Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: টেলিভিশনের (Television) সর্বকালের জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম ছিল ‘বয়েই গেলো’ (Boyei Gelo)ঘটি-বাঙালের চিরন্তন যুদ্ধ নিয়ে নিয়ে নির্মীত এই ধারাবাহিক অচিরেই পর্দায় জনপ্রিয়তা অর্জন করে। ধারাবাহিকের মুখ্য ভূমিকায় ছিলেন অভিনেত্রী বাসবদত্তা চ্যাটার্জী (Basobdutta Chatterjee) ও রোহিত সামন্ত (Rohit Samanta)। ধারাবাহিকটি (Mega Serial) শেষ হওয়ার পর কেটে গিয়েছে অনেকগুলি বছর। জীবনে এগিয়ে গিয়েছে দুই নায়ক নায়িকার। বর্তমানে বাসবদত্তা (Basobdutta Chatterjee) জি বাংলার (Zee Bangla) অপর ধারাবাহিকের অভিনেত্রী। মুখ্য চরিত্র নয় বরং পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন তিনি। তবু আজও যেন মনের কোণে রয়ে গিয়েছে পুরানো সেই দিনের কথা…।

‘বয়েই গেল’-র বাসবদত্তা ওরফে কৃষ্ণা

২০১৩ সালের জি বাংলায় সম্প্রচারিত হত ‘বয়েই গেল’ ধারাবাহিক। ধারাবাহিকের গল্প ছিল ঘটি ও বাঙালের গল্প অবলম্বনে। একই পাড়ায় মুখোমুখি দুই বাড়ি। নায়ক অর্জুনের বাঙাল বাড়ি বিপরীতে নায়িকা কৃষ্ণার ঘটি বাড়ি। দুই বাড়ির মধ্যে সারাক্ষণই লেগে থাকত বাকযুদ্ধ। হাজার হোক ঘটি বাঙালের যুদ্ধ বলে কথা! ইলিশ বনাম চিংড়ির এই যুদ্ধ চেটেপুটে উপভোগ করেছেন টেলিদর্শক। ধারাবাহিকের গল্প অনুসারে পরবর্তীতে অর্জুনের সঙ্গে বিয়ে হয় ঘটি বাড়ির কৃষ্ণার। অর্জুন মজার মানুষ আর কৃষ্ণা ছিল ভারী সিরিয়াস। তেমনি দুই ভিন্ন মেরুর মানুষ কিভাবে এক হয়ে যায় সেটাই তুলে ধরেছিল এই ধারাবাহিক। ‌চিরাচরিত গল্পের প্রথা ভাঙা এই মেগা টেলিভিশনে দ্রুত গতিতে প্রিয় হয়ে ওঠে। তবে সিরিয়ালের মাঝখানে নায়িকা বদলের ঘটনা নিঃসন্দেহে দর্শক মনে আঘাত এনেছিল। যারা যায় বিশেষ কারণে বয়েই গেল ছাড়েন‌ অভিনেত্রী বাসবদত্তা চ্যাটার্জী। পরে তার জায়গায় অভিনয় করতে আসেন অভিনেত্রী মধুবনী ঘোষ। ‘বয়েই গেলো’ ধারাবাহিকের কৃষ্ণা হয়ে ওঠেন তিনি। তবে বাসবদত্তা সিরিয়াল ছাড়ার পর থেকে আজ পর্যন্ত পরিচিত রয়েছেন কৃষ্ণা নামে। বলাই বাহুল্য চরিত্রটির দাগ কেটেছে দর্শক মনে।

আরো পড়ুন  SEAN BANERJEE: টেলিভিশনের নতুন ধারাবাহিকে ফিরছেন অভিনেতা শন ব্যানার্জি! বিপরীতে থাকছেন সকলের প্রিয় জনপ্রিয় অভিনেত্রী

