সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের (West Bengal) ছাত্র-ছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষা মাধ্যমিক (Madhyamik Examination 2024)। বছরের শুরু থেকেই এই পরীক্ষার প্রস্তুতি থাকে তুঙ্গে। ছাত্র-ছাত্রী থেকে অভিভাবক, স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সকলের মধ্যেই মাধ্যমিক নিয়ে একটা তৎপরতা কাজ করে। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট (Madhyamik Result 2024) একজন পরীক্ষার্থীর কাছে তাঁর ভবিষ্যৎ গঠনের দিশারী। ফলে মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik Result 2024) ভালো করা একান্ত প্রয়োজনীয়। চলতি বছরের মাধ্যমিক (Madhyamik Examination 2024) শেষ হয়েছে অনেকদিন হল। পরীক্ষার্থীদের মধ্যে চাপা টেনশন কাজ করছে কবে রেজাল্ট হাতে আসবে। মাধ্যমিক ফলপ্রকাশের দিনক্ষণ (Madhyamik Result Date 2024) জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁরা। এর মধ্যে জানা যাচ্ছে নতুন খবর, খুব সম্ভবত মে মাসের এই তারিখ মাধ্যমিকের ফলপ্রকাশ (Madhyamik Result Date 2024) হতে পারে।
চলতি বছর লোকসভা ভোটের কারণে সারা দেশে তুমুল ব্যস্ততা। গণতন্ত্রের উৎসব আসার কারণে এগিয়ে এসেছিল চলতি বছরের মাধ্যমিক। পরীক্ষা শুরু হয়েছিল ফেব্রুয়ারির প্রারম্ভে। ১২ ফেব্রুয়ারি শেষ হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। তার পর থেকে এখনো পর্যন্ত মাধ্যমিকের ফলপ্রকাশ নিয়ে সরাসরি বার্তা আসেনি। মধ্যশিক্ষা পর্ষদের ইতিহাস বলছে, মাধ্যমিক শেষ হওয়ার ৯০ দিনের মাথায় রেজাল্ট ঘোষণা করে পর্ষদ। তবে বিগত বছর থেকে মাধ্যমিক নিয়ে আরও বেশি সতর্ক হয়েছে পর্ষদ অধিকর্তারা। শিক্ষামন্ত্রীর নির্দেশ মেনে দ্রুত ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণার পথে পর্ষদ। তিন মাসের আগেই যাতে মাধ্যমিকের ফল প্রকাশ করা যায় সেই টার্গেট নিয়ে ছুটছে মধ্যশিক্ষা পর্ষদ।
চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বেশ সতর্ক ছিল মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার পর যাতে খাতা দেখা দ্রুত করা যায় তার জন্য প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে ইদানিং। পর্ষদের তরফে খবর খুব সম্ভবত ৯০ দিনের আগেই মাধ্যমিকের ফল প্রকাশ করা সম্ভব হবে। আবার অন্য একটি ভাবনা মাথাচাড়া দিয়ে উঠছে। জানা যাচ্ছে, আগের বছরের তারিখেই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ হতে পারে। গত বছরের মাধ্যমিক শেষ হয়েছিল খানিকটা দেরিতেই। তুলনায় এই বছর আগে শেষ হয়েছে। পরীক্ষা শেষ হতে পর্ষদের তরফে শোনা যাচ্ছিল, মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আগামী মে মাসের মধ্যে। তবে স্পষ্ট করে দিনক্ষণ জানানো হয়নি।
এদিকে লোকসভা ভোটের নির্ঘন্ট প্রকাশ পাওয়ার পর পরীক্ষার্থীদের মধ্যে টেনশন কাজ করছে যে ভোটের আগে নাকি ভোটের পরে মাধ্যমিকের রেজাল্ট হাতে পাবেন তাঁরা? অনেক পরীক্ষার্থী এখনই একাদশ শ্রেণির পাঠ শুরু করে দিয়েছেন। উচ্চমাধ্যমিকের নতুন পাঠ্যক্রম আসার সিদ্ধান্তে প্রস্তুতি নিয়ে তোড়জোর শুরু হয় ছাত্র-ছাত্রীদের মধ্যে। তবে পর্ষদের সিদ্ধান্ত মত, যদি আগের বছরের সময় মত মাধ্যমিকের ফল প্রকাশ হয়, তবে মে মাসে দ্বিতীয় সপ্তাহ নাগাদ পরীক্ষার্থীরা হাতে রেজাল্ট পাবেন। যেহেতু গত বছর ১৯ মে মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছিল, চলতি বছর একই দিনে যদি রেজাল্ট ঘোষণা হয় তবে কিন্তু লোকসভা ভোটের মাঝে এবং ভোটের রেজাল্ট বেরোনোর আগেই নিজেদের ফল জেনে যাবেন মাধ্যমিক পরীক্ষার্থীরা।
যেহেতু অফিসিয়াল ভাবে এখনো দিনক্ষণ ঘোষণা করা হয়নি, তাই মে মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহ টার্গেট ধরা হচ্ছে। নিশ্চিতভাবে এটুকু বলা যাচ্ছে যে, মে মাসের মধ্যেই নিজেদের রেজাল্ট হাতে পেয়ে যাবেন মাধ্যমিক পরীক্ষার্থীরা। তবে আর কিছুদিন অপেক্ষা করতে হবে। অতি শীঘ্রই অফিসিয়াল ভাবে বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।