটা, স্লটবদল হলেও, সেটি তার অভিনয়ের ওপরে মোটেই কোন প্রভাব বিস্তার করবে না।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।