Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষা হিসেবে বিবেচিত উচ্চ মাধ্যমিক (WB Higher Secondary Exam)। প্রত্যেক বছর এই পরীক্ষায় অংশগ্রহণ করেন লাখ লাখ পরীক্ষার্থী। মাধ্যমিক (Madhyamik Exam) পাসের পর উচ্চমাধ্যমিকের (WB Higher Secondary Exam 2024) ভালো রেজাল্ট টার্গেট থাকে সবার। অতএব পরীক্ষার ভালো দেওয়া সবার জন্যই গুরুত্বপূর্ণ। চলতি বছরের উচ্চ মাধ্যমিক (Higher Secondary Exam 2024) শেষ হয়েছে ২৯ শে ফেব্রুয়ারি। তারপর থেকে এখনো পর্যন্ত রেজাল্টের (Higher Secondary Exam Result 2024) অপেক্ষায় দিন গুনছেন পরীক্ষার্থীরা। সংসদে তরফে আভাস, এপ্রিল থেকে মে মাসের মধ্যে পরীক্ষার রেজাল্ট (Higher Secondary Examination 2024) ঘোষণা হবে। কিন্তু কবে? কিভাবে চেক করবেন পরীক্ষার ফলাফল? আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৪ (HS Examination 2024)

পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা চলতি বছরের গোড়া থেকেই বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছিলেন। কারণ, লোকসভা ভোটের কারণে এই বছর এগিয়ে এসেছিল পরীক্ষা। প্রত্যেক বছর মাধ্যমিক শেষ হওয়ার দিন কয়েকের মধ্যেই শুরু হয়ে যায় উচ্চমাধ্যমিক। স্কুল পড়ুয়াদের জন্য এই পরীক্ষা দ্বিতীয় বড় পরীক্ষা হিসেবে চিহ্নিত। ফলে প্রথম থেকেই পরীক্ষার রেজাল্ট নিয়ে একটু চিন্তিত পরীক্ষার্থী এবং অভিভাবকেরা।

মাধ্যমিকের মত উচ্চ মাধ্যমিকের ফলাফল ও ঘোষণা করা হয় তিন মাসের মধ্যে। যদিও শিক্ষামন্ত্রী জানান, আরো দ্রুত ফল প্রকাশের জন্য প্রচেষ্টা করা হচ্ছে। কিন্তু কবে ঘোষণা হবে দিনক্ষণ? আপাতত আভাস দিচ্ছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

আরো পড়ুন  H.S Semester System: উচ্চমাধ্যমিকের প্রত্যেক সেমিস্টারে থাকছে পাশ, ফেল! সিদ্ধান্ত বদল করল সংসদ, কত নম্বর পেলে পাশ হবেন H.S?

গত বছর পরীক্ষা কিছুটা দেরিতে শুরু হলেও ঠিক তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়েছিল। এই বছর পরীক্ষা শেষ হয়েছে মাসখানেক পেরিয়ে গেছে। সূত্রের খবর, সংসদের দপ্তরে জোরদার প্রস্তুতি চলছে উচ্চ মাধ্যমিকের খাতা দেখার। আগের বছরের মতো এ বছরেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা নেহাত কম ছিল না। রাজ্য জুড়ে অসংখ্য পরীক্ষা কেন্দ্রে আয়োজিত হয় পরীক্ষাটি। এ বছর উচ্চমাধ্যমিকে যথেষ্ট কড়াকড়ি করেছিল সংসদ। পরীক্ষার সময় যাতে কোন বিশৃঙ্খলা না সৃষ্টি হয়, তার জন্য নেওয়া হয়েছিল একাধিক পদক্ষেপ।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা কবে? (HS Examination Result Date 2024)

মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতে পারে মে মাসের মাঝামাঝি সময় নাগাদ। মাধ্যমিকের ফল ঘোষণার দিনক্ষণ প্রকাশ হলেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ঘোষণার সময়সীমা জানানো হবে। যেহেতু মাধ্যমিক শেষ হওয়ার কিছুদিনের মাথায় উচ্চ মাধ্যমিক শেষ হয়েছে, অতএব ফল ঘোষণা মে মাস নাগাদ হওয়ার সম্ভাবনা তীব্র হচ্ছে।

সূত্রের খবর, রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হতে পারে চলতি বছরের মে মাসের শেষ সপ্তাহ নাগাদ। আর যদি মে মাসের লাস্ট উইকে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা না হয়, তাহলে জুন মাসের প্রথম সপ্তাহে পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাবে বলে খবর পাওয়া যাচ্ছে। যদিও এখনও অফিসিয়াল ভাবে কোন দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তবে এটুকু খবর পাওয়া যাচ্ছে, মে-এর লাস্ট উইক থেকে জুনের ফাস্ট উইকের মধ্যে ফল ঘোষণা হবে। তবে যদি দিনক্ষণ কিছু পরিবর্তন হয়, তাহলে অফিশিয়াল নোটিফিকেশনে তার যথাযথ উল্লেখ থাকবে। সেক্ষেত্রে পরীক্ষার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করুন।

আরো পড়ুন  Purulia: পশ্চিমবঙ্গে মিলল বিস্ময় ফুলের হদিশ! বিরল গাছ সংরক্ষণে পদক্ষেপ গ্রহণ বনদপ্তরের

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট চেক করবেন কিভাবে? (H.S Examination Result Check 2024)

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখার জন্য বাড়ি বসে কয়েকটি ওয়েবসাইটে সার্চ করলেই ফলাফল দেখতে পাবেন। এছাড়া মেসেজের মাধ্যমেও রেজাল্ট চেক করা যায়। কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট চেক করতে পারবেন? ওয়েবসাইটগুলির নাম নিম্নে বলা হল।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখার জন্য বাড়ি বসে কয়েকটি ওয়েবসাইটে সার্চ করলেই ফলাফল দেখতে পাবেন। এছাড়া মেসেজের মাধ্যমেও রেজাল্ট চেক করা যায়। কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট চেক করতে পারবেন? ওয়েবসাইটগুলির নাম নিম্নে বলা হল।

i) www.wbresults.nic.in ii) www.exametc.com iii) www.indiaresults.com পরীক্ষার্থীরা ঘরে বসে এই ওয়েবসাইট এ লগ ইন করে নিজেদের রেজাল্ট চেক করতে পারবেন এবং ফলাফল ডাউনলোড করে নিতে পারবেন।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।