Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


Tania Roy Chowdhury: ১১ই এপ্রিল দেখা গেছে চাঁদ আর দেশ জুড়ে চলছে ঈদের উদযাপন (Eid 2024)। আর সেখানে পিছিয়ে নেয় আমাদের টলি অভিনেতা অভিনেত্রীরা। খুশির ঈদ পালন করলেন যশ দাসগুপ্ত (Yash Dasgupta) নুসরত জাহান (Nusrat Jahan) থেকে সৈয়দ আরফিন (Sayed Arefin)। হাসি মুখে একসঙ্গে ছবি শেয়ার করলেন যশ-নুসরত (Yash-Nusrat)।

খুশির ঈদ পালন যশ-নুসরতের

নুসরাত জাহান ( NUSRAT JAHAN) বসিরহাট এর বিদায়ী বিধায়ক এবার ঈদের আমেজ যথেষ্ট উৎফুল্ল ভাবে ধরা পড়েছেন। নিজের মেহেন্দি ডিজাইন এও রয়েছে নতুনের ছোঁয়া। চাঁদ,তারা সব কিছু নিয়ে নিজেকে রাঙিয়ে  সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সবাইকে রমজান এর শুভেচ্ছা যেমন জানিয়েছেন, এর পাশাপাশি ঈদের দিনে সকালের খাওয়া-দাওয়া নিয়েও যথেষ্ট তাৎপর্য দেখা যায় তার মধ্যে। তার কথায় তিনি কলকাতার পার্ক সার্কাসের মেয়ে হওয়ার দৌলাতে ডালপুরি ধরনের খাবার ছাড়াও সকল যেমন শুরু হয় না ঠিক তেমনি মিষ্টি আর বিরিয়ানি তো একদম ম্যান্ডেটরি মেনু।

তার কোন চাকরি সূত্রে বাইরে এবং বাবা মা মক্কা যাওয়াতে তিনি এ বছর যশ এবং তিন বছরের কৃষাণকে নিয়ে নিজের বাড়ির মধ্যেই এবং ফ্যামিলি মেম্বারদের সাথে ঘরোয়াভাবে এই উদযাপন করবেন। উদযাপন ঘরোয়া হলেও প্রস্তুতিতে কোন খামতি রাখেনি অভিনেত্রী শপিং থেকে শুরু করে খাওয়া দাওয়া সবটা জুড়েই নো ডায়েট হাস্ট্যাগ ঝুলিয়ে সকালে ঈদের নামাজ পড়ার পর থেকে যথেষ্ট ব্যস্ত প্রতিটি আপ্যায় এবং রান্না তে।

আরো পড়ুন  Sohini Sarkar: পয়লা বৈশাখে 'একলা' সোহিনী! শোভনের সঙ্গে বিয়ের পিঁড়িতে কবে? অবশেষে ফাঁস করলেন তিনি

খুশির ঈদ পালন ‘রেহানের’…

যোগমায়া’র নায়ক ‘রেহান চট্টোপাধ্যায়’ অর্থাৎ অভিনেতা সৈয়দ আরেফিন কিন্তু অবশ্যই একই ভাবে ব্যস্ত নিজেদের এই স্পেশাল দিন কে উদযাপন করতে।  প্রতিবছরের মতো এই বছরও তিনি কোন কাজ রাখেনি। পুরো দিনটাই বাড়ির পরিবারের সাথে কাটাবেন বলে ঠিক করেছিলেন তার কাছে আলাদা করে নিজের জন্য কোন শপিং না করলেও বাড়ির সকলের জন্য বেশ ভালো ভালো জিনিস যেমন তিনি চিনেছেন এর পাশাপাশি এ বছরের ঈদ তার কাছে স্পেশাল কারণ তিনি মফস্বলে ফ্যাশন ব্র্যান্ড করেছেন।

তিনি নিজেকে বরাবরই মফস্বল এর ছেলে হিসেবেই দাবি করে আসেন। এর পাশাপাশি তিনি তার খাওয়া দাওয়া নিয়ে বললেন যে বিরিয়ানি খাওয়ার জন্য কাকিমার কাছে যাবেন আর মা তো ভীষণ ভালো পোলাও বানায়। আর সারা বছর যেহেতু একটা ডায়েট এবং টাফ সিডিউলের মধ্যে আমাদের থাকতে হয় তাই আজকের দিনে এসব কোন কিছুকে তোয়াক্কা না করে শুধু সাময়িক আনন্দকে মনোযোগ দিতে পছন্দ করেন। আর তিনি প্রতিবছরের মত এ বছরও যাকাত দেন তার কথা অনুযায়ী ইসলাম যারা মানে তারা জানে যে নিজেদের রোজকারের ২.৫% গরিবদের দান করতে হয় কারণ তাদের ধর্মে বলা আছে এটার উপর তাদের কোন নিজস্ব অধিকার নেই।

রমজান মাসে রোজার শেষে খুশির ঈদে মাতোয়ারা গোটা বাংলা, নিজেদের মতো করে উদযাপন করছেন এই একটা দিন এভাবেই সবাই চেষ্টা করছেন একটা দিন সময় বের করে পরিবারকে দাওয়াত এবং অবশ্যই ভালো ভালো খাওয়া দাওয়া করে সুস্থ থাকার আগামীদিনেও যেন এই ভালো থাকা হলো আরো সুন্দর ভাবে থাকা যায়।

আরো পড়ুন  Adrit Roy: দশ বছরের প্রেম! বিয়ে ঠিক হয়েও ভেঙে যায় আদৃতর! 'উচ্ছেবাবুর' প্রাক্তনকে চেনেন? তিনিও কম সুন্দরী নন…

লিখতে আগ্রহী, লেখালেখি করতে ভালোবাসি। চেষ্টা করি মানুষের স্বার্থে দ্রুত খবর পৌঁছে দেওয়ার।