Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কার ‘কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। অভিনেত্রী মানালি দে (Manali Dey) অভিনীত এই ধারাবাহিক প্রথম থেকেই চর্চার কেন্দ্রে ছিল। একাধিক কারণে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই ধারাবাহিক। ধারাবাহিকের গল্পে আশ্চর্য মোড় বদল হয়েছিল শিমুলের প্রাক্তন স্বামী পরাগের ভোলবদলের পর। আর এবার আসতে চলেছে সিরিয়ালের নতুন হিরো। আজ্ঞে হ্যাঁ, জি বাংলার এই ধারাবাহিকে নায়ক হয়ে আসছেন টেলিভিশনের পরিচিত মুখ রাহুল দেব বসু (Rahul Dev Bose)।

জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’-য় দেখা যায়, জেল থেকে নির্দোষ প্রমাণিত হয়ে শিমুল ফিরে আসার পরেই মনের দিক থেকে বদলে যায় তাঁর প্রাক্তন স্বামী পরাগ। যদিও এই বদলের দিকে তাকাতে নারাজ ছিল সিরিয়ালের নায়িকা শিমুল। তবে সম্প্রতি দেখা যায়, পুতুলের বিয়ের দিন সকালে এক্সিডেন্টের ফলে অসুস্থ হয়ে পড়ে নায়ক পরাগ। প্রাক্তন স্বামী ও শ্বশুরবাড়ির প্রতি শিমুলের টান ছিল আগে থেকেই। বারংবার সে ছুটে যায় তাঁদের রক্ষার্থে।

এদিকে শিমুলের প্রাক্তন প্রেমিক শতদ্রু গোটা বিষয়টিতে বেশ বিরক্ত হয়। শতদ্রু সরাসরি নায়িকা শিমুলকে বলে দেয় যে, পরাগের সঙ্গে সম্পর্ক রাখলে শতদ্রু তাঁর থেকে দূরেই থাকবে। শতদ্রুর জীবন থেকে মাইল খানেক দূরত্বে এসে ফের পরাগের সঙ্গে বিবাহ রিনিউ করে শিমুল। কিন্তু এই বিয়ে পুনরাবৃত্তির কারণ ছিল পরাগ ও শাশুড়ি মধুবালা দেবীর অনুরোধ। পরাগের সঙ্গে ফের বিয়ে না করলে পরাগে চাকরিটা হাতছাড়া হয়ে যাবে। এই মধুবালা দেবী ও পরাগের ভরণ পোষণ নিতেই চাকরির দাবিদার হয়ে উঠতে, ফের প্রাক্তন স্বামীকে বিয়ে করে শিমুল। আর এই ঘটনার পর দর্শকমহলের তীব্র আপত্তি‌ শুরু হতে থাকে ধারাবাহিককে কেন্দ্র করে। এমন কি শিমুল চরিত্রটির দিকে আঙুল তুলে সোচ্চার হন নেটিজেনেরা। এই ধরনের একটি ধারাবাহিক বন্ধ হোক বলেও দাবি তোলেন তাঁরা।

আরো পড়ুন  Hiya Mukherjee: পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবে? কুনালের দেওয়া হলুদ শাড়িতে সাজলেন হিয়া? পর্দার 'গীতা'কে নিয়ে জল্পনা তুঙ্গে…

ইতোমধ্যে দেখা যায় জি বাংলা প্রকাশ করেছে এক নতুন প্রোমো। যেখানে দেখা যাচ্ছে, চিঠি লিখে আত্মহত্যা করতে যাচ্ছে পরাগ। স্বামীকে বাঁচাতে এক ছুটে ঘর থেকে বের হয়ে যায় শিমুল। যাওয়ার পথে তার ধাক্কা লাগে একটি গাড়ির সঙ্গে। আর সে গাড়ি থেকেই নেমে আসে জনপ্রিয় নায়ক রাহুল দেব বসু। যা দেখে দর্শকরা বেশ বুঝতে পারেন যে ইনি হতে চলেছেন এবার শিমুলের জীবনের নতুন নায়ক। শতদ্রু ও পরাগের পর শিমুলের জীবনকে রঙিন করতে ধারাবাহিকে এন্ট্রি নিল নতুন নায়ক।

অন্যদিকে নতুন ধারাবাহিক ‘অষ্টমী’ আসার পর, বদলে যেতে চলেছে ‘কার কাছে কই মনের কথা’ স্লট। এতদিন সন্ধ্যা ৬:৩০ টায় রাজত্ব করত এই ধারাবাহিকটি। তবে নতুন ধারাবাহিক জি বাংলার পর্দায় এলে খুব সম্ভবত রাত দশটা থেকে দেখানো হবে মানালি দে, দ্রোণ মুখার্জি অভিনীত ‘মনের কথা’ ধারাবাহিক।

বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।