Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: বাঙালির বসন্ত মানেই হয় পলাশের বনে উঁকিঝুঁকি, না হয় লাল আবিরের ছন্দে শান্তিনিকেতনে (Shantiniketan) দিনযাপন। প্রতিবছর বসন্তেই শান্তিনিকেতন (Shantiniketan Basanta Utsav) পাড়ি জমান বঙ্গবাসী। সেখানে রঙে রঙে কাটিয়ে আসেন বসন্ত উৎসব (Basanta Utsav 2024)। কলকাতা থেকে কয়েক কিলোমিটার পাড়ি জমালেই বাঙালির প্রিয় স্থান শান্তিনিকেতন (Shantiniketan Tourism)। শুধু যে বসন্ত তা নয় সারা বছরই এই অঞ্চলে ভিড় জমে বাঙালির।

সারা ভারতবর্ষ থেকেই শান্তিনিকেতনে পড়তে আসেন অনেকে। ‌ বিখ্যাত বিশ্বভারতীতে পঠন-পাঠনে মন দেন তাঁরা। এছাড়া শান্তিনিকেতনের বিখ্যাত পৌষ পার্বণ। পৌষের শীতলতার ছুঁয়ে শান্তিনিকেতনের লাল মাটিতে পা রাখেন হাজার হাজার ভ্রমণার্থী। হোটেল রেস্টুরেন্টগুলিতে তার যত উপচে পড়ে ভিড়। পৌষ পার্বণ, পৌষ মেলার আমেজে উৎসব মুখর হয়ে ওঠে বোলপুর ও শান্তি নিকেতন। পৌষপার্বণ শেষ হতেই বাঙালির অপেক্ষা শুরু হয় রঙের উৎসব নিয়ে। বসন্ত উৎসব শান্তিনিকেতনের যথেষ্ট জাঁকজমক ও রঙিন।

যদিও এখন শান্তিনিকেতনের বসন্ত উৎসবে নানান নিয়ম চালু হয়েছে। ‌তবু এই উৎসবের মাধুর্য্য এবং ঐতিহ্য বাঙালির মনেপ্রাণে চিরস্থায়ী। দোল, হোলি উৎসব উপলক্ষ্যে উৎসবে মেতে ওঠে বাঙালিরা। এই সময় মোটেও ইচ্ছে করে না ঘরে বসে থাকতে। হাতে থাকে দু-একদিনের ছুটি, আর সেই ছুটিকে সঙ্গে নিয়েই পাড়ি জমান লাল মাটির আনকোরা পথে। তবে শান্তিনিকেতন যাওয়ার আগে কিছু বিষয় জেনে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বছর দোল উৎসবে যারা চাইছেন শান্তিনিকেতন যাবেন বলে, তাঁরা কিছু বিষয় আগে থেকে জেনে নিন।

আরো পড়ুন  Travel Destination: দিপুদা নয়! বাঙালিরা কোথায় ঘুরতে যেতে সব থেকে পছন্দ করেন জানেন? এই তথ্য জানেন না ৯০% মানুষ

এ বছর শান্তিনিকেতনের বসন্ত উৎসব আয়োজিত হবে আগামী ২৫ শে মার্চ সোনাঝুরিতে। সারা রাজ্য দেশ এমনকি বিদেশ থেকেও পর্যটকেরা আসবেন এই রঙিন উৎসবের সাক্ষী হতে।‌ তবে আসার আগে পথের নিয়মগুলি না জানলেই নয়। বিশেষ করে যারা সড়ক পথে আসবেন তাঁদের এই নিয়ম মেনেই আসতে হবে।

২০২৪ বসন্ত উৎসবে শান্তিনিকেতনের ট্রাফিক নিয়ম

১) কলকাতা থেকে ইসলামবাজার হয়ে যারা সড়কপথে গাড়িতেই বা বাসে শান্তিনিকেতন আসবেন বলে ঠিক করেছেন, তাঁরা সুরুল মোড় হয়ে কালিসায়র মোড় থেকে বাঁদিকে ঢুকে বিশ্ব ভারতীর বিনয় ভবন মাঠে বাসপার্কিং করবেন। আর যদি ব্যক্তিগত গাড়িতে শান্তিনিকেতন আসেন তাহলে শিক্ষাভবন মোড়ের দিকে এবং বাঁ দিকের রাস্তা ধরে লালবাঁধ পার্কিং গাড়ি রেখে সোনাঝুরির দিকে এগিয়ে যেতে পারেন।

২) যারা ট্রেনে আসছেন তারা বোলপুর স্টেশনে নেমে টোটো ধরে লজ মোড় পেরিয়ে শ্যামবাটি হয়ে, গোয়ালপাড়ার রাস্তা ধরে নির্দিষ্ট জায়গায় টোটো পার্কিংয়ের পর হাঁটা পথে বসন্ত উৎসবের প্রাঙ্গণে চলে আসবেন। লাভপুর অথবা আহমেদপুরের দিক থেকে চার চাকার গাড়িতে আসলে প্রান্তিক হয়ে গোয়ালপাড়ার রাস্তা ধরে বসন্ত উৎসব প্রাঙ্গণের দিকে আসতে হবে।

৩) নিয়মে বলা হয়েছে, শান্তিনিকেতনের বসন্ত উৎসবে বিনয় ভবন পার্কিং-এর পর কোনও বাস আর সামনের দিকে যাবে না, লালবাঁধ পার্কিং-এর পর কোনও ছোট গাড়িকে সামনের‌ দিকে এগোতে দেওয়া হবে না।

৪) এছাড়া বোলপুর ও শান্তিনিকেতনের বিভিন্ন রুটের ট্রাফিক নিয়মে কড়াকড়ি করা হচ্ছে। আসার আগে সমস্ত নিয়ম জেনে বুঝে তবেই আসবেন।‌

আরো পড়ুন  Digha: বর্ষায় দিঘা যাবেন? আপনার জন্য অপেক্ষায় আছে বিরাট চমক! জানেন কি?

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।