Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


পারিজাত মুখার্জি: ভারতবর্ষে পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে রেলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের কোটি কোটি মানুষ প্রতিদিন রেলপথের মাধ্যমে নিজেদের গন্তব্যে পৌঁছে যান। স্কুল কলেজ অফিস যাওয়ার ক্ষেত্রে প্রতিদিন বহু মানুষ ট্রেনের টিকিট (Train Ticket) কাটেন এবং রেলের (Indian Railway) মাধ্যমে নিজেদের গন্তব্যে যান। আবার, এদিক ওদিক ঘুরতে যাওয়ার ক্ষেত্রে রেল (Railway) যোগাযোগ গুরুত্বপূর্ণ। ‌দূরপাল্লার ট্রেনে (Indian Railway) চড়ে ডেস্টিনেশন পৌঁছে যান আমজনতা। ‌ভারতবর্ষের ট্রেনে (Train Ticket) চড়ার জন্য লোকাল ট্রেন টিকিট (Train Ticket) এবং দূরপাল্লার ট্রেনে চলার জন্য জেনারেল টিকিট, রিজার্ভেশন টিকিট লাগে (Train Ticket)। কিন্তু জানেন কি, ট্রেনের টিকিট শুধুমাত্র রেলের যাতায়াত নয়, রেলের টিকিট‌ ব্যবহার করে আপনি একাধিক সুবিধা পেতে পারেন। ‌

একটা রেলের টিকিট একাধিক সুবিধা দেয়!

বেশিরভাগ মানুষই জানেন না ট্রেনের টিকিট কিন্তু আরও বেশ কিছু কাজে লাগতে পারে। এই টিকিট ব্যবহার করে আপনি নানান ধরনের সুবিধা পেতে পারেন। উদাহরণস্বরূপ বলা যায়, একজন ব্যক্তি রেলের টিকিট ব্যবহার করে প্রাথমিক চিকিৎসা থেকে বিনামূল্যে খাবার, সবটাই পেতে পারেন। ‌ এইসব কথা জানা নেই অনেকের। তাই সুবিধা থেকে বঞ্চিত হন তারা। চিন্তা নেই, আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব রেলের টিকিট আপনাদের কি কি কাজে লাগতে পারে। এরপর থেকে আপনিও যখন ট্রেনের টিকিট কাটবেন, তখন এইসব সুবিধা নিতে ভুলবেন না।

আরো পড়ুন  Howrah Bridge: প্রতিদিন রাত বারোটায় বন্ধ রাখা হয় হাওড়া ব্রিজ! কেন? আসল সত্যিটা জানলে চোখ কপালে উঠবে আপনারও

১) ট্রেনের টিকিট ব্যবহার করে চিকিৎসা

যদি কোন যাত্রী রেলপথে ভ্রমণ করার সময় অসুস্থ বোধ করেন, এবং তাঁর হাতে যদি ট্রেনের টিকিট থাকে তবে সেই যাত্রী প্রাথমিক চিকিৎসা পেতে পারেন। আসলে যদি কোন রেলযাত্রীর শরীর অসুস্থ হয়ে যায় তখন তিনি ফোন করতে পারেন ১৩৯ নম্বরে। এছাড়া তিনি আরপিএফ জওয়ানকে নিজের অসুস্থতার কথা জানাতে পারেন। রেল যাত্রী যোগাযোগ করলে অতি দ্রুত তার জন্য যা যা প্রয়োজনীয় সেই সমস্ত চিকিৎসা সরবরাহ করা হয়। ‌যদি চলতি ট্রেনে চিকিৎসার বন্দোবস্ত করা না যায়, তবে পরবর্তী স্টেশনে তার বন্দোবস্ত করা হয়। অতএব ট্রেনের টিকিট ব্যবহার করে একজন যাত্রী প্রাথমিক চিকিৎসা পেতে পারেন।

