Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: চৈত্রের দোড়গোড়ায় দাঁড়িয়ে‌ই গ্রীষ্মের উর্ধ্বমুখী পারদ। ক্রমাগত দাপট বাড়ছে তাপমাত্রার (WB Weather Update) এই উর্ধ্বমুখী পারদের কোপে কার্যত নাজেহাল দশা বঙ্গবাসীর।‌ অত্যাধিক গরমে পথে বেরোনো দুষ্কর হয়ে দাঁড়িয়েছে! রোদের চোখ চোখ রাঙানিকে সহ্য করেই নিত্য কাজে বেরোতে হচ্ছে।‌ ফলে ঘাম, আর শারীরিক অস্বস্তি বাড়ছে। কয়েক বছরের তাপমাত্রার (WB Weather Update) রেকর্ড বলছে, গরমের ঝড়ো ব্যাটিং এই বছরও বজায় থাকবে। অত্যাধিক তাপে পুড়বে বঙ্গ। আবহাওয়া পূর্বাভাস বলছে, চৈত্রের আগেই তাপমাত্রার পারদ (WB Weather Update) ছোঁবে‌ ৪০ ডিগ্রী সেলসিয়াস।

দিনের বেলা হাসফাঁস গরমে নাজেহাল দশা। প্রবল উত্তাপে ঘাম ঝরছে মানুষের। খটখটে রোদ্দুর বৃষ্টি চাইছে বঙ্গবাসী। চৈত্র-বৈশাখের কালবৈশাখী একটু আশার সঞ্চার করছে। তবে বৃষ্টির পূর্বাভাস কি রয়েছে? নাকি উর্ধ্বমুখী তাপমাত্রার রেশ চলবে আরও বেশ কিছুদিন? আবহাওয়া রিপোর্ট বলছে, বসন্তেই যে হারে উত্তাপ বাড়ছে গ্রীষ্মকাল আসতে আসতে গরমের তিষ্টনো অসম্ভব হয়ে দাঁড়াবে! বৈশাখ শুরুর আগেই বেশ কিছু জায়গার উর্ধ্বমুখী পারদ আশঙ্কার মেঘ ঘনাচ্ছে। তবে গরম বাড়লেও কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে।

ক্যালেন্ডারের হিসেব বলছে চৈত্র মাসের ১৫ তারিখ প্রায়। তবে আবহাওয়ার দাপট বলছি যেন জ্যৈষ্ঠ এসে দাঁড়িয়েছে দোরগোড়ায়। আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট জানাচ্ছে, আগামী বেশ কয়েক দিন তাপমাত্রা আরও বাড়বে। গত বৃহস্পতিবার তাপমাত্রা পৌঁছেছিল প্রায় ৩৪.১° সেলসিয়াসে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫° সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। হাওয়া অফিসের রিপোর্ট বলছে, বৈশাখের আগেই বেশ কিছু জায়গায় তাপমাত্রা পার করবে চল্লিশ ডিগ্রীর মাপকাঠি।

আরো পড়ুন  WB Tempareture Rising: 'প্রখর রৌদ্রের' তেজে বাংলায় মরুর শিহরণ! নেপথ্যে প্রভাব ফেলছে সাহারা মরুভূমি? আবহাওয়াবিদরা যা জানাচ্ছেন

রাজ্যের বেশ কিছু জেলার তাপমাত্রা উর্ধ্বমুখী পারদ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাঁকুড়া, আসানসোল, বিষ্ণুপুর, বর্ধমান, মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রির বেশি। দমদমের তাপমাত্রা ৩৫ ডিগ্রী সেলসিয়াস। অন্য দিকে সল্টলেকের তাপমাত্রার পারদ ৩৫.৯ ডিগ্রির গণ্ডি পেরিয়েছে। আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামী বেশ কিছু দিনে তাপমাত্রা ৪৫ ডিগ্রি পেরিয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তবে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে জুড়েছে বৃষ্টির সম্ভাবনা। সন্ধ্যার দিকে মাঝেমধ্যেই তেড়ে আসতে পারে কালবৈশাখী। তার সঙ্গে থাকবে দমকা হাওয়া। তবে ঝড় বৃষ্টি হলেও গরম কমবে না। সারা সপ্তাহ জুড়েই ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ অক্ষরেখার কারণে স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। তা থেকে বৃষ্টির অনুকূল পরিস্থিতি আসছে। তবে বৃষ্টির খবরে হালকা স্বস্তি মিললেও উত্তাপ, তাপমাত্রার পারদ ক্রমাগত চড়বে।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।