সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: হাতে গোনা আর কিছুদিন। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘মিঠাই’ (Mithai) এর উচ্ছেবাবু। অভিনেত্রী কৌশম্বি চক্রবর্তীর (Kaushambi Chakraborty) সঙ্গে চার হাত এক হতে চলেছ অভিনেতার। কিছুদিন আগেই সাড়ম্বরে পালন করা হয়েছে আদৃত রায়ের (Adrit Roy) আইবুড়ো ভাত পর্ব। তবে সেখানে গোটা মিঠাই পরিবার উপস্থিত হলেও অনুপস্থিত স্বয়ং ‘মিঠাই রানী’। ব্যাপারটা কি? আদৃতর (Adrit Roy) বিয়ের কথা শুনেই দূরে দূরে সৌমিতৃষা? (Soumitrisha Kundu) নাকি ‘উচ্ছেবাবুর’ তরফেই আসেনি আমন্ত্রণপত্র?
একদা জি বাংলার সুপারহিট মেগা ছিল ‘মিঠাই’। যা শেষ হয়ে যাওয়ার পরেও রেশ হয়ে গিয়েছে দর্শকদের মনে। অনেকেই বলেন মিঠাইয়ের মত দ্বিতীয় ধারাবাহিক আসবে না জি বাংলার পর্দায়। একমত হয়তো ধারাবাহিকের কলাকুশলীরাও। সাম্প্রতিক রিইউনিয়নে অনেকদিন পর এক হয়েছে মোদক ফ্যামিলি। ‘মিঠাই’ ধারাবাহিকে মিঠাই-উচ্ছেবাবুর রসায়ন মনে গেঁথে রয়েছে অনুরাগী দের। আদৃতর পাশে কৌশাম্বিকে মানতে পারিনি অনেকেই। অনুরাগী দের ধারণা ছিল, পর্দার মতোই বাস্তবে এক হবে আদৃত -সৌমিতৃষা। যদিও সেই ভাবনা সফল হয়নি। আদৃতর জীবনে পা রেখেছে সৌমির অনস্ক্রিন ননদ কৌশাম্বী। এদিকে, ধারাবাহিক শেষ হতে না হতেই আদৃতর থেকে শত ক্রোশ দূরে সরে গেছে মিঠাই রানী।
এদিকে সূত্রের খবর, ধারাবাহিক চলাকালীন গাঢ় বন্ধুত্ব তৈরি হয়েছিল আদৃত-সৌমিতৃষার। তবে সেই বন্ধুত্ব সময়ের তালে ফিকে হয়েছে। স্টুডিও সূত্রে খবর, মিঠাই শেষ হবার আগেই সৌমিতৃষা ও আদৃতর বন্ধুত্ব ধীরে ধীরে তেতো হতে থাকে। বলাই বাহুল্য তখন আদৃতর জীবন জুড়ে কৌশাম্বী। তাই ধীরে ধীরে দূরত্বে চলে যায় উচ্ছেবাবু ও মিঠাই। ধারাবাহিক শেষ হলে পর জীবনের নতুন ইনিংস শুরু করেন সৌমিতৃষা। একাধিক পুরুষের সঙ্গে নামও জড়িয়েছে তার। তবে এখনই সম্পর্ককে স্বীকৃতি দিতে রাজি নন মিঠাই। বরং এখন তাঁর ধ্যান জ্ঞান লক্ষ্য সবটাই তাঁর কেরিয়ার। তবে, আদৃতর বিয়ের খবরে যেন মোদক পরিবার থেকে আরও বেশি দূরত্বে চলে গিয়েছে সৌমিতৃষা। তাঁকে আর যেন দেখাই যাচ্ছে না মিঠাই প্রেক্ষাপটে!
সম্প্রতি মোদক পরিবারের রিইউনিয়নে মিঠাইকে অনুপস্থিত দেখে অবাক হয়েছেন সবাই। এতটা দূরত্ব কেন! তাহলে কি ধারাবাহিক শেষ হতে পর সত্যিই অহংকার বেড়ে গিয়েছে সৌমিতৃষার? নাকি মিঠাইকে আমন্ত্রণপত্র পাঠাননি আদৃত স্বয়ং? বহু মিঠাই অনুরাগীর মত, মিঠাই ছাড়া মোদক পরিবার যেন চিনি ছাড়া শরবত! মিঠাই পরিবারের সঙ্গে সৌমিতৃষার দূরত্ব ভালোভাবে দেখছেন না অনেকে। অনেকেই বলছেন, আদৃত এবং সৌমির সম্পর্কের রসায়ন একেবারেই তলানিতে ঠেকেছে!
সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘তিনি যতদিন থাকবেন চর্চা জারি থাকবে।’ আদৃত কৌশাম্বির বিয়ের আগে সেই চর্চা আরও একবার বাড়িয়ে দিলেন অভিনেত্রী। সূত্রের খবর সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া সাইটে একটি পোস্ট করেছিলেন অভিনেত্রী। এই পোস্টে তিনি লেখেন, ‘মনে কলুষতা রেখে মুখে মিষ্টি কথা বলা আমার দ্বারা হবে না’। আর এই পোস্টের পরে স্বাভাবিক ভাবেই চর্চার কেন্দ্রবিন্দুতে ‘মিঠাই’। তবে তিনি এই পোস্টটি তার সহ অভিনেতা আদৃতকে উদ্দেশ্য করে লিখেছেন কিনা তা কিন্তু স্পষ্ট নয়। যদিও এখন সবারই নজর, আদৃতর বিয়ের দিন মিঠাই রানী উপস্থিত হন নাকি, সেদিকেই।
বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।