পর্দায় কামব্যাক বাসবদত্তার ‘বয়েই গেলো’ ও ‘আসা-যাওয়ার মাঝে’ তে অভিনয় করার পর ২০১৫ সালে ‘মন নিয়ে কাছাকাছি’ ধারাবাহিকে ফেরেন পর্দার কৃষ্ণা। এরপর কার্যত পর্দা থেকে উধাও হয়ে যান জন প্রিয় অভিনেত্রী বাসবদত্তা। জানা যায়, বিবাহিত জীবন, সন্তানের জন্ম নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। তবে অভিনয়ের খিদে রয়েই গিয়েছিল মনে। তাই পর্দায় কামব্যাক করেন ‘নেতাজি’ ধারাবাহিকের মাধ্যমে। স্বল্পবয়সী বাসবদত্তা পর্দায় নেতাজির বৃদ্ধ মা। নিজের মধ্যে থেকে প্রভাবতী দেবী চরিত্র টিকে নিংড়ে বের করে আনেন অভিনেত্রী। এরপর একাধিক কাজ করে ফেলেন অভিনেত্রী। বড়পর্দায় তিনি অভিনেত্রী কোয়েল মল্লিকের সঙ্গে অভিনয় করেন ‘রক্ত রহস্য’ সিনেমায়। একই বছরে ‘তখন কুয়াশা ছিল’ এবং পরের বছর ‘তরুলতার ভুত’ সিরিজে দেখা মেলে বাসবদত্তার।

‘কার কাছে কই মনের কথা’-র সুচরিতা দত্ত…

এরপর আবার একটু বিরতি। বাসবদত্তা ফিরলেন জি বাংলার অন্যতম ‘কার কাছে কই মনের কথা’ সিরিয়ালে। পর্দায় চার বন্ধুর গল্প নিয়ে নির্মীত এই মেগায় তিনি অভিনেত্রীর মানালি দে এর অনস্ক্রিন বন্ধু সুচরিতা দত্ত। অভিনেত্রীর চরিত্রটি যথেষ্ট চ্যালেঞ্জিং। আপাতত তিনি সকলের প্রিয় সুচরিতা।

‘বয়েই গেলো’ নিয়ে নস্টালজিয়া…

বর্তমানে জনপ্রিয় ধারাবাহিকে কাজ করলেও বাসবদত্তা ভুলে যাননি তাঁর শিকড়। অভিনেত্রী বলেন, আমি আজও সবার কাছে কৃষ্ণা হয়েই আছি।অনেকেই আমায় আজও কৃষ্ণা বলেই ডাকে। এই নস্টালজিয়া চিরন্তন। মেনে নিয়েছেন পর্দার সুচরিতা।

বর্তমানে অভিনয়ে আসা কী খুব সহজ?

সাক্ষাৎকার পর্বে অভিনেত্রীর সপাট উত্তর, আজ কাল দেখি রিল বানিয়ে ভাইরাল হয়েই চরিত্রের জন্য সিলেক্টেড হয়ে যায়! তবে পরিস্থিতি হয়তো বদলাবে বলেই আশাবাদী অভিনেত্রী। বাসবদত্তা এও বলেন, এখনকার নতুন আর্টিস্টরা সভ্যতা বলতে কিছু জানে না। সিনিয়রদের মানে না। অবলীলায় সিনিয়রদের সামনেই সিগারেট খায়, পায়ের ওপর পা তুলে বসে। যা কখনোই মন থেকে মেনে নিতে পারেন না অভিনেত্রী। তাছাড়া তার কথায়, এখনকার অভিনেত্রীরা অবসর সময় স্ক্রিপ্ট পড়ে না বরং ট্রেন্ডিং গানে রিলস বানায়! ফলে অভিনয় ইন্ডাস্ট্রির আগামী দিনের ভবিষ্যৎ যে কি হবে, তা নিয়ে চিন্তিত অভিনেত্রী।

আরো পড়ুন  Hiya Mukherjee: পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবে? কুনালের দেওয়া হলুদ শাড়িতে সাজলেন হিয়া? পর্দার 'গীতা'কে নিয়ে জল্পনা তুঙ্গে…

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।