Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: ফেসবুক (Facebook) এবং হোয়াটসঅ্যাপ (WhatsApp)এই দুই সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যম আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমাতে যাওয়া, হাতে স্মার্টফোন (Smart Phone) এলেই টুকটাক স্ক্রলিং চলেই। যে সোশ্যাল মিডিয়া (Social Media) মাধ্যম আপনার দৈনন্দিন জীবনের সঙ্গী, এবার যদি সেখান থেকেই রোজগার করা যায় হাজার হাজার টাকা? (Online Income by using WhatsApp) ভাবতে অবাক লাগলেও বিষয়টা সত্যি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস (WhatsApp Status Income) থেকে বাড়ি বসে রোজগার করা যায় মোটা অংকের টাকা। ভাবছেন কিভাবে?আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত। (Online Income by using WhatsApp)

ফোনে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দৈনন্দিন জীবনের খুঁটিনাটি তথ্য তুলে ধরে। আমরা সবাই রোজকার ভালো -মন্দ ঘটনা তুলে ধরি, বন্ধু মহলে ভাগ করে নিই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মাধ্যমে। শুধুমাত্র বিনোদন নয়, Whatsapp স্ট্যাটাস আমাদের ‌হাতে তুলে দিতে পারে মোট অংকের টাকা। যেটা আমরা রোজগার করে নিতে পারি Whatsapp স্ট্যাটাস থেকেই। জনপ্রিয় এই সমাজ মাধ্যম আমাদের সামনে তেমনি কিছু সুযোগ তুলে ধরে। কিভাবে Whatsapp থেকে টাকা রোজগার করা যায় তার সহজ কিছু পদ্ধতি আলোচনা করব আজকে।

১) PPD Network (পিপিডি নেটওয়ার্ক)

প্রথমে আমরা আলোচনা করব পিপিডি নেটওয়ার্ক অথবা পে পার ডাউনলোড এই পদ্ধতিটির বিষয়। পদ্ধতিটি কাজ করে এভাবে যে, আপনার শেয়ার করা ফাইল বা আপনার আপলোড করা ফাইল যদি কেউ ডাউনলোড করে সেখান থেকে আপনি পেয়ে যাবেন একটা অর্থমূল্য। অর্থাৎ আপনি কমিশন পাবেন। এই ধরনের কাজ করার ক্ষেত্রে আপনাকে ফলো করতে হবে বেশ কিছু পিপিডি ওয়েবসাইট। এই‌ সব ওয়েবসাইট থেকে আপনারা ফাইল নিতে পারেন। তারপর সেটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে রোজগার করতে পারেন। ‌উদাহরণ স্বরূপ বলা যায় ‘Openload’ ওয়েবসাইটের কথা। ওয়েবসাইটটিতে সাইন আপ প্রক্রিয়া যথেষ্ট সহজ। ওয়েবসাইটটি যথেষ্ট বেশি অর্থমূল্য প্রদান করে।

আরো পড়ুন  Bank Notice: এক মাসের মধ্যে বন্ধ হবে লক্ষ লক্ষ ব্যাংক অ্যাকাউন্ট! জানিয়ে দিল ব্যাংক! অ্যাকাউন্ট বন্ধ হওয়া থেকে বাঁচাবেন কিভাবে?

২) URL Shortener

বর্তমানে ইন্টারনেটে বিভিন্ন ধরনের লিংক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেমন আর্টিকেল, কনটেন্ট, অ্যাড ইত্যাদি। আপনি সেই দরকারি কনটেন্টগুলিকে তুলনায় ছোট করে সেই পরিষেবা ব্যবহার করে টাকা রোজগার করতে পারেন। এই পদ্ধতিটি ‘URL Shortener’ নামে পরিচিত। আপনি যখনই কোন আকর্ষণীয় লিংক পাবেন সেটি নিজের whatsapp স্ট্যাটাসে শেয়ার করুন। যত মানুষ আপনার এই লিংকে ক্লিক করবে তত আপনার আয় হবে। এই কাজ করার জন্য একটি উল্লেখযোগ্য ওয়েবসাইট হলো (Short.st)। এখানে বিভিন্ন ইউআরএল লিংক সংক্ষিপ্ত করা যায়।

৩) Promoting Apps (প্রোমোটিং অ্যাপস)

যেকোনো কিছুর প্রমোশনের জন্য সোশ্যাল মিডিয়া সবচেয়ে ভরসাযোগ্য মাধ্যম। এর মাধ্যমে দ্রুত বহু মানুষের কাজ অবধি পৌঁছে যাওয়া যায়। পদ্ধতিটি অনুসরণ করে আপনি বাড়ি বসে টাকা রোজগার করতে পারেন। বর্তমানে বিভিন্ন অ্যাপ রয়েছে সেই সকল অ্যাপ নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে তাদের প্রোমোট করে সেখান থেকে কমিশন পেতে পারেন। আপনি যত বেশি কার্যকরী এবং বিশ্বাসযোগ্য অ্যাপ্লিকেশনের লিঙ্ক শেয়ার করবেন, তত বেশি আপনার আয়ের পরিমাণ বাড়বে। বলাই বাহুল্য, উপরোক্ত তিনটি পদ্ধতি মেনে কাজ করলে ‍ আপনারও রোজগারের রাস্তা খুলে যাবে।

বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।

আরো পড়ুন  PNB New Rule: আর হাতে মাত্র একদিন! পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট থাকলে সেরে ফেলুন এই কাজ, নয়তো বন্ধ হবে অ্যাকাউন্ট