Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: মুখে বলা হয়তো সহজ, কিন্তু স্বপ্নের পথে হেঁটে স্বপ্ন সফল করা অতটাও সহজ নয়। অনেকেই স্বপ্ন দেখেন জীবনে প্রতিষ্ঠিত হবেন, উচ্চ পদস্থ চাকরি করবেন, প্রচুর টাকা ইনকাম করবেন। ‌কিন্তু কঠিন বাস্তবের মুখে অনেকেই নিজের জীবনের অভিমুখ বদলে নেন। আবার এদের মধ্যেই কিছু মানুষ রয়েছেন‌, যারা বাস্তবের কাঠিন্যতায় পরাজিত না হয়ে বিরুদ্ধে রুখে দাঁড়ান, আরো কঠিন পরিশ্রমের মাধ্যমে নিজের স্বপ্ন সফল করেন। তেমনি একজন কৃতি ব্যক্তি হলেন কেরল রাজ্যের মান্নারের বাসিন্দা শ্রীনাথ কে (Sreenath K)। যিনি একসময় কুলির কাজ করেও আজ একজন প্রতিষ্ঠিত আইএএস অফিসার।

শ্রীনাথ কে-এর UPSC জয়ের কাহিনী

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) পরীক্ষাটি সারা দেশের মধ্যে সবচেয়ে কঠিন এবং সারা পৃথিবীর মধ্যে অন্যতম কঠিন পরীক্ষা রূপে বিবেচিত হয়। ইউপিএসসির (UPSC) পরীক্ষায় সফল হওয়ার জন্য সারা বছর ধরে কঠিন পরিশ্রম করেন লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী। তবে তাদের মধ্যে থেকে সফল হন মাত্র কিছু জন। অর্থাৎ ভারতের কঠিনতম পরীক্ষায় জয় হাসিল করা মোটেই সহজ নয়। তবে সে জয়কে পরিশ্রমের হাত ধরে জিতে নিয়েছেন কেরলের যুবক। একহাতে পরিবার সামলে পড়াশোনায় মনোযোগ দিয়ে জিতে নেন নিজের স্বপ্ন। তিনি এমন একজন ব্যক্তি যিনি ফের একবার প্রমাণ করে দিয়েছেন, ইচ্ছে থাকলে যে কোনো কঠিন পথকে সহজ ভাবে অতিক্রম করা সম্ভব।

আরো পড়ুন  Government Job: মাধ্যমিক পাশে সরকারি চাকরি চান? দেখে নিন সেরা ৪ সরকারি চাকরির বিবরণ! আবেদন করলেই নিয়োগ

শ্রীনাথের চলার পথ মোটেই সহজ ছিল না। তবে ছোট থেকেই তিনি স্বপ্ন দেখতেন উচ্চপদস্থ পদে প্রতিষ্ঠিত হবেন। তবে তার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় আর্থিক প্রতিবন্ধকতা। শ্রীনাথের পরিবার ছোট থেকে তাকে বিলাসবহুল জীবনযাপন দিতে পারেনি। শ্রীনাথ শিখেছিল পরিশ্রমের মাধ্যমেই নিজের স্বপ্নপূরণ করতে হয়। তাই একমুহূর্ত বসে থাকেনি সে। মেধাবী ছাত্র শ্রীনাথ অনেক কম বয়সে পরিবারের জন্য অর্থ উপার্জন করতে পথে নেমেছিল। তার পারিবারিক অবস্থা ভালো ছিল না বলে শ্রীনাথ স্টেশনে কাজ শুরু করেন, যাতে তিনি অর্থ উপার্জন করে পরিবারের মুখে হাসি ফোটাতে পারেন। কেরলের এই যুবক স্টেশনে কুলির কাজ শুরু করেছিলেন। দীর্ঘদিন ধরে তিনি কুলির কাজ করেন। তবে কাজ করতে করতে নিজের স্বপ্নকে ভুলে যাননি তিনি। মনে মনে ঠিক করেছিলেন ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেবেন দিনের শেষে অথবা অবসরকালীন সময়। পরিবারের অবস্থা ভালো ছিল না বলে কোচিং নিয়ে পড়াশোনা করতে পারেননি। স্টেশনের ফ্রি ওয়াইফাইতে চুল তো নিত্যদিনের পড়াশোনা। ইন্টারনেটের মাধ্যমে নিজের ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন।

শ্রীনাথের জীবনের উত্তরণ

সারাদিন কুলির কাজ করতেন, আর অবসর পেলে স্টেশনের ফ্রি ওয়াইফাইতে অনলাইনে ভিডিও ও অডিও শুনে পরীক্ষা সম্বন্ধীয় তথ্যগুলি নোট করে নিতেন। কানে হেডফোন দিয়ে মনোযোগ সহকারে পড়াশোনা করতেন শ্রীনাথ। আশপাশের লোকজন ভিড়, ব্যস্ততা কোনটাই তাকে লক্ষ্য থেকে নড়াতে পারেনি। কুলির কাজের পাশাপাশি প্রতিদিনের পরিশ্রম এই সম্বল করে কেরলের পাবলিক সার্ভিস কমিশন-এর পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হন। তবে এখানেই থামতে রাজি ছিলেন না শ্রীনাথ। আরো বড় লক্ষ্যজয়ের উদ্দেশ্যে ইউপিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

আরো পড়ুন  WB Recruitment 2024: শুধুমাত্র মাধ্যমিক পাশে রাজ্য সরকারি চাকরি! প্রতিমাসে বেতন ৯ হাজার টাকা, শুরু হল আবেদন গ্রহণ

তবে ইউপিএসসি শ্রীনাথের পরীক্ষা নিতে ছাড়েনি। প্রথম তিনবার অকৃতকার্য হন তিনি। কিন্তু হাল না ছেড়ে দাঁতে দাঁত চিপে লড়ে গিয়েছেন তিনি। শেষে চতুর্থ বারের চেষ্টায় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় জয়ী হন শ্রীনাথ। ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চপদস্থ অফিসার পদে নিযুক্ত হন তিনি।

বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।