Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


Tania Roy Chowdhury: অভিনেতা শন ব্যানার্জির (Sean Banerjee) ভক্তদের জন্য রইল এক বিরাট সুখবর। হ্যান্ডসাম হাঙ্ক শনকে (Sean Banerjee) ঠিক দু’বছর পরে আবার দেখা যাবে টেলিভিশনের পর্দায়। ২০২২ সালে স্টার জলসা র (Star Jalsha) ‘মন ফাগুন’ (Mon Phagun) সিরিয়ালে শেষবারের জন্য ছোট পর্দায় দেখা গেছিল সকলের প্রিয় টুবাই দা কে।

নিউজ চ্যানেলের একটি সাক্ষাৎকারের শন ব্যানার্জি জানিয়েছিলেন লীনা গঙ্গোপাধ্যায়ের সাথে তার কাজ করার ইচ্ছে অনেক দিনের ছিল। তাই তিনি এরকম একটি সুযোগ পেয়ে ভীষণ রকম খুশি। এর মাঝে তিনি বেশ কিছু ওয়েব সিরিজ কাজ করে নিলেও তার আসল লক্ষ্য হচ্ছে ছোট পর্দায় কাজ করা। সেই স্বপ্নই এবার পূর্ণ হল। জল্পনার অবসান ঘটিয়ে যেখান থেকে অভিনয়ের পথচলা শুরু হয়েছিল সেখানেই বেশ কিছুদিন গ্যাপের পরে ফিরতে চলেছেন ইয়াং জেনারেশনের ক্রাশ সীন। মোমেন্টস ম্যাজিকের হাত ধরে লীনা গঙ্গোপাধ্যায় আবার ছোটো পর্দায় ফিরিয়ে আনছেন তাঁকে।

অভিনেতা শনের ক্যারিয়ার শুরু হয়েছিল এই জলসার হাত ধরেই “আমি সিরাজের বেগম দিয়ে”। তারপর “এখানে আকাশ নীল” , “মন ফাগুন” এর মত সাকসেসফুল হওয়ার সিরিয়ালে বেশি নিজের জায়গাটা ধরে রেখেছিলেন অভিনেতা। নতুন চরিত্র সম্পর্কে জানতে চাইলে অভিনেতা জানান – “সবচেয়ে বড় কথা আমাকে টেলিভিশনের পর্দায় এইভাবে কোনওদিন দেখা যায়নি। এতদিন আমাকে সকলে অ্যাংরি ইয়াংম্যান হিসাবেই দেখেছে, সেটা উজান হোক বা ঋষি সেন! এবার সেই ছক ভাঙব।”

আরো পড়ুন  Anamika Chakraborty: বডি শেমিংয়ের‌ শিকার টলিউড অভিনেত্রী অনামিকা চক্রবর্তী! একের পর এক কাজে থেকে বাতিল করা হচ্ছে তাঁকে

এই বছর স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের অন্যতম হাইলাইট ছিল শন-সৃজলার সিজলিং পারফরম্যান্স। সেই নিয়ে আলোচনাও হয় তুমুল। নতুন মেগায় কে হতে চলেছেন শনের নায়িকা? খবর এখনও নাকি নায়িকার নির্বাচন চূড়ান্ত নয়। উঠে আসছে ম্যাজিক মোমেন্টসের ঘরের মেয়ে সোনামণি সাহার নাম। তবে সবটাই জল্পনার স্তরে।

শোনা যাচ্ছে, আসন্ন সিরিয়ালের জন্য মক লুক সেটও (Mock Look Set) সেরেছেন শন। তবে প্রোমো শ্যুট এখনও হয়নি। তার দিক থেকে তিনি শুধু জানিয়েছেন – “আমাকে এতদিন তোমরা অন্যভাবে দেখে এসেছো। আশা করছি এইবারও তোমাদের নতুন কিছু উপহার দিতে পারব’।” আপাতত, বেশ কিছু ওটিটি প্রোজেক্ট নিয়ে আলোচনার স্তরে রয়েছেন শন, তবে আপাতত ছোটপর্দাই তাঁর মূল ফোকাস।এখন নতুন সিরিয়ালে নতুন জুটি দেখার অপেক্ষায় শন ভক্তরা।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।