সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: গ্রীষ্মকাল আসতে না আসতেই চড়া বিদ্যুতের বিল (Electricity Bill) দেখে চোখ কপালে উঠছে সবার। অতিরিক্ত বিদ্যুতের বিল (Electricity Bill) দিতে গিয়ে মাসের শেষে কার্যত পকেট ফাঁকা হওয়ার দশা। অনেকেই ভাবছেন শুধুমাত্র এসি (AC), ফ্রিজ (Fridge) কুলার (Cooler) চালাচ্ছেন বলেই বিদ্যুতের বিল (Electricity Bill) বেশি আসছে। কিন্তু শুধুমাত্র এই একটা কারণ দায়ী নয়। আপনি এমন কিছু ভুল করছেন, যা আপনার ইলেক্ট্রিসিটি বিল (Electricity Bill) বাড়িয়ে দিচ্ছে। সেই সকল ভুল শুধরে নিলেই আর কোন চিন্তা নেই। আমরা আজকে প্রতিবেদনে আলোচনা করব, ঠিক কোন পাঁচটি ভুল শুধরে নিলে মাসে মাসে বিদ্যুতের বিল (Electricity Bill) তরতরিয়ে কমবে। টপ সিক্রেট মেনে চলুন আপনিও।
মার্চের শেষ থেকেই চোখ রাঙাচ্ছে রোদ্দুর। পরিবেশে অত্যাধিক গরম পড়ছে বলেই এসি, ফ্রিজ, কুলারের মতো অ্যাপ্লাইন্সের ওপর নির্ভরশীলতা বাড়ছে। আগে ঘরে ঘরে এসি থাকা অবাক কান্ড ছিল। এখন গরম সহ্য করতে না পেরে সবাই কিনে নিচ্ছেন এসি মেশিন। কৃত্রিমভাবে ঘর ঠান্ডা করতে এয়ারকন্ডিশনারের এর উপর অগাধ ভরসা সবার। কিন্তু এই অ্যাপ্লায়েন্সের ব্যবহার যত বাড়ছে মাসের শেষে বিদ্যুতের বিলও যথেষ্ট বেশি আসছে। যা কালঘাম ছোটাচ্ছে মধ্যবিত্তের। তবে আপনিও কিছু ট্রিকস ব্যবহার করে গরমে বিদ্যুতের বিল কম আনতে পারেন। চিন্তা নেই, পাঁচটি সিক্রেট টিপস মানলেই মাসে মাসে আর ইলেকট্রিসিটি বিলের জন্য চিন্তায় পড়তে হবে না। কোন কোন টিপস মানবেন? চলুন এক নজরে জেনে নিন। (Five Useful Tips To Reduce Electricity Bill 2024)
গরমকালে বিদ্যুতের বিল কমানোর সেরা পাঁচটি টিপস! ( Five Useful Tips To Reduce Electricity Bill 2024)
১) অকারণে আলো পাখা চালাবেন না
বছরের প্রায় প্রত্যেকটি ঋতুতেই দেখা যায় ঘরে মানুষ না থাকা সত্ত্বেও পাখা চলছে। দিনের বেলায় আলো জ্বলছে। এই অভ্যাসগুলি ত্যাগ করতে হবে। কোন প্রয়োজন ছাড়া পাখা বা আলো চালাবেন না। ঘরে কেউ না থাকলে পাখার সুইচ বন্ধ করে দিন। দিনের বেলা আলো জ্বালানোর দরকার নেই। এই দুই বিষয় সতর্ক হতে হবে আপনাকেও।
২) এসি চালান ২৪-২৬ ডিগ্রিতে
গ্রীষ্মে ঘর ঠান্ডা করতে এসি চালানো অপরিহার্য হয়ে পড়ে। আপনার বাড়িতেও যদি এসি ব্যবহার বাড়ে, আর আপনি যদি চান বিদ্যুতের কম বিল, তাহলে এসি (AC) চালানোর ক্ষেত্রে একটি নিয়ম অবশ্যই আপনাকে মানতে হবে। ভাবছেন কি করবেন? একটু বুদ্ধি করে এসি চালালেই কম আসবে বিল। ঘরে এসি চালান ২৪ থেকে ২৬ ডিগ্রিতে। যাতে সময় সময় এটি বন্ধ হয়ে যায়। ঘরে শীতলতা বজায় থাকে।
৩) টিভির সুইচ বন্ধ করুন
অনেক সময় দেখা যায়, আমরা টিভি চালিয়ে রিমোট থেকে বন্ধ করলেও মেইন সুইচ থেকে বন্ধ করি না। এটাই কিন্তু অলক্ষে আপনার বিদ্যুতের বিল বাড়িয়ে দিচ্ছে। টিভি বন্ধ করলে একেবারে মেন সুইচ থেকে বন্ধ করুন। টিভিকে কখনোই স্ট্যান্ডবাইতে রাখবেন না। এতে বিদ্যুতের খরচ বেশি হয়, আপনার বিদ্যুতের বিল বেড়ে যাবে।
৪) ফাইভ স্টার রেটিং যুক্ত অ্যাপ্লায়েন্স
যখন কোন অ্যাপ্লায়েন্স কিনবেন চেষ্টা করুন ফাইভ স্টার রেটিং যুক্ত অ্যাপ্লায়েন্স কেনার। কারণ এই ফাইভ স্টার রেটিং যুক্ত অ্যাপ্লায়েন্স অনেক বেশি বিদ্যুতের সাশ্রয় করে। এগুলি ব্যবহার করে আপনি বিদ্যুতের বিল প্রায় ৪০ শতাংশ কমাতে পারেন। ফাইভ স্টার রেটিং এর এসে কিনলে বিদ্যুতের বিল কমে প্রায় ৩০ শতাংশ।
৫) ফোনের চার্জার রিমুভ করুন
অনেক সময় দেখা যায় আমাদের ফোন চার্জ দেওয়া হয়ে গেছে, অথচ প্ল্যাগ পয়েন্ট থেকে রিমুভ হয়নি চার্জার। এরকম হলে কিন্তু অপ্রয়োজনীয় বিদ্যুতের খরচ হয়। চেষ্টা করুন এসব বিষয়ে সতর্ক থাকার। এই ধরনের ভুল এড়িয়ে চলার। আপনার বিদ্যুতের সাশ্রয় হবে। ইলেকট্রিসিটি বিল কম আসবে।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।