২) ট্রেনের টিকিটের দ্বারা বিনামূল্যে খাবার

একজন রেলযাত্রী ট্রেনের টিকিট ব্যবহার করে বিনামূল্যে খাবার পেতে পারেন। যদি তিনি ভ্রমণ করেন রাজধানী, শতাব্দী অথবা দুরন্ত এক্সপ্রেস এর মত প্রিমিয়াম ট্রেনে আর যদি সেই ট্রেন দুই ঘন্টার বেশি দেরি করে, তাহলে ট্রেনের টিকিট ব্যবহার করে উক্ত ট্রেন যাত্রী IRCTC এর ক্যান্টিন থেকে বিনামূল্যে খাবার পেতে পারেন। তাহলে বুঝতেই পারছেন, ট্রেনের টিকিট ব্যবহার করে একজন যাত্রী বিনামূল্যে খাবারও পেতে পারেন।

৩) IRCTC ডরমিটরি ব্যবহার

একজন রেলযাত্রীর সঙ্গে যদি ট্রেনের টিকিট থাকে আর তিনি যদি মনে করেন যে তিনি রাত্রিবাসের জন্য হোটেল খুঁজছেন, তাহলে সেই ব্যক্তি IRCTC-এর ডরমিটরি ব্যবহার করতে পারবেন। আপনি হয়তো জানেনও না রেলের ডরমিটরিতে অত্যন্ত সস্তায় মাত্র দেড়শ টাকাতেও রাত কাটানোর ব্যবস্থা পাওয়া যায়। ট্রেনের টিকিট ব্যবহার করে যাত্রী পেয়ে যেতে পারেন রাত কাটানোর জন্য বিছানা। তবে মনে রাখবেন এর মেয়াদ কিন্তু চব্বিশ ঘন্টা। রেলযাত্রী নিজের ট্রেনের টিকিট দেখিয়ে রাত কাটানোর দুর্দান্ত ব্যবস্থা করে ফেলতে পারেন।

আরো পড়ুন  LPG Cylinder Price: এক ধাক্কায় ৩০০ টাকা দাম কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের! কারা পাবেন কিভাবে আবেদন করবেন, জেনে নিন

৪) লকার রুমের সুবিধা

একজন ব্যক্তি রেলের টিকিট ব্যবহার করে স্টেশনে থাকা লকার রুমের সুবিধা পেতে পারেন। প্রত্যেক স্টেশনেই লকার রুম এবং ক্লোক রুম থাকে। এই রুমে একজন ব্যক্তি নিজের জিনিসপত্র রাখতে পারেন। তবে নিজের জিনিস নিরাপদে রাখতে হলে দৈনিক হিসেব অনুসারে কিছু টাকা দিতে হবে। যেমন, ২৪ ঘন্টায় ৫০ টাকা থেকে ১০০ টাকা ফি দিতে হবে। তবে আর যাই হোক, ট্রেনের টিকিট ব্যবহার করে লকার রুমের সুবিধা পেতেই পারেন।

৫) এসি/ নন এসি ওয়েটিং রুমে সময় কাটানো

যে সকল যাত্রীরা দূরপাল্লার ট্রেনে যাতায়াত করেন তারা সময়ের আগে স্টেশনে এসে উপস্থিত হন। কিন্তু নিজের মালপত্র বহন করে স্টেশনে দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না। তাই বর্তমানে প্রায় সমস্ত বড় বড় রেলস্টেশন গুলিতে এসি ও নন এসি ওয়েটিং রুম তৈরি করা হয়েছে। যেখানে ব্যক্তি বিশ্রাম নিতে পারবেন। এছাড়া, অনেক সময় দেখা যায় যে ট্রেন নির্ধারিত সময়ের চাইতে দেরিতে আসছে। অতএব সেই সময় রেল স্টেশনের ওয়েটিং রুমে অপেক্ষা করতে হলে পকেটে ট্রেনের টিকিট থাকতে হবে। তবেই সেই ব্যক্তি এই সুবিধা পেতে পারবেন।

বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।

আরো পড়ুন  WB Rain Forecast: বাংলায় কালবৈশাখীর জাদুর ছোঁয়া! মেঘে ঢাকবে আকাশ, বদলাবে হাওয়া, কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?