সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: জনপ্রিয়তা বাড়াতে মাস্টার্স স্টোক স্টার জলসার (Star Jalsha)। টিআরপি চড়াতে রাতারাতি বদলে গেল নায়িকা। স্টার জলসার (Star Jalsha ) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘তুমি আশে পাশে থাকলে’ (Tumi Asepase Thakle)। দেব ও পারোর প্রেমের গল্প নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক (Serial)। তবে সময় এগোতে ধারাবাহিকের গল্পে বিস্তর পার্থক্য এসেছে। তবে হাজার চেষ্টা করেও এই ধারাবাহিককে টিআরপি (TRP) বাড়াতে পারেনি স্টার জলসা (Star Jalsha)। এদিকে জনপ্রিয়তা কম থাকার দরুণ ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার গুঞ্জন শুরু হয়েছিল। এরই মধ্যে সবাইকে চমকে দিল জলসা কর্তৃপক্ষ (Star Jalsha)। ধারাবাহিকের লিড চরিত্র বদল হচ্ছে। ধারাবাহিক এ আসছেন জনপ্রিয় টলি অভিনেত্রী (Tollywood Actress) নবনীতা দাস (Nabanita Das)। নায়িকার চরিত্র থেকে সরে যাচ্ছেন অঙ্গনা রায় (Angana Roy)?
স্টার জলসার এই ধারাবাহিকের কেন্দ্রীয় জুটিটি প্রথম থেকেই দর্শক মনে স্থান করে নিয়েছিল। এই ধারাবাহিকে রোহন ভট্টাচার্য এবং অঙ্গনা রায় প্রথম একসঙ্গে জুটি বাঁধেন। ধারাবাহিকের রোহন অঙ্গনার রসায়ন বেশ মনে ধরেছিল দর্শকদের। অঙ্গনা প্রথমে ছিলেন দেবের প্রেমিকা পারো। তবে গল্পের প্রয়োজনে মারা যান পারো। তবে মারা যাওয়ার পরেও দেবের আশেপাশেই ছিল তার প্রেমিকা। এক মুহূর্তের জন্য দেবকে কাছ ছাড়া করেনি সে। পারো মারা যাওয়ার পর থেকেই ধারাবাহিকের টিআরপি অনেকটা কমে যায়। ভূত পারো কে দেখতে মোটেই ভালো লাগতো না দর্শকদের।
তাই দ্বিতীয় বারের জন্য ফের সিদ্ধান্ত বদল করে চ্যানেল কর্তৃপক্ষ। অঙ্গনা কে ফিরিয়ে আনা হয় জীবিত ভাবে। পারোর যমজ বোন পার্বতী হয়ে ধারাবাহিকে ফিরেন অঙ্গনা রায়। দেবের সঙ্গে পরিস্থিতিতে বিয়েও হয় তার। ধীরে ধীরে সংসারে মানানসই হয়ে উঠেছিলেন পারোর যমজ বোন পার্বতী। এমনকি এও দেখানো হয়, দিদির সংসার সাজাতে ধারাবাহিক থেকে বিদায় নেয় পারো। এরপর পার্বতী এবং দেবের জুটিটি প্রধান হয়ে ওঠে। দেবের মনেও ধীরে ধীরে জায়গা করে নেয় পার্বতী। নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে এগোতে থাকে ধারাবাহিকের গল্প।
তবে হঠাৎ করেই সিদ্ধান্ত বদল স্টার জলসার। নতুন সিদ্ধান্ত অনুসারে আবার ফিরিয়ে আনা হবে পারো কে। বলাই বাহুল্য ধারাবাহিক টিআরপি বাড়াতে এই চমক আনতে চলেছে স্টার জলসা। আর পারোর ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় নায়িকা নবনীতা দাস কে। নবনীতা এর আগে সান বাংলার বিয়ের ফুল ধারাবাহিক অভিনয় করেছেন। কিছুদিন আগেই এই ধারাবাহিকটি শেষ হয়েছিল। ফের নতুন করে স্টার জলসার নায়িকা হয়ে ফিরছেন নবনীতা। নতুন চরিত্রটি যথেষ্ট চ্যালেঞ্জিং। পর্দায় চরিত্রটিকে ফুটিয়ে তুলতে বদ্ধপরিকর অভিনেত্রী।
জানা যাচ্ছে গল্পের ট্র্যাকে দেখা যাবে, অ্যাক্সিডেন্টের পর প্লাস্টিক সার্জারি করে মুখ বদলে গিয়েছে পারোর। তাই অঙ্গনার পরিবর্তে সেখানে নবনীতা কে আনা হচ্ছে।অন্যদিকে ধারাবাহিকে পার্বতীর চরিত্রে অভিনয় করবেন অঙ্গনা। এখন কথা হচ্ছে, নিজের প্রেমিকাকে ফিরতে দেখে কি আমূল বদলে যাবে দেব? পার্বতীকে ভুলে সে কি আবার ফিরে যাবে পারোর কাছে? নাকি এখানেও আছে অন্য কোন ট্যুইস্ট? জানতে হলে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।