সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: টলিউডের (Tollywood) গ্ল্যামার ডিভা অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। সবার কাছে তিনি ‘রানী রাসমণি’ (Rani Rashmoni) নামেই খ্যাত। পর্দার রাসমণি এখন টলিপাড়ার (Tollywood) মধ্যমণি। পড়াশোনার পাশাপাশি তিনি ব্যস্তও সিনে জগত নিয়ে। পর্দায় অনবদ্য অভিনয় করে আগেই মন জয় করে নিয়েছিলেন দর্শকদের। ছোটপর্দার গন্ডি টপকে বড়পর্দাতেও নানান চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। ব্যক্তিগত জীবন নিয়েও ভারী ব্যস্ত দিতিপ্রিয়া (Ditipriya Roy)। কারণ তার জীবনে এসেছে নতুন মানুষ। প্রেমে পড়েছেন অভিনেত্রী। তবে, এখনই ‘মিস্ট্রিম্যানের’ নাম সামনে আনতে নারাজ তিনি। যদিও এদিন সংবাদমাধ্যমের কাছে স্বীকার করে নিয়েছেন, প্রেম করছেন রানী রাসমণি।
অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা চলতেই থাকে। কে, কার সঙ্গে সম্পর্ক বেঁধেছে তা নিয়ে বিস্তর জলঘোলা চলে। নানান মানুষের নাম উঠে এলেও সত্যিই যে কার সঙ্গে প্রেম চলছে সে বিষয়ে কিন্তু টিকিটি জানা যায় না।ডুবে ডুবে জল খেলেও সাধ্য নেই খোঁজ মেলার। ছোটবেলা থেকেই অভিনয় করছেন দিতিপ্রিয়া। অনেক ছোট বয়সেই তাকে দেখা গিয়েছে টিভি পর্দায়। অভিনয় জগতের অনেকগুলি বসন্ত পেরিয়ে এসেছেন রানী রাসমণি। টেলিভিশনের রানী রাসমণি ধারাবাহিকে তার ভিন্ন রুপি অভিনয় নজর কেড়েছে দর্শকদের। এরপর থেকেই তিনি সকলের কাছে রাসমণি হয়ে উঠেছেন।
টেলিভিশন ছেড়ে এখন সিনেমায় নাম লিখিয়েছেন দিতিপ্রিয়া। টলিউডের বেশ কিছু ছবিতে ইতিউতি দেখা মিলছে তাঁর। তবে পড়াশোনা থেকেও সরে যাননি অভিনেত্রী। সুদক্ষ হাতে সামলে চলেছেন ব্যক্তিগত জীবন। বর্তমানে ইউভার্সিটিতে পড়ছেন দিতিপ্রিয়া। কাজ সামলে মনোযোগ দিচ্ছেন পঠন-পাঠনে। এরই মধ্যে বসন্ত কড়া নেড়েছে তাঁর মনের দরজায়। ভালোবাসায় জড়িয়ে পড়েছেন রাসমণি। আকাশছোঁয়া খ্যাতি সামলে ব্যক্তিগত জীবনকে কার্যত আড়ালে রেখেছিলেন দিতিপ্রিয়া রায়। তবে এবার সে সত্যকে সামনে আনলেন অভিনেত্রী।
এদিন হিন্দুস্তান টাইমস বাংলার সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, হ্যাঁ প্রেম করছেন তিনি। তবে এখনই ব্যক্তিগত মানুষটিকে সামনে আনতে চান না। আর কিছুদিন পর তিনি নিজেই সবার সামনে ঘোষণা করবেন বলে আশ্বাস দিয়েছেন। এদিন দুরভাষ সাক্ষাৎকারে দিতিপ্রিয়া বলেন, এর আগে সুহত্র থেকে শুরু করে অনেক সহ অভিনেতাকে নিয়ে মিথ্যে রটনা হয়েছে। তেমনটা কিছু আবার হোক সেটা মোটেই চান না দিতিপ্রিয়া। তিনি নিজেই স্বীকার করেছেন, তাঁর প্রেমিক গ্ল্যামার দুনিয়ার মানুষ নন। খুব বেশি দিনের চেনাজানাও হয়নি তাঁদের। তবে নিজেদের সম্পর্ককে নিয়ে বিশেষ কনফিডেন্ট দুজনেই।
দোল উৎসবের দিন রঙ মেখে একসঙ্গে ছবি দিয়েছিলেন তাঁরা। যদিও সেই ছবিতে অস্পষ্ট ছিল দিতিপ্রিয়ার প্রেমিকের মুখ। তবে বেশ বোঝা যাচ্ছিল, অনুরাগের ছোঁয়ায় মাখামাখি দুজনেই।
খোলামেলা মনের মানুষ দিতিপ্রিয়া অকপটে বলে দেন, সম্পর্ক নিয়ে কোন লুকোচাপা করতে রাজি নন তাঁরা। সময় আসলে নিজেরাই জানাবেন সম্পর্কের কথা। তবে অভিনেত্রীর কথায়, এর আগে সম্পর্ক নিয়ে বেশ ভয় পেতেন তিনি। তার মনে হত, সম্পর্ক এত সহজে হয় না। তাছাড়া রাসমণি মনে করতেন, একটা সম্পর্কে যে দায়িত্ব নিতে হয় তার জন্য এখনো তিনি ম্যাচিওর হয়ে ওঠেননি। আর সেই কারণেই প্রেম থেকে দূরে থাকতেন পর্দার রাসমণি। তবে হয়তো তিনি মনকে আটকে রাখতে পারেননি। সঠিক সময় এসেছে বলেই সম্পর্কে জড়িয়েছেন ‘মিস্ট্রিম্যান’-এর সঙ্গে।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।