সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: তাঁকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। মাঝেমধ্যেই নানান পুরুষের সঙ্গে নাম জড়ায় তাঁর। পরিচালক থেকে অভিনেতা সেই তালিকায় পড়েনি কেউ। অনেক ছোট বয়সে টলিউডে (Tollywood) পা রেখেছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। প্রথম ‘চ্যাম্পিয়ন’ (Champion) ছবির মাধ্যমে অভিনয় জগতে অভিষেক হয় তাঁর। তারপর থেকে কেটে গিয়েছে অনেকগুলি বছর। দেব, জিৎ সোহম থেকে কোন অভিনেতা বাদ নেই যার সঙ্গে জুটিতে দেখা যায়নি শ্রাবন্তীকে। অতিসম্প্রতি জিতু কমলের (Jeetu Kamal) সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ওঠে সোশ্যাল মিডিয়ায়। সত্যিই কি নায়কের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন শ্রাবন্তী?
গত বছরের গোড়ার দিকে নিজেদের বিচ্ছেদের কথা জানান অভিনেতা জিতু কমল ও অভিনেত্রী নবনীতা দাস। টলিউডের পাওয়ার কাপল হিসেবে পরিচিত জিতু-নবনীতার সম্পর্কের ভাঙন মেনে নিতে পারেননি দর্শকেরাও। এদিকে তার আগেই জিতুর সঙ্গে দুটি কাজে যুক্ত ছিলেন শ্রাবন্তী। ছবি ‘বাবুসোনা’ ও ‘আমি আমার মতো’-তে একসঙ্গে কাজ করেন জিতু-শ্রাবন্তী। আর এখান থেকে শুরু হয় জল্পনা। অভিনেত্রী সঙ্গে বিদেশেও গিয়েছিলেন জিতু। যদিও তার সম্পূর্ণরূপে কাজের কারণে। এদিকে সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তীকে আক্রমণ করা হয়, নবনীতার সঙ্গে জিতুর সম্পর্ক ভাঙনে হাত রয়েছে শ্রাবন্তীর! কারণ জিতুর সঙ্গে পরকীয়া চলছে তাঁর।
এদিকে শ্রাবন্তীর গায়ে কালি ছেটানোর প্রতিবাদে লাইভে এসে প্রতিবাদ করেছিলেন নবনীতা। তিনি স্পষ্ট জানান বিচ্ছেদের সিদ্ধান্ত একান্ত তাদের দুজনের। এর মধ্যে তৃতীয় কোন ব্যক্তি নেই। এর পাশাপাশি নবনীতায় এও জানান, অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে তাঁর অত্যন্ত ভালো সম্পর্ক। এই অভিনেত্রীর বিরুদ্ধে এই ধরনের কটুক্তি তিনি মোটেই বরদাস্ত করছেন না। সম্প্রতি পরকীয়া প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী শ্রাবন্তীও। সরাসরি সংবাদ মাধ্যমের কাছে এ বিষয়ের সত্যতা প্রকাশ করেছেন অভিনেত্রী।
জিতুর সঙ্গে পরকীয়া প্রসঙ্গে শ্রাবন্তীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি এই নামটা শুনে। না জানি কতজনের সঙ্গে আমার নাম জুড়ে দেওয়া হয়েছে। তবে আমি জানি সত্যি টা কি। আমার প্রেম-ভালোবাসা এখন সবটাই আমার কেরিয়ার।” এর পাশাপাশি তিনি নিজেকে ‘সিঙ্গেল’ বলেও দাবি করেছেন। অভিনেত্রী বলেন, “আমার স্ট্রাগলটা না দেখেই আমাকে জাজ করে দেওয়া হয়। কেউ এসে দেখতে যায়না লাইফে আমাকে কতটা ভুগতে হয়েছে। তাই আমি আর বাইরে লোকের কথায় কান দিই না। খারাপ লাগে ঠিকই, তবে যতটুকু পজিটিভিটি বাঁচা যায় আর কি।”
জিতু কমল ছাড়াও পরিচালক শুভজিৎ মিত্রর সঙ্গে নাম জড়িয়েছিল শ্রাবন্তীর। অভিনেত্রী বলেন, কাজ করার জন্য তার কোনো পরিচালকের সঙ্গে ‘সুসম্পর্ক’ রাখার প্রয়োজন হয় না। এছাড়া অভিনেত্রী বলেন, তিনি পরিচালকে যথেষ্ট শ্রদ্ধা করেন। পর্দায় অভিনয়ের পাশাপাশি প্রেম বিচ্ছেদ বিয়ে সংক্রান্ত বিষয়ে বারংবার নাম জড়িয়েছিল অভিনেত্রীর। তিনবার বিয়ের পিঁড়িতে বসে রীতিমত রেকর্ড করেছিলেন তিনি। প্রসঙ্গ উল্লেখ করে অভিনেত্রী বলেন, “আমরা অভিনয় জগতের মানুষ, পাবলিক ফিগার বলে তাই আক্রমণ করা সহজ হয়। কিন্তু আমাদেরই চারিদিকে কত মানুষ কত কিছু করছেন। সে বিষয় নিয়ে কথা উঠে না।”
প্রসঙ্গত, পর্দায় নতুন চ্যালেঞ্জিং রোলে ফিরছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। এবার তিনি পর্দার ‘দেবী চৌধুরানী’। নতুন কাজ নিয়ে আশাবাদী অভিনেত্রী। অভিনেত্রীকে নতুন রূপে দেখতে অপেক্ষায় আছেন তাঁর অনুরাগীরা।
বